Successful ‘Sukanyas’ to be felicitated today

After the successful completion of the first two batches of the project, Sukanya that was taken up to provide self-defence training to schoolgirls, the Bidhannagar, Barrackpore and Howrah Police

Commissionerates have now taken steps to start the third batch.
Participants of all the three commissionerates will be felicitated at a programme to be held at Howrah Sarat Sadan on March 28. They will be given certificates.

It may be mentioned that the Sukanya project for all these three commissionerates was launched in July 2017. The project was introduced in the three commissionerates after it became immensely successful in Kolkata.

It is one of the dream projects of Chief Minister Mamata Banerjee and the initiative has provided an international platform to the girls who underwent self-defence training. Six girls had participated in the Kickboxing World Cup in 2016 held in Russia and won five gold medals, two silvers and two bronzes.

In the first phase, girl students of 26 schools in the jurisdiction of the three police commissionerates underwent training and they will be performing at the March 28.

 

 

কৃতী সুকন্যাদের সংবর্ধিত করা হবে আজ

 

মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে শহরের কিছু স্কুলগুলিকে নিয়ে কলকাতা পুলিশ চালু করেছিল ‘সুকন্যা’ প্রকল্প। সেই প্রকল্পের সাফল্যের পর ২০১৭ সালে বিধাননগর, ব্যারাকপুর এবং হাওড়া পুলিশ কমিশনারেটের অন্তর্গত ২৬টি স্কুলে শুরু করা হয় এই প্রকল্প।

এই প্রকল্পের প্রথম দুই ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে। তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে শীঘ্রই। আজ হাওড়ার শরৎ সদনে এই কৃতী সুকন্যাদের সংবর্ধিত করা হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালে ৬ জন সুকন্যা রাশিয়ায় অনুষ্ঠিত কিক-বক্সিং বিশ্বকাপে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় তারা পাঁচটি সোনার পদক, দুটি রুপোর পদক, দুটি ব্রোঞ্জ পদক জিতেছিল।

Source: Millennium Post

Missing persons bureau in every commissionerate

To enable coordination of information on missing persons, West Bengal Police has decided to set up a Missing Persons Bureau in every commissionerate. As a part of the efforts towards coordination of information, the state police is also setting up a database of missing persons.

For a start, 30 police officers have been selected for manning the bureaus in five commissionerates. Gradually, bureaus would be set up in all the eight commissionerates. Two commissionerates were created recently, in Haldia and in Kharagpur.

Till now, the Missing Persons Bureau of CID was the sole agency responsible. To reduce pressure on it, the government has decided to set up a bureau in each commissionerate, each of which is responsible for a group of, mostly urban, police station areas.

Many times it happens that a person returns home, but the information does not reach the police. Sometimes the family does not inform the police; and then too, it is difficult for the single bureau under the CID to deal with missing persons’ information from across the state. Hence, to spread the responsibility, in order to have up-to-date information, West Bengal Police has taken this decision, which is indeed commendable.

Source: Ei Samay

 

মিসিং পার্সনস ব্যুরো প্রত্যেক কমিশনারেটেই

এ বার রাজ্যের প্রতিটি পুলিশ কমিশনারেটে আলাদা করে মিসিং পার্সন ব্যুরো গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ৷ আপাতত পাঁচটি কমিশনারেটের জন্য মোট ৩০ জন পুলিশকর্মীও এ জন্য বরাদ্দ করা হয়েছে৷

এত দিন পর্যন্ত রাজ্য পুলিশের তরফে সারা রাজ্যের জন্য এই বিষয়টি দেখাশোনা করত সিআইডি-র মিসিং পার্সন স্কোয়াড৷ রাজ্য পুলিশ সূত্রের খবর, ভবানী ভবনের উপর থেকে চাপ কমানোর জন্যই এ বার নিখোঁজদের খোঁজ করবে সংশ্লিষ্ট এলাকার কমিশনারেটগুলিই৷

পুলিশ সূত্রের খবর, প্রথমে বাড়ির লোকেদের কাছ থেকে নিখোঁজ ব্যক্তির ছবি এবং বিস্তারিত বর্ণনা নেওয়া হয়৷ তার পর তা পাঠিয়ে দেওয়া হয় আশেপাশের থানা এবং রেলপুলিশের কাছে৷ অনেক ক্ষেত্রে দূরদর্শনে বা সংবাদপত্রে বিজ্ঞাপনও দেওয়া হয়৷ বেশির ভাগ ক্ষেত্রে এই পদ্ধতিতে সাফল্যও মেলে৷ তবে রাজ্য পুলিশ এখন থেকে নিখোঁজ ব্যক্তিদের একটি ডেটা-বেস তৈরি করতে চাইছে যাতে পরবর্তীতে তা কাজে লাগে৷