October 16, 2015
16 October, 2015
ফের মমতার কাজের পক্ষে জনতার রায়
বাংলাই এখন লগ্নির সেরা গন্তব্য, মুখ্যমন্ত্রীর প্রশংসায় শিল্পমহল
“বাংলা এখন বদলে গিয়েছে। খুলেছে শিল্পের দিগন্ত। বনধ, শ্রমিক ধর্মঘট এ রাজ্যে এখন ইতিহাস। আসুন বাংলায় শিল্প গড়ুন।” এক আন্তরিকতার বার্তায় এভাবেই শিল্পপতিদের বাংলায় শিল্প গড়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।