Trinamool observes ‘Black Day’

Trinamool Congress observed ‘black day’ in districts and blocks across the state on Saturday to protest against the “detention and manhandling” of its leaders in Assam’s Silchar airport, where they had gone to assess the situation after the publication of the final draft of the National Register of Citizens (NRC).

The protest will continue on Sunday too. Carrying placards and sporting black masks and badges, TMC activists shouted slogans against the BJP governments at the Centre and Assam and the final draft of the NRC.

Trinamool Chairperson Mamata Banerjee had alleged that the members of the delegation, including women, were manhandled at the airport and accused the BJP of imposing a “super emergency” in the country.

Party’s Secretary-General Partha Chatterjee had said, “What happened to our party delegation is not only shameful but also undemocratic. Our slogan will be ‘we don’t need this monstrous government any more’.”

Mamata Banerjee attacks BJP at extended core committee meeting of Trinamool

Lok Sabha elections are around the corner. Ahead of the polls that decide the fate of the country, Trinamool Chairperson Mamata Banerjee instructed party leaders and workers to increase their people’s outreach activities. She was addressing the extended core committee meeting of the party.

The Chairperson said, “You must reach out to the people. Or else there is no place for you in the party. The party will not tolerate those who are inactive.”

She said that Lok Sabha elections could happen three times from now, may be six months. They will surely be held eight months later. She asked the party workers to be ready. She took on the BJP over allegations of EVM tampering.

The Chairperson said, “The work for the revision of electoral rolls has begun. Ensure that the procedures are followed. It is the BJP’s habit to tamper EVMs. Our party workers must be alert and monitor them.”

She also slammed the BJP for their divisive politics. Mamata Banerjee said, “We are not a militant organisation like the BJP. They are creating fights not only among Christians, Muslims but also among Hindus.”

“They are threatening to carry out encounters. Just because they are in power in Delhi, they are talking about hurling bombs. I dare them to come and touch us. We will show them their place.”

“The CPM is falling at the feet of the BJP and clutching at their straws to stay afloat…Congress is opposing BJP in Delhi and holding hands here. Where are the rules, the principles of the Congress? CPM, Congress, Maoists and BJP… they are the darkest underbelly of society,” the Trinamool chief said.

Suggesting a nexus between the parties, she added, “Four heads have come together. They are looting money, stealing it, and lighting fires”.

She also warned party workers against infighting and complacency. The Chairperson said, “We have formed the party after years of struggle. We have come to power because of people’s support. If someone thinks they are bigger than the party, the doors are open for them to leave. Only Mamata Banerjee will work, this cannot be the way.”

She also asked district-level leadership to take up programmes in the run up to 21 July rally. Mamata Banerjee also asked the party to step-up the protests against rising fuel prices.

 

Protests against fuel price hike will continue: Abhishek Banerjee

To protest against the sky-high fuel prices of recent days, Trinamool Youth Congress today organised a protest march in Kolkata today.

A protest march was held today from Subodh Mullick Square to Park Street, led by National President of AITYC and MP, Abhishek Banerjee. In the districts, the protest rallies will be taken out on Saturday and Sunday (May 26 and 27).

Addressing the party workers after the march ended, Abhishek Banerjee slammed the Centre for its anti-people policies.

Highlights of Abhishek Banerjee’s speech:

Our workers are our biggest assets. The party’s existence is because of our committed workers.

People from all walks of life are here today. There are people from various religions, communities here today. Our leader has taught us about communal harmony. Unity in harmony is our culture.

We had organised a protest rally several months back against FCRA Bill. We will lay down our lives but we will not allow the BJP to promulgate anti-people policies.

We are launching our protests against fuel price rise today. We will organise protest marches and rallies in every district. Our protest will continue till the hike in prices is not rolled back.

We will continue to raise our voices, under the leadership of Mamata Banerjee, whenever people have to bear the brunt of the policies of the Central Government.

Bengal is a land of culture. We challenge our opponents to fight us politically. Let the competition be based on facts and statistics. Let there be comparison of the work done by the Left in 34 years, Mamata Banerjee in 7 years and the Centre in 4 years.

They promised to bring ‘Achhe Din’. But where is ‘Achhe Din’? If people keep money at home, it is termed ‘black money’. And their money in banks is not secure. We arrested the kingpin of ‘Sarada’. Why has Nirav Modi not been arrested yet?

The Centre wants to decide what we will eat and what we will wear. They might control other States using money power, but Mamata Banerjee’s Bengal is not so meek.

They want to disturb the communal harmony in the State for political gains. We will not allow that. We will fight them back tooth and nail.

The death knell for the arrogant government at the Centre has been sounded. Our leader Mamata Banerjee was present at the swearing-in ceremony in Karnataka. The ‘bisarjan’ of the central government will take place in 2019.

They cannot fight us politically. They tried to foil the Panchayat elections. But people gave us 20 out of 20 Zilla Parishads. In 2019 also people will give us 42 out of 42 seats.

Opposition parties will become signboards in future. We will need microscopes to find them.

Click here to see the images of this protest march

 

Trinamool Congress to organise state-wide protest against fuel price hike

To protest against the sky-high fuel prices of recent days, Trinamool Congress and Trinamool Youth Congress are together organising a state-wide protest today. It will consist of protest marches in every district across the State, including in Kolkata.

In Kolkata, there will be a protest march from Subodh Mullick Square to Park Street, and it will be organised by Trinamool Youth Congress. In the districts, the protest rallies will be taken out on Saturday and Sunday (May 26 and 27).

It may be mentioned that the prices of petrol and diesel have touched all-time highs, having shot up in the past nine days.

The programme of protests was announced by Partha Chatterjee, Secretary General of Trinamool Congress on Wednesday.

Chief Minister and All India Trinamool Congress Chairperson Mamata Banerjee had tweeted on May 20 in this connection: “We are very concerned about the rising prices of petrol and diesel. This will certainly affect prices all around. Common people, farmers and many will suffer.”

On May 22, All India Trinamool Youth Congress Chairperson and Member of Parliament Abhishek Banerjee had tweeted: “As we witness the magic of #AccheDin on this momentous occasion, Petrol turns 80 and Diesel turns 70. Please do send in your good wishes to their custodians for being so generous and sincere in raising the two.”

On May 21, there was a protest rally in Hooghly district in this connection in which common people had joined. Now, Trinamool and its youth wing are going to organise the protest rallies all across the state.

Source: Millennium Post

100 Days’ Work: Bengal much ahead of the rest

Bengal is the best when it comes to the MGNREGA scheme, commonly known as the 100 Days’ Work Scheme, according to the latest official data of the Union Government.

In reply to a question asked in the Rajya Sabha, dated March 3, 2018, as on February 24, Bengal is the leading state in terms of the number of man-days generated and consequently, in terms of the total expenditure for the scheme.

Bengal generated a total of 2821.72 man-days, which is 13.94 per cent of the total number of man-days covering all the states. With respect to the expenditure incurred (as a result of the payments for the work done, mostly by people in the rural regions of the state), the amount is Rs 7,35,231.98 lakh, which is 13.06 per cent of the total expenditure of all the states.

 

১০০ দিনের কাজে দেশের সেরা বাংলাই

কেন্দ্রীয় রিপোর্টে ১০০ দিনের কাজে সেরার স্বীকৃতি মিলল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। প্রশংসিত হল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। আজ রাজ্যসভায় একটি প্রশ্নের জবাবে গ্রামোন্নয়ন মন্ত্রক লিখিত ভাবে জানিয়েছে, একশো দিনের কাজের প্রকল্পে গত আর্থিক বছরে বরাদ্দ টাকা সমস্ত রাজ্যের মধ্যে সবচেয়ে বেশী খরচ করতে পেরেছে পশ্চিমবঙ্গ। এই প্রকল্পের অধীনে সবচেয়ে বেশী শ্রমদিবস তৈরি করার ক্ষেত্রেও শীর্ষে রয়েছে রাজ্য।

একশো দিনের কাজের পাশাপাশি কন্যাশ্রী প্রকল্প, গ্রামীণ সড়ক, আবাসন, মহিলা স্বনির্ভর যোজনার মতো বিষয়গুলিতেও রাজ্য প্রশাসনের সাফল্যকে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন, “শুধুমাত্র কেন্দ্র নয়, ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংগঠনগুলি থেকেও পশ্চিমবঙ্গের কাজ প্রশংসিত হচ্ছে। সবাই স্বীকার করতে বাধ্য হচ্ছেন, গ্রামীণ যোজনাগুলির ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে। ধারে-কাছে কেউ নেই। সেটা শৌচাগার নির্মাণই হোক অথবা মহিলাদের স্বনির্ভর করা।”প্রসঙ্গত, ইউপিএ জমানাতেও তৎকালীন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী একাধিক চিঠিতে এই দপ্তরের কাজের প্রশংসা করেছিলেন।

তৃণমূল সাংসদ একটি লিখিত প্রশ্নে গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে জানতে চান, ‘মহাত্মা গাঁধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প’(মনরেগা)-এ বরাদ্দ অর্থ কোন রাজ্য কতটা খরচ করতে পেরেছে? পশ্চিমবঙ্গের অবস্থান এ ক্ষেত্রে কোথায়? জবাবে মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রত্যেকটি রাজ্যের খরচের বিস্তারিত হিসাব দেন। ২০১৭ থেকে ২০১৮ (২৪ ফেব্রুয়ারি পর্যন্ত) সময়সীমায় দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ খরচ করেছে ৭ হাজার ৩৫২ কোটি ৩১ লক্ষ টাকা, যা দেশের সর্বোচ্চ।

Names of Trinamool RS candidates from Bengal announced

Chairperson Mamata Banerjee today announced the names of four Rajya Sabha candidates from Bengal at the extended core committee meeting of the party.

The candidates are: Nadimul Haque, Subhashish Chakraborty, Abir Ranjan Biswas and Dr Santanu Sen.

The party will support Congress candidate Abhishek Manu Singhvi for the fifth seat, Mamata Banerjee said, adding that the decision was taken keeping larger interests in mind.

 

তৃণমূলের রাজ্যসভা প্রার্থীদের নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নজরুল মঞ্চে তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে বাংলা থেকে রাজ্যসভার চারটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দল যাদের মনোনয়ন দেবে তারা হলেন: নাদিমুল হক, শুভাশীষ চক্রবর্তী, আবির বিশ্বাস ও ডঃ শান্তনু সেন।

পঞ্চম আসনে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকেই সমর্থন করবে দল, ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত, বলেন তিনি।

Women must lead the protests against Centre: Mamata Banerjee

On the occasion of International Women’s Day, a historic women’s rally was organised by Trinamool in Kolkata near the Gandhi statue on Mayo Road.

Women from all walks of life participated in the rally.

The main speaker at the event was Mamata Banerjee. In her 30-minute odd speech, she called upon women in Bengal to unite in protest against the misrule by BJP at Centre. She also asked them to prepare for the upcoming Panchayat polls.

Highlights of her speech:

  • We must work together, for people from all walks of life. Our sisters, as well as brothers, are society’s assets.
  • We celebrate March 8 as International Women’s Day. This day is dedicated to our mothers and sisters.
  • We reserved 50% seats in Panchayats for women after coming to power.
  • Trinamool is the only party to have 34% female MPs, even without Women’s Reservation Bill.
  • We provide 730 days of child care leave.
  • 48% women are employed under 100 Days’ Work. 48% female candidates got a chance under College Service Commission.
  • ‘Beti Bachao, Beti Bachao’ programme by the Centre is actually ‘Beti Hatao’. The budget is 100 crore, which comes to Rs 3 crore per State. We spent Rs 6,000 crore for Bengal’s Kanyashree scheme.
  • 45 lakh girls have received Kanyashree scholarship. We have extended the scheme to university students also (Rs 2,000 for humanities, Rs 2,500 crore for science). Make this a national model.
  • We have also started a new scheme called ‘Ruposhree’. Poor families with income upto Rs 1.5 lakh receive Rs 25,000 for the wedding of their daughters (18 years and older). This scheme will be launched from April 1.
  • When we came to power, rate of institutional delivery was 65%. Now the rate has gone up to 95%.
  • We have started transit hubs for pregnant women at remote areas.
  • Infant mortality rate has come down in Bengal in the last six years.
  • In six years, we have set up 300 SNSUs, 75 SNCUs, 17 Mother and Child Hubs. ICCUs, HDUs, multi super speciality hospitals have also been set up.
  • We provide rice at Rs 2/kg to 8 crore people. We provide the subsidy for this scheme.
  • We carry out developmental programmes with the revenue we collect from taxes. We have not imposed any burden on the people. We are paying instalments for the debt incurred by the Left. We are working for the people despite our financial burden.
  • We have distributed 70 lakh cycles under Sabuj Sathi scheme. We have given scholarships to minorities as well as SC/ST students.
  • We work for all, irrespective of their background. We do not practice divisive politics.
  • The language used by a person is their identity. The kind of language some politicians use is shameful. This is not the culture of Bengal. We believe in civilized culture.
  • Indecent language can get you two minutes of fame on TV. But people will reject you. Politicians must choose the words they use carefully.
  • An incident took place. BJP set the precedent in Tripura by vandalising Lenin’s statue. Even in Tamil Nadu, the statue of a Dalit leader was vandalised. We strongly condemn these incidents.
  • SP Mukherjee was born in Bengal. We do not believe in his ideology but we respect him. Those who put black paint on his statue are a shame for Bengal.
  • This culture of bulldozing statues of icons of another ideology is dangerous. Do not even try to defame Bengal.
  • We have to fight for the labourers, farmers, peasants and people of all sections of the society.
  • Bengal is No. 1 in creating rural employment, agriculture, ease of doing business, small scale industries.
  • Bengal was known for Bandhs earlier. The perception has changed.
  • Kanyashree, uninterrupted power supply, rural jobs, new roads, better hospitals – this is poriborton.
  • BJP won in Tripura by a margin of 0.3% only. They played divisive politics. They promised separate state in Darjeeling and applied the same formula in Tripura. They have won. Fine, but don’t overestimate yourself. Your target is Bengal. Our target is Lal Quila.
  • Their alliance partners – TDP and Shiv Sena – have walked out of alliance. The writing is clear on the wall. They will lose in Karnataka, Rajasthan, Madhya Pradesh. Do not even dream of winning in Odisha and Bengal.
  • In Tripura, BJP spent money like water flowing through a hosepipe. The CPI(M) surrendered itself to the BJP. They did not put up any fight.
  • Centre is using agencies against those who speak against them.
  • All regional parties have to work together. We have to put up a fight together.
  • Women have to take a lead in the protests against the Centre. If you want to save the country and the society, remove BJP from power. Hindu-Muslim divisions will not bear any fruits.
  • People’s savings are not safe in banks. ‘Gobar’ (cow dung) has become ‘dhan’ (asset) for this government.
  • Mohila ra dichhe daak, BJP chole jaak. Du hajar unish, BJP hobe finish. Put an end to their arrogance.
  • A section of media is sold out to the BJP. There is an atmosphere of fear among journalists.
  • Bengal has always led the way whenever social/political movements started in India.
  • Self-confidence is the biggest strength of a person. Women will lead this fight – they manage homes, as well as outside.

 

কেন্দ্রের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদে অগ্রণী ভূমিকা মহিলাদের: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ আন্তর্জাতিক নারী দিবস। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নে জোর দিয়েছেন। চালু করেছেন বহু প্রকল্প এবং কর্মসূচী। দিদির মস্তিস্কপ্রসূত কন্যাশ্রী প্রকল্প পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি।

প্রতিবছর নারী দিবস উপলক্ষে বিশাল মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতায় এক ঐতিহাসিক মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয় মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে।

আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের পঞ্চায়েত ভোটে অগ্রণী ভূমিকা নিতে ডাক দেন। তিনি বলেন মহিলাদের সঙ্গবদ্ধ হয়ে কেন্দ্রের অপশাসনের বিরুদ্ধে লড়তে হবে।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

  • আমি বিশ্বাস করি সকলকে নিয়ে একসাথে চলতে হবে। ভাই বোন সকলেই সমাজের সম্পদ।
  • আজকের দিনটি ৮ই মার্চ আমরা আন্তর্জাতিক মহিলা দিবস হিসেবে পালন করি। আজকের দিনটি আমাদের মা বোনেদের। পৃথিবীব্যাপী এই দিনটি মেয়েদের জন্য পালন করা হয়।
  • বাংলায় আমাদের সরকার আসার পর পঞ্চায়েত ও মিউনিসিপালিটিতে মহিলাদের জন্য ৫০% সংরক্ষণ করা হয়েছে।
  • একমাত্র আমাদের দলের মহিলা নির্বাচিত প্রতিনিধি ৩৩% এর বেশি।
  • আমাদের রাজ্যে চাইল্ড কেয়ার লিভ দেওয়া হয় ৭৩০ দিন।
  • বাংলায় ৪৮% মেয়ে ১০০ দিনের কাজ করছে। কলেজ সার্ভিস কমিশনে ৪৮% মেয়েরা সুযোগ পেয়েছে, ওরা আমাদের রাজ্যের গর্ব।
  • কেন্দ্রীয় সরকারের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প আসলে ‘বেটি হাটাও’ প্রোগ্রাম।সমগ্র ভারতবর্ষের জন্য ওদের বাজেট ১০০ কোটি টাকা। মানে রাজ্য প্রতি ভাগ ৩ কোটি টাকা। আর বাংলায় কন্যাশ্রী প্রকল্পের জন্য ৬০০০ কোটি টাকা খরচ করেছি।পারলে এটাকে মডেল কর।
  • ৪৫ লক্ষ মেয়েকে এই স্কলারশিপ দেওয়া হয়েছে। তাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এই প্রকল্পের লক্ষ্য মেয়েদের এগিয়ে নিয়ে আসা।
  • আমরা একটি নতুন প্রকল্প চালু করেছি যার নাম – রূপশ্রী। গরীব পরিবারের (যাদের বছরে আয় দেড় লক্ষ টাকা) মেয়েদের ১৮ বছর বয়সের পর তাদের বিয়ের জন্য ২৫ হাজার টাকা দেবে সরকার। ১ লা এপ্রিল থেকে শুরু হবে এই প্রকল্প।
  • আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন ইন্সটিটিউশন ডেলিভারি ছিল ৬৫%। আমাদের সময় এই পরিমাণ ৯৫%।
  • যে সব এলাকায় হাসপাতাল নেই সেখানে আমরা গর্ভবতী মহিলাদের জন্য মাদার ট্রানজিট হাব করেছি।
  • ৬ বছরে শিশু মৃত্যুর হার কমেছে বাংলায়।
  • আমরা ৬ বছরে ৩০০ টি SNSU, ৭৫ টি SNCU, ১৭ টি মাদার ও চাইল্ড হাব, আই সি সি ইউ, এইচ ডি ইউ সহ মাল্টি সুপার হাসপাতাল তৈরি করেছি। একমাত্র বাংলায় বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।
  • বাংলার ৮ কোটি মানুষ ২ টাকা কিলো চাল পায়। আর সেই চালের সাবসিডি দেয় রাজ্য সরকার।
  • সরকারের টাকা আসে জনগণের দেওয়া ট্যাক্স থেকে, কিন্তু আমরা ট্যাক্স বাড়িয়ে দিইনি। সিপিএমএর দেনার টাকা শোধ করতে হচ্ছে। ৪৮ হাজার কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র। তা সত্ত্বেও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
  • আমরা ৭০ লক্ষ ছেলেমেয়েদের সবুজ সাথী সাইকেল দিয়েছি, সংখ্যালঘু ছেলেমেয়েদের স্কলারশিপ দিয়েছি।
  • আমরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। কাউকে ভাগাভাগি করতে দেব না।
  • মানুষের ভাষাই তার পরিচয়। কেউ কেউ যে ভাষায় কথা বলছে তা শুনে লজ্জা হয়। বাংলার মানুষ এই ভাষায় কথা বলে না। বাংলার মানুষ সুন্দর ভদ্র ভাষায় কথা বলে।
