#RealBengal Real Stories: Didi posts multiple videos on her Facebook page

Mamata Banerjee today posted multiple videos on her face book page depicting #RealBengal.

Description and link of the videos:

The story of Md. Jargis Alamgir from Dakshin Dinajpur

Huge thrust on agricultural credit, modernization and improvement of productivity made him and like him, lakhs and lakhs of farmers in the state get modern machinery for agriculture. He is happy now, the farmers are happy now.

The story of Suchita Mandal from Birbhum

She is associated with a self-help group which received a loan. They have bought sewing machines with the loan and started a business. Now many women are earning their livelihood.

The story of Hafijur Rahman from Dakshin Dinajpur

Hafijur Rahman did not have any land earlier. Now he has a roof on his head and is living in peace and prosperity. Watch how this change took place in his life.

The story of Amit Nayek from Dooars

Amit Nayek  is a driver. Thanks to better roads, driving has become much easier now. Peace has returned to the Hills, so tourist inflow has also increased, which has made life easier for him.

The Story of Shanti Sharma from Darjeeling

Many artistes and actors like Shanti Sharma from Darjeeling are now getting monthly stipends. They are happy and living peacefully.

The story of Carine Lepcha from Kalimpong

Carine Lepcha from Kalimpong is a teacher of a new school for Lepcha kids has been set up in the Hills, thanks to which the local children can now study in their own language.

The story of Chandidas Majhi from Birbhum

Chandidas Majhi from Birbhum is a Baul singer who has received his due recognition. Thanks to the Lokprasar Prakalpa, now he is getting financial assistance also.

The story of Sheela Oraon from Alipurduar

This is the story of Sheela Oraon is a tea-garden worker of Alipurduar, who now gets higher wages, support for food, healthcare, education of children and many amenities under our Social Security Schemes for tea-gardens.

#RealBengal Real Stories: New film on North Bengal & Birbhum

Here is a new 14-minute film on the real stories of the people of Bengal, presented by June Malia.

From Suchita Mondal who formed a self-help group and started a business to Md. Jargis Alamgir who prospered in agriculture with modern farming machinery – the quality of people’s lives in Bengal has seen a definite turnaround.

আসল বাংলা আসল কাহিনীঃ উত্তরবঙ্গ ও বীরভূমের নতুন কাহিনী

বাংলার সাধারণ মানুষদের নিয়ে একটি ১৪ মিনিটের ভিডিও তৈরি হয়েছে। ভিডিওটির সঞ্চালনায় রয়েছেন জুন মালিয়া।

সুচিতা মণ্ডল একটি স্ব-নির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি নিজের ব্যবসা শুরু করেছেন যার ফলে বহু মহিলা স্বাবলম্বী হয়েছেন।

বিভিন্ন রকম আধুনিক কৃষি যন্ত্রপাতি পেয়ে তার মাধ্যমে আজ উন্নত মানের ফসল উৎপাদন করছেন মহম্মদ জারগিস আলম গির।

বাংলার মানুষের জীবন-যাপনের মান এখন অনