Kolkata Police sets up Olympic-standard shooting range for public

Kolkata Police (KP) has set up a modern indoor shooting range of Olympic standard, equipped with electronic target system, for everyone’s use. It was opened to the public on November 11. This is a first-of-its-kind shooting range not only in Kolkata, but in the entire eastern India.

It is located at the Police Training School (PTS) on 247 AJC Bose Road.

According to a post on KP’s Facebook page, the shooting range has been opened with a view to promote shooting as a sport and to provide opportunity to the common people.

Specifically, as the DC (Traffic), who is in charge of the whole process, said during the opening, the primary focus is on creating world-class shooters from Bengal. Bengal has talent; Kolkata Police is just trying to give an opportunity to those talents.

Applications have to be made online. The participants are selected through a draw of lots. Till now, 600 applications have been submitted.

A nominal fee of Rs 100 is charged towards the cost of ammunition and maintenance. For those seriously interested in pursuing the sport, facility for practice is offered at Rs 200 per month.

Click here to apply (https://kolkatatrafficpolice.net/FiringSkills/Firingskills.aspx)

Source: The Times of India

 

অলিম্পিয়ান শুটার চাই, উদ্যোগী কলকাতা পুলিশ

বাংলাকে নতুন অলিম্পিয়ান শুটার দিতে অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের!

বিশ্বমানের শুটিং রেঞ্জ আগেই তৈরি হয়েছিল পুলিশ ট্রেনিং স্কুলে৷ যার নাম ‘মডার্ন শুটিং রেঞ্জ’৷ এবার সেটা উন্মুক্ত করা হল আম-বাঙালির জন্য৷ যাতে বাংলা থেকে উঠে আসে নতুন শুটার৷ পুরো প্রক্রিয়ার দায়িত্বে ডিসি ট্রাফিক ৷ যিনি নিজে আবার জাতীয়স্তরের পিস্তল শুটারও৷

মাত্র কদিন আগে পুলিশের ফেসবুক পেজে বিজ্ঞাপন দেওয়ার পর সাড়া পড়ে যায়৷ আবেদন করেছেন প্রচুর মানুষ শুটিং করার জন্য৷ কলকাতায় শুটিংয়ের কয়েকটা অ্যাকাডেমি রয়েছে৷ কিন্ত্ত খরচ এত বেশি যে, ইচ্ছে থাকলেও শুটিং ইভেন্টের দিকে পা বাড়াতে পারেন না অনেকেই৷ পুলিশের এই উদ্যোগে তারও সমাধান রয়েছে৷ যাঁরা শুটিং প্র্যাক্টিস করবেন, তাঁদের মাসিক ২০০ টাকা চাঁদা দিতে হবে৷

ভারতে দিল্লি সহ আরও অনেক জায়গাতেই পুলিশের এমন শুটিং রেঞ্জ আছে৷ যেখানে সাধারণ মানুষরাও শুটিং প্র্যাক্টিস করেন৷ কলকাতায় প্রথম৷

পুলিশের মানবিক মুখ অনেক দেখেছে রাজ্য৷ খেলোয়াড়ী-উদ্যোগ এই প্রথম!