  • অকথা, কুকথা বলে টিভি তে পাবলিসিটি পাওয়া যায়।কিন্তু মানুষের কাছে এই ভাষার জায়গা নেই। রাজনীতিবিদদের ভেবেচিন্তে ভাষা প্রয়োগ করা উচিত।
  • একটা ঘটনা ঘটেছে ত্রিপুরায়, বিজেপিই শুরু করেছে, লেনিনের মূর্তি ভেঙে। তামিল নাড়ুতেও একজন দলিত নেতার মূর্তি ভাঙা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
  • শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলায় জন্মেছেন, আমরা তাঁকে সম্মান করি, তিনি অন্য দলের সমর্থক হতেই পারেন, তাই বলে আমি তাঁর মূর্তিতে কালি মাখিয়ে দিয়ে আসব? যারা এখানে শ্যামাপ্রসাদ মুখার্জির মুখে কালি  লাগিয়েছেন, তারা বাংলার কলঙ্ক।
  • এই কালচার কেন হবে যে কাউকে পছন্দ না হলে তার মূর্তি বুল্ডোজার দিয়ে ভাঙ্গা হবে? বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা করবেন না।
  • পঞ্চায়েতে তৃণমূল স্তরে আরও ভালো কাজ করতে হবে। মানুষকে পরিষেবা দিতে হবে, গরীব মানুষের পাশে দাঁড়াতে হবে। সব মানুষকে পাশে নিয়ে লড়াই করতে হবে।
  • ১০০ দিনের কাজে, গ্রামীণ কর্মসংস্থান তৈরীতে, স্কিল ইন্ডাস্ট্রিতে, স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে, কৃষিতে , ইজ অফ ডুইং বিজনেসে ভারতবর্ষে আমরা এক নম্বরে।
  • আগে বাংলা বললে মানুষ ভাবত শুধু বন্ধ, স্ট্রাইক, অত্যাচার, অপপ্রচার। এখন মানুষ বাইরে থেকে এসে বলে কলকাতাটা পুরো বদলে গেছে।
  • পরিবর্তন মানে কন্যাশ্রী, রুপশ্রী, সবার ঘরে আলো, কৃষিকর্মন অ্যাওয়ার্ড, গ্রামীণ কর্মসংস্থানে নাম্বার ওয়ান, নতুন রাস্তা, নতুন হাসপাতাল।
  • বিজেপি ত্রিপুরার মতো রাজ্যে জিতেছে ০.৩% মার্জিনে। দার্জিলিং-এ যেমন প্রচার করেছিল ভোটের আগে যে জিতলে আলাদা রাজ্য দেবে, ত্রিপুরাতেও সেম গেম খেলেছে। তাও জিতেছ যখন কাজ কর, এতো নাচানাচির কিছু নেই। কথায় কথায় বলে এবার বাংলাকে জয় করব, বাংলা দিল্লী জয় করে দেখিয়ে দেবে।
  • বিজেপির জোটসঙ্গী টিডিপি জোট ছেড়ে বেড়িয়ে এল, শিব সেনা, কে সি রাও-রা বিজেপির জোটসঙ্গী… শুনতে পাচ্ছো না বিদ্রোহের কন্ঠ? শুনতে পাচ্ছো উত্তর প্রদেশ, রাজস্থান, কর্নাটক, মধ্য প্রদেশ কি বলছে? উড়িষ্যা, বাংলার দিকে ভুলেও তাকিয়ে দেখো না।
  • সিপিএম তো আত্মসমর্পণ করেছে বলে হেরে গেল ত্রিপুরাতে। ওরা তো ঠিকমত কথাও বলতে পারেনি। হোসপাইপের মত টাকা খরচ করেছে, সিপিএম কিছু বলেনি, মাথা নত করে ছিল। ভয় পেয়ে আত্মসমর্পণ করে ফেলেছিল।
  • যারা বিরোধিতা করছে তাদের পেছনে কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলোকে কাজে লাগাচ্ছে বিজেপি।
  • তৃণমূল কংগ্রেস আগেও বলেছে, এখনও বলছে, সব আঞ্চলিক দল একসঙ্গে কাজ করবে। একসাথে দল করব, একসাথে সঙ্ঘবদ্ধ হয়ে প্রতিরোধ করব।
  • মা-বোনেদের একটা বড় ভূমিকা পালন করতে হবে। যদি আপনারা দেশ ও সমাজকে বাঁচাতে চান তবে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলুন। শুধু হিন্দু-মুসলমান ভাগাভাগি করে দেশ চলে না।
  • মানুষের ব্যাঙ্কে রাখা সব টাকা নিয়ে নিচ্ছে। বিজেপি সরকার এখন বলছে, তোমরা ব্যাঙ্কে ‘গোবর’ রাখো।‘গোবর’ হচ্ছে ধন।ওটা এখন ওদের ধন- ‘গোবর্ধন’, মানে ‘গোবর’-টা হচ্ছে এখন সরকারের ধন।
  • দিল্লীর মিডিয়া তো পুরো কিনে নিয়েছে। এজেন্সিগুলোকে পুরো কিনে নিয়েছে।ভাবছে এটাই চলবে- কিন্তু এটা চলবে না।
  • আজ মহিলারা দিচ্ছে ডাক- বিজেপি চলে যাক। দু হাজার উনিশ, বিজেপি হবে ফিনিশ। ঔদ্ধত্য, অহঙ্কার, দম্ভ হবে ফিনিশ।
  • মনে রাখবেন, বাংলার মাটি এই লড়াইটা চিরকাল করেছে আর করবে।বাংলা সব সময় নেতৃত্ব দেবে।
  • আমাদের মনে যে শক্তি ও আত্মবিশ্বাস, সেটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমার মা-বোনেরা নিজেদের ঘর সামলাতেও জানে, বাইরেও লড়তে জানে।

 

Mamata Banerjee to address Women’s Day rally today

On the occasion of International Women’s Day today, a historic women’s rally will take place in Kolkata, to be led by Chief Minister Mamata Banerjee. It will be held at the Gandhi statue on Mayo Road from 12 PM.

Women from all walks of life will be participating in this, which will highlight the rights and achievements of women, and what the Trinamool Congress Government has done for women over the seven years of its being in power.

Mamata Banerjee will be the chief speaker. Other prominent women leaders would speak too. People across the State are waiting with bated breath to hear the message of the Chief Minister.

 

নারী দিবস উপলক্ষে আজ তৃণমূলের মহিলা সম্মেলন

আজ আন্তর্জাতিক নারী দিবস। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নে জোর দিয়েছেন। চালু করেছেন বহু প্রকল্প এবং কর্মসূচী। দিদির মস্তিস্কপ্রসূত কন্যাশ্রী প্রকল্প পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি।

প্রতিবছর নারী দিবস উপলক্ষে বিশাল মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর তিনি নির্দেশ দিয়েছিলেন মহিলা সম্মেলনের আয়োজন করার।

আজ উত্তরবঙ্গের শিলিগুড়িতেও আয়োজিত হয়েছে এক বিশাল সম্মেলন। আজ কলকাতায় এই ঐতিহাসিক মহিলা সম্মেলন অনুষ্ঠিত হবে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে, বেলা ১২টায়।সম্মেলনের মঞ্চ থেকে কি বার্তা দেন জননেত্রী, সেই দিকেই তাকিয়ে জনতা।

 

 

 

Student-Youth Convention for North Bengal to be held today at Siliguri

Trinamool Congress Chairperson Mamata Banerjee is going to address the party’s annual Student-Youth Convention for North Bengal at 3 pm today. It will take place at Kanchanjunga Stadium in Siliguri.

The annual convention has been divided from this year into two conventions – a North Bengal Convention and a South Bengal Convention.

Besides Mamata Banerjee, AITYC President Abhishek Banerjee, and senior leadership of the party will be present at the convention.

 

 

আজ শিলিগুড়িতে ছাত্র-যুব সম্মেলন, প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যান্য বছরের মত এবছরও তৃণমূল কংগ্রেসের বার্ষিক ছাত্র-যুব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই বছর, উত্তর ও দক্ষিণবঙ্গে দুটি পৃথক সম্মেলন হচ্ছে।

উত্তর বঙ্গের সম্মেলনটি আজ আয়োজিত হবে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দুপুর ১টায়।

এই সম্মেলনের প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং অগণিত সমর্থক।

Trinamool hits the streets against FRDI Bill

Trinamool Youth Congress, under the leadership of TMYC National President and MP, Abhishek Banerjee, hit the streets today to protest against the FRDI (Financial Resolution and Deposit Insurance) Bill. A rally was held from Jadavpur to Hazra at 2 PM.

Trinamool has been vocal against this controversial Bill from the very beginning. Bengal Chief Minister Mamata Banerjee has written to the Union Finance Minister demanding that this Bill be withdrawn as it would take away the savings of common people entrusted to banks.

Trinamool MPs from both Houses held a dharna in Parliament premises on December 19, 2017, against the FRDI Bill. Leader of the party in Rajya Sabha, Derek O’Brien said that this Bill must be sent to cold storage.

 

Salient points of his speech:

BJP has been wiped out of Bengal. It is a matter of time before they are wiped out of India. Narendra Modi, who once dreamt of becoming PM by selling his Gujarat model, has suffered a drubbing in his home state. BJP has recorded its worst performance in 22 years. They even lost in Narendra Modi’s hometown. This only shows BJP will be voted out in 2019; their death knell has been rung.

On December 15, Mamata Banerjee instructed us to hit the streets against the draconian FRDI Bill. We have to reach out to the people and make them aware of its dangers. We have agitated in Parliament on this issue earlier this week. As long as Trinamool is in existence, we will not allow FRDI Bill to be passed. The Bill has already been referred to a Select Committee. We will fight till the end.

From demonetisation to Aadhaar to the hasty implementation of GST – the Centre has taken a slew of anti-people decisions. Trinamool has not maintained silence on these issues. We cannot be intimidated by threats of CBI or ED. Our protests will continue, and will become more intense in the future.

Those who cannot compete with us on the plank of development, only indulge in big talk. They are trying to create fissures in Bengal on religious lines. We will lay down our lives but never allow communal poison to spread in Bengal.

Mamata Banerjee has fulfilled the promises she made before coming to power. Narendra Modi has failed to keep his word. They raised questions about Mamata Banerjee’s governance. Her dream project Kanyashree won laurels from the United Nations.

If FRDI Bill is passed, the hard-earned deposits of people in banks are liable to be lost. There is no security. There is no difference between chit funds and BJP. Narendra Modi and Amit Shah are trying to usurp the money of people, just like chit funds. If Sudipto Sen has been arrested, why not BJP leaders?

Who are they to decide what a person will wear, what they will eat or where they will live? In the name of love jihad, they are killing people. A member of Modi’s Cabinet is a Muslim but he married a Hindu. If that is acceptable, why was Malda’s Afrazul brutally murdered? Narendra Modi must answer.

They only give speeches; they do not want Bengal to prosper. They do not want people to get the benefits of Sabuj Sathi, Sabuj Shree, Baitarani, Samabyathi, Geetanjali, Gatidhara. They budget for Beti Bachao, Beti Padhao for the entire country is Rs 100 crore. In Bengal, for Kanyashree, Mamata Banerjee has allocated Rs 1200 crore. We want people to move past the dark days of Left rule. The infamous 34 years should not come back.

During CPI(M) rule, many leaders had anti-socials among their followers, like ‘haat kata Dilip’. Now, BJP has ‘jibh kata Dilip’ who has no control over what he says. Let them attack us, as much as they want. We will continue to work for the people of Bengal.

I am a Hindu and I believe Swami Vivekananda is an icon of Hinduism. He had advocated freedom in every sphere if the society has to progress.

In other States, the entire administrative machinery is used to win elections. That is not the case in Bengal. Those who are rejected by our party are joining BJP, and they are celebrating their induction. BJP has become Bharatiya Janjaal Party. Garbage is their asset. People of Bengal are our assets.

The CPI(M) used all its might and force but could not set up Nano factory in Singur. BJP will also not be able to bulldoze the anti-people FRDI Bill.

 

 

এফআরডিআই বিলের বিরোধিতায় পথে তৃণমূল

জনবিরোধী ব্যাঙ্কিং বিল – FRDI (Financial Resolution and Deposit Insurance) Bill – এর বিরোধিতায় আজ পথে নামলো তৃণমূল। তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ একটি মিছিলের আয়োজন করেয়া হয়েছিল যাদবপুর থেকে  হাজরা পর্যন্ত।

শুরু থেকেই এই বিলের বিরোধিতা করছে তৃণমূল। এফআরডিআই বিলের বিরোধিতা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠিও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলে যে এই বিল আইন হলে ব্যাঙ্কে গচ্ছিত সাধারণ মানুষের টাকা সুরক্ষিত থাকবে না। অবিলম্বে এই বিল প্রত্যাহারের দাবিও জানান তিনি।

গত ১৯শে ডিসেম্বর এফআরডিআই বিলের বিরোধিতায় সংসদ চত্বরে ধর্ণা দেন তৃণমূল সাংসদরা।

 

অভিষেকের বক্তব্যের কিছু অংশঃ 

বিজেপি এমনিতেই বাংলা থেকে মুছে গেছে, ভারত থেকে মুছে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। যে গুজরাতকে সামনে রেখে নরেন্দ্র মোদী ভারত দখল করার স্বপ্ন দেখেছিল, সেখানে বিগত ২২ বছরে সবচেয়ে খারাপ ফল করেছে ভারতীয় জনতা দল। নরেন্দ্র মোদীর জন্মস্থান বিব্জেপির নিজের হাতছাড়া হয়ে গেছে। এই ফলাফল এটাই প্রমাণ করে ২০১৯ এ বিজেপির বিদায় ঘণ্টা বেজে গেছে।

গত ১৫ তারিখে তৃণমূল ভবনে কোর কমিটির বৈঠকে আমাদের নেত্রী আদেশ নির্দেশ দিয়েছেন জনবিরোধি সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ব্যাঙ্কিং বিলের বিরুদ্ধে আমাদের সর্বস্তরের মানুষকে আন্দোলনমুখী হতে হবে। গত সপ্তাহে আমাদের সাংসদরা লোকসভা ও রাজ্যসভার বাইরে ও ভিতরে আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি। আমি কথা দিচ্ছি তৃণমূল কংগ্রেস এফ আর ডি আই বিল পাস হতে দেবে না। ইতিমধ্যেই এটি সিলেক্ট কমিটিতে গেছে এবং আমরা এর শেষ দেখে ছাড়বো।

নোট বাতিল, আধার, জি এস টি থেকে শুরু করে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। তৃণমূল কংগ্রেস চুপ করে থাকেনি। সিবিআই, ইডি দেখিয়ে আমাদের দমিয়ে করিয়ে রাখা যাবে না। মানুষের পেতে যদি আঘাত পরে আমরা আন্দোলন করব, প্রতিবাদ করব। দরকার হলে জেলায় জেলায়, ব্লকে ব্লকে এই আন্দোলন চলবে। আগামী দিনে এই প্রতিবাদ বৃহত্তর আন্দোলনে পরিণত হবে।

