South 24 Parganas district administration carried out a mega clean-up mission post Ganga Sagar Mela. Sagartat, Benuban, Kochuberia, Kakdwip Lot-8, Namkhana and other areas were cleaned up as part of this mission.
Thousands of people including officials of district administration, police, Sagar Gram Panchayat, Panchayat Samiti, NGOs took part in this clean-up. Officials who were in-charge of safety and security of pilgrims were seen with brooms cleaning up fair grounds.
The DM of South 24 Parganas, local MLA Bankim Hazra, Additional DM, and other officials were present at fair grounds for cleaning.
This year 40 lakh pilgrims took the holy dip at Ganga Sagar on Makar Sankranti. Several steps were taken by the Bengal Government for smooth running of the fair.
সাগরমেলার পর মেগা সাফাই অভিযান
সাগরতট, বেণুবন, কচুবেড়িয়া, কাকদ্বীপ লট-৮, নামখানা সহ তার চারপাশ জঞ্জালমুক্ত করতে মেগা সাফাই অভিযান হল।
বিভিন্ন জায়গাতে সরকারি আধিকারিক, পুলিস, সাগর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মিলিয়ে দেড় হাজারের বেশি মানুষ এই সাফাই অভিযানে অংশ নেন। মেলার সময় যে সমস্ত অফিসারের দায়িত্ব ছিল তীর্থযাত্রীদের নিরাপদে পারাপার থেকে সাগরে স্নানের বিষয়ে সহায়তা করা, তাঁরাই এদিন ঝাঁটা হাতে সাফাই কাজে নেমেছিলেন।
মেলা প্রাঙ্গণের সাফাইয়ের দায়িত্বে ছিলেন জেলাশাসক, বিধায়ক বঙ্কিম হাজরা, অতিরিক্ত জেলাশাসক তথা মেলা অফিসার সহ আধিকারিকরা। ঝাঁটা, কোদাল, বালতি সহ সাফাইয়ের নানা সরঞ্জাম হাতে ছিল আধিকারিকদের। সারাদিন ধরে এই মেগা সাফাই চলে।
গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে রাজ্য সরকার নিয়েছিল একাধিক উদ্যোগ। এবছর ৪০ লক্ষ পুণ্যার্থী সাগরে পুণ্যস্নান করেন।