Latest News

November 24, 2015

20 November, 2016

সহিষ্ণুতার অপর নাম বাংলা 

দুর্গাপুজো, মহরম, কালীপুজো, ছটপুজো, জগদ্ধাত্রী পুজোয় উতসবমুখর রাজ্য, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, প্রস্তুতি বড়দিনের

সর্বধর্ম সমন্বয়ের মাটি বাংলা। এ মাটিতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবার সমান অধিকার। উতসবের সময় সবাই সবার পাশে। এখানে কোন জাত ধর্মের বিভেদ  নেই। সহিষ্ণুতার অপর নাম বাংলা । রবীন্দ্র, নজরুলের এই বাংলায় যথার্থ অভিভাবক জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।