যারা উন্নয়ন নিয়ে প্রশ্ন করতে পারে না, তারা শুধু বড় বড় কথা বলে, আর বাংলায় হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করে দ্বিখণ্ডিত করার চেষ্টা করে। আমাদের জীবন গেলে যাবে কিন্তু আমরা বাংলাকে অশান্ত হতে দেব না।

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর যা কথা দিয়েছে সব কথা রেখেছে। নরেন্দ্র মোদীর সরকার একটা কথাও রাখেনি। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে অনেকে প্রশ্ন করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী আজ বিশ্বের দরবারে প্রশংসিত।

এফ আর ডি আই বিল চালু হলে মানুষকে না জানিয়ে তার টাকা ব্যাঙ্ক জবরদখল করে নিতে পারে। সুদীপ্ত সেন আর বিজেপির নেতাদের মধ্যে কোন পার্থক্য নেই। চিট ফান্ডের প্রতারকদের মতো ব্যাঙ্কে টাকা রাখলে আজ অমিত শাহ, নরেন্দ্র মোদীরা নিয়ে যাচ্ছে। সুদীপ্ত সেন যদি গ্রেফতার হয় তাহলে ভারতের প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের বিরদ্ধে কেন কোন পদক্ষেপ নেওয়া হবে না?

কে কি খাবে? কে কি পরবে? কে কোথায় থাকবে? লাভ জিহাদের নাম করে মানুষকে হত্যা করে দেওয়া হচ্ছে, খুন করে দেওয়া হচ্ছে। বিজেপির মন্ত্রীসভার এক মুসলমান সদস্য যাকে বিয়ে করেছেন, তিনি একজন হিন্দু। তিনি যদি একজন হিন্দুকে বিয়ে করতে পারেন, মালদার আফরাজুলকে তাহলে কেন নৃশংস ভাবে কুপিয়া হত্যা করা হল? এর জবাব নরেন্দ্র মোদীর সরকারকে দিতে হবে।

যারা বড় বড় কথা বলে, তারা কোনোদিন বাংলার উন্নতি চায় না। তারা চায় না সবুজসাথী, সবুজশ্রী, বৈতরণী, সমব্যাথী, গীতাঞ্জলী, গতিধারার মাধ্যমে বাংলা অগ্রগতির পথে এগিয়ে যাক। বেটি বাঁচাও বেটি পড়াও-এর বাজেট সারা দেশে ১০০ কোটি, আমাদের কন্যাশ্রীর বাজেট শুধু পশ্চিমবঙ্গে ১২০০ কোটি। আমরা চাই বাংলার মানুষ এগিয়ে যাক, আমরা চাই ৩৪ বছরের কলঙ্কিত দিনগুলো যেন বাংলার মানচিত্রে আর ফিরে না আসে।

আগে সিপিআইএম আমলে নেতাদের ছত্রছায়ায় থাকত দুষ্কৃতি, হাত কাটা দিলীপ, আজ দেখছি বিজেপির জিভ কাটা দিলীপ। আগের দিলীপের হাতের ওপর নিয়ন্ত্রণ ছিল না, আজকের দিলীপের জিভের ওপর নেই। তারা আক্রমণ করলে করুক, আমরা এগিয়ে যাব। ওরা যত আক্রমণ করেছে, তৃণমূল তত উন্নয়ন করেছে।

আমি হিন্দু, আমি মনে করি এই ধর্মের সর্বশ্রেষ্ঠ প্রচারকের নাম স্বামী বিবেকানন্দ। তিনি আমাদের শিখিয়েছেন, সমাজকে শক্তিশালী করতে হলে সর্বক্ষেত্রে আমাদের স্বাধীনতার প্রয়োজন।

অন্য রাজ্যে সব কিছু জবরদখল করে, সব মেশিনারি কাজে লাগিয়ে ভোট করতে পারে, কিন্তু, বাংলায় তারা করতে পারবে না। আমরা যাদের উচ্ছিস্ট করে এদিক ওদিকে ফেলে দিচ্ছি, বিজেপি সেগুলোকে নিয়েই নাচানাচি করছে। বিজেপি এখন ভারতের জঞ্জাল পার্টিতে পরিণত হয়েছে। এই জঞ্জল নিয়ে এরা দল করুক, আমরা বাংলার মানুষকে নিয়ে দল করি।

আমাদের নেত্রী ২৬ দিন অনশন করে আমাদের গণআন্দোলনের পথ দেখিয়েছে। কোনভাবেই যাতে এই জনবিরোধী বিল পাস না হয়, সেই আন্দোলন আমাদের করতে হবে। সিঙ্গুরে যেমন সিপিআইএম গায়ের জোরে ন্যানো কারখানা করতে পারে নি, বিজেপিও গায়ের জোরে FRDI Bill পাস করতে পারবে না।