Bengal Govt to launch new helicopter and plane services soon

The Bengal Government is soon going to launch helicopter and plane services across the state.

The new helicopter services will cover routes from Kolkata to Malda, Balurghat, Digha and Sagar Island for tourists every Sunday,Wednesday and Saturday. The services will however be suspended if government functions are scheduled on those days.

The tickets for Digha and Sagar Island have been priced at Rs 2,000 per person, for Malda at Rs 2,500 per person and for Balurghat at Rs 3,000 per person.

These announcements were made by the Transport Minister while replying to debates during the presentation of the budget for his Department. He also said that helicopter services would start from Kolkata to Santiniketan and Purulia.

Plane services would be introduced from Cooch Behar Airport. A double-engined nine-seater aircraft would be engaged for the purpose. The airports in Malda, Balurghat and Purulia would also be rebuilt/renovated.

 

কপ্টার , বিমান ভাড়া করছে রাজ্য সরকার

রাজ্য সরকার আরও একটি হেলিকপ্টার ভাড়া নিচ্ছে৷ কলকাতা-কোচবিহার রুটের জন্য ভাড়া নেওয়া হচ্ছে একটি বিমানও৷

পরিবহণমন্ত্রী পরিবহণ দপ্তরের ব্যায়বরাদ্দ নিয়ে বিতর্কের জবাবি ভাষণে বলেন, শীঘ্রই এই দুই পরিষেবা চালু হবে৷

বুধ, শনি ও রবিবার এই কপ্টার কলকাতা থেকে মালদহ, বালুরঘাট, দিঘা ও সাগরে পর্যটকদের নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হবে৷ তবে কোনও সরকারি কর্মসূচী থাকলে সেই পরিষেবা বন্ধ থাকবে৷

দিঘা ও সাগরে যাওয়া বা আসার জন্য মাথাপিছু ২ হাজার টাকা ভাড়া ধরা হয়েছে, মালদহ আড়াই হাজার টাকা, বালুরঘাটের ভাড়া তিন হাজার টাকা৷

পরিবহণমন্ত্রী বলেন, ‘কলকাতা থেকে পুরুলিয়া, শান্তিনিকেতনের মধ্যে হেলিকপ্টার পরিষেবা চালু করা হবে৷ এ ছাড়া কোচবিহার বিমানবন্দর চালু রাখতে ৯ আসন বিশিষ্ট ডবল ইঞ্জিনের বিমান চালানো হবে৷ টেন্ডার প্রক্রিয়া শেষ৷ মালদহ, বালুরঘাট এবং পুরুলিয়ার বিমানবন্দরগুলির পুনরুজ্জীবনের কাজ চলছে৷’

Funding for tourism sector goes up to Rs 400 crore in 6 years

As an indication of the importance that Chief Minister Mamata Banerjee and her Trinamool Congress Government places on the tourism sector, public funding in the sector, according to a senior official of Tourism Department, has gone up from Rs 35 crore to Rs 400 crore in the past six years.

Bengal is gifted with all the necessary elements for making it a preferred destination for travellers from around the world.

As a consequence of this increase in funding, Bengal has witnessed a 20 per cent growth in its tourist population. The state has one of the best hotel occupancy rates in India. Kolkata has 3,000 high-end hotel rooms with a phenomenal occupancy rate of 70 per cent. During the Durga Puja this year, Bengal saw about 2,000 foreign visitors.

Currently some major tourism projects are coming up in Gajoldoba in north Bengal and Jharkhali in the Sundarbans. A convention centre is coming up in Digha.

To promote the state’s tourist spots, the State Government regularly takes part in national and international tourism fairs and conventions, like Travel East and others.

Source: Millennium Post

বাংলায় পর্যটন ক্ষেত্রে পাবলিক ফান্ডিং ছ’বছরে বেড়ে হয়েছে ৪০০ কোটি

পর্যটন দপ্তরের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী বাংলায় পর্যটন ক্ষেত্রে পাবলিক ফান্ডিং ছ’বছরে বেড়ে হয়েছে ৪০০ কোটি। এর থেকেই বোঝা যায় পর্যটনের বিকাশের প্রতি কতটা দায়বদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার।

পর্যটনের প্রসারের জন্য সবকটি উপাদানই রয়েছে বাংলায়। উত্তরে হিমালয় থেকে শুরু করে দক্ষিণে সাগর, রাঙামাটি থেকে ঐতিহাসিক স্থাপত্য – কি নেই বাংলায়? পাবলিক ফান্ডিং বৃদ্ধির ফলে বাংলায় পর্যটকদের সংখ্যা ২০% বেড়েছে। হোটেল পূর্ণ করণেও দেশে এগিয়ে বাংলা।
দুর্গাপুজো উপলক্ষে এবছর রাজ্যে এসেছিলেন ২০০০ এরও বেশি বিদেশী পর্যটক।

এই মুহূর্তে রাজ্যে দুটি বৃহৎ পর্যটন প্রকল্প চলছে – উত্তরে গাজলডোবা ও দক্ষিণে ঝড়খালিতে। দীঘাতে তৈরী হচ্ছে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার। পর্যটনের প্রসারের জন্য দেশি-বিদেশী অনেক পর্যটন মেলাতেও অংশগ্রহণ করছে রাজ্য সরকার।