Bengal Govt to set up in Kolkata its first crematorium for pets

The Bengal Government is planning to set up its first crematorium for pets near Armenian Ghat in Kolkata.

The Animal Resources Development Department is going to set it up at an approximate cost of Rs 25 lakh. Kolkata Municipal Corporation (KMC) will extend technical support to complete the project.

A small electrical furnace will be set up initially where dogs, cats and other small animals will be cremated. A second furnace will be set up later on.

 

রাজ্য সরকারের উদ্যোগে আর্মেনিয়ান ঘাটের কাছে রাজ্যের প্রথম পশু শ্মশান

আর্মেনিয়ান ঘাটের কাছে রাজ্য সরকারের উদ্যোগে তৈরী হতে চলেছে পশুদের শ্মশান।

প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর এই শ্মশান তৈরী করবে আনুমানিক ২৫ লক্ষ টাকা ব্যয়ে। এই প্রকল্পে কারিগরি সহায়তা করবে কলকাতা পুরসভা।

একটি ইলেকট্রিক চুল্লি তৈরী করা হবে মৃত কুকুর, বেড়াল ও অন্যান্য পোষ্যদের অন্ত্যেষ্টি ক্রীয়ার জন্য। পরবর্তীকালে আরও একটি চুল্লি তৈরী করা হবে।

 

Source: Millennium Post

Haringhata Meat products can soon be ordered via mobile app

Products from the Bengal Government-owned brand Haringhata Meat, which sells raw, processed and cooked meat, meat products, eggs and other poultry items, can soon be ordered from the comfort of one’s home, courtesy a mobile app being developed under the aegis of the Animal Resources Development Department. The app is being developed by West Bengal Electronics Industry Development Corporation Limited (WEBEL), the government agency responsible for technology development in Bengal.

The app is being developed by West Bengal Electronics Industry Development Corporation Limited (WEBEL), the government agency responsible for technology development in Bengal.Till now, Haringhata Meat products could be ordered online via an e-commerce company. They are also sold in

Till now, Haringhata Meat products could be ordered online via an e-commerce company. They are also sold in Kolktata from branded mobile vans, which sell both raw and cooked meat and meat products.

Through the app, initially only raw meat can be ordered. Ready-to-eat stuff would be added to the list of products later on. Products sold under the brand are all sourced from the government farm in Haringhata in Nadia distirct.

হরিণঘাটা মাংস বিক্রির জন্য মোবাইল অ্যাপ চালু করছে দপ্তর

শীঘ্রই প্রানিসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে একটি মোবাইল অ্যাপ আনা হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকেরা এবার বাড়ি বসেই হরিণঘাটা মিট ব্র্যান্ডের মাংস ও মাংসজাত সব পণ্য পেয়ে যাবেন। এজন্য কোন অতিরিক্ত টাকাও খরচ করতে হবে না গ্রাহকদের।

রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে এখন আর হরিণঘাটার চিকেন সসেজ কিংবা টার্কি রোস্ট কিংবা হ্যাম ফিলেট খাতে আর দোকানে ছুটতে হবে না। মোবাইলের মাধ্যমে অর্ডার দিলেই তা হাজির হবে দোরগোড়ায়।

এতদিন একটি ই-কমার্স সংস্থার অ্যাপের মাধ্যমে এই খাবার অর্ডার করা যেত। এখন সংস্থা নিজেদের অ্যাপ আনছে। রাজ্যের তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবেল এই অ্যাপ তৈরি করছে।

আপাতত এই অ্যাপের মাধ্যমে হরিণঘাটা ব্র্যান্ডের কাঁচা পণ্যই পাওয়া যাবে। পড়ে অবশ্য ‘রেডি টু ইট’ পণ্যও অনলাইনে বিক্রি করার উদ্যোগ করা হবে। ইতিমধ্যেই কলকাতা শহরে হরিণঘাটা ব্র্যান্ডের চলমান বিপণী খোলা হয়েছে, সেখানে কাঁচা মাংসের পাশাপ্সহি রান্না করা মাংসও পাওয়া যায়।

Source: Dainik Jugashankha