New food processing unit in Haringhata

The Bengal Government is setting up a food processing unit in Haringhata in Nadia district to process goat meat. There is huge demand for the item in Bengal and this plant will satisfy part of that demand.

West Bengal Livestock Development Corporation is setting up the plant on a plot of 2 acres. Rs 3 crore has been sanctioned for the project.

The unit would have the capacity to process 300 goats at a time, that is, in each of the six-hour shifts. The meat would be packed in 500 gram and 1 kilogram packets. At full capacity, it is expected for the plant to produce 2.5 tonnes of packed meat per day.

This plant is the result of the success of a pilot project through which goat meat was being sold from the Haringhata Meat outlets. After the plant becomes operational, the meat would be sold from 240 outlets across the state.

মাংসের বিপুল চাহিদা মেটাতে খাদ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট হচ্ছে হরিণঘাটায়

রাজ্যে খাসির মাংসের বাজার ধরতে হরিণঘাটায় নতুন প্ল্যান্ট তৈরি করছে পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগম। নতুন প্ল্যান্টে একসঙ্গে ৩০০টি খাসি প্রসেসিং করার পরিকাঠামো তৈরি করা হচ্ছে।

এতদিন হরিণঘাটা মিটের আউটলেটে প্রসেসিং করা চিকেন বিক্রি করা হত। এবার থেকে এক কেজি এবং ৫০০ গ্রামের প্যাকেট করে খাসির মাংস বিক্রি করা হবে। কিছুদিন যাবৎ পরীক্ষামূলকভাবে কয়েকটি আউটলেট থেকে সামান্য পরিমাণে খাসির মাংস বিক্রি করা হয়েছিল। সেটারই বিপুল চাহিদা দেখেই রাজ্যের সর্বত্র খাসির মাংস সরবরাহ করার জন্য এই নতুন প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী এপ্রিল মাস থেকেই প্ল্যান্ট চালু হয়ে যাবে।

২ একর জমি নিয়ে প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। প্ল্যান্ট তৈরির জন্য প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মূলত মেশিনে খাসি কাটা হবে। প্রতিদিন প্ল্যান্ট থেকে প্রায় আড়াই টন মাংস পাওয়া যাবে।

মেশিন বসে গেলে আপাতত বাজার থেকেই খাসি কিনে তা প্রসেস করা হবে। তখন ২৪০টি আউটলেট থেকেই খাসির মাংস পাওয়া যাবে।

Source: Bartaman

Haringhata Meat to sell lip-smacking snacks at Durga Puja pandals

Haringhata Meat, run by the Department of Animal Husbandry of the Bengal Government, will set up stalls at Durga Puja pandals to sell healthy snacks. Popular food items like chicken cutlet, kebabs, nuggets, chicken sausage, chicken popcorn etc will be sold at attractive prices.

Ready-made food items have already become a rage at ‘Haringhata Meat’ outlets in the city. Apart from raw meat, snacks like chicken cutlet or kebabs are popular among people at these outlets. This is the first time that ‘Haringhata Meat’ has decided to set up stalls at Durga Pujo pandals.

Durga Puja pandals receive a footfall of lakhs of people. It is expected that the stalls of ‘Haringhata Meat’ will receive an overwhelming response from the people.

 

কাবাব, কাটলেট, চিকেন পপকর্নের পসরা সাজিয়ে মণ্ডপে মণ্ডপে হরিণঘাটা মিট

শারদোৎসবে একশো শতাংশ স্বাস্থ্যসম্মত খাবারের স্টল নিয়ে হাজির হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগমের ‘হরিণঘাটা মিট’। এইসব স্টলে বাজারচলতি দামের চেয়ে কমেই মিলবে হাতে গরম চিকেন কাটলেট, বাহারি কাবাব, মুচমুচে নাগেটস, চিকেন সসেজ কিংবা চিকেন পপকর্ন।

হরিণঘাটা মিটের যেসব আউটলেট রয়েছে, সেখানে কাঁচা মাংসের পাশাপাশি চিকেন কাটলেট, চিকেন কাবাবসহ একাধিক রেডিমেড খাবারের আইটেম রয়েছে।

কলকাতার বিগ বাজেটের পুজোমণ্ডপে ‘হরিণঘাটা মিট’ এর নিজস্ব স্টল নজর কাড়বে। এভাবে বিগ বাজেটের একাধিক পুজোমণ্ডপে স্টল দেওয়ার সিদ্ধান্ত এই প্রথম।এবার পুজোয় নামীদামি একাধিক মণ্ডপের পাশে সুস্বাদু খাবারের গন্ধে ভিড় বাড়বে খাদ্যরসিকদেরও।

পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগমের পক্ষ থেকে পুজোমণ্ডপে স্টল চালানো হবে। পুজোর প্যান্ডেলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। সেখানে স্টল থাকলে সহজেই মানুষের কাছে পৌঁছানো যাবে।

Source: Bartaman