Latest News

May 5, 2017

5 May 2017

বিভেদের রাজনীতি রুখে দিন

বিজেপি হিন্দুধর্মের কলঙ্ক, তোপ মমতার

“মাকে ঠাকুরের আশ্রমে রাখাটা হিন্দুধর্ম। তরোয়াল নিয়ে মিছিল করা নয়। রাম যখন জন্মেছিল, বেদ-উপনিষদ যখন লেখা হয়েছিল তখন কোথায় ছিলেন এঁরা। কয়েকটা লোক উড়ে এসে জুড়ে বসেছে। বাংলার সংস্কৃতি জানে না। এত সাহস, বলছে আমি আবার কবে হিন্দু হলাম! আমার বাবা-মার পরিচয় ওদের দিতে হবে নাকি? বিজেপি হিন্দু ধর্মের কলঙ্ক।”

“বিজেপি বলছে, দেশে আবার নাকি মহাপুরুষ এসে গিয়েছে। আরে ভগবানের কি আকাল হয়েছে নাকি! কোন জায়গায় দেশটাকে নিয়ে যাচ্ছে ভাবুন। মানুষের জন্য কোনও কাজ নেই। এখন বলছে গরুর আধার কার্ড চাই। কোন দিন বলবে, কিডনির আধার কার্ড চাই, লিভারের চাই। কানের দুলের জন্যও আলাদা করে আধার কার্ড চাই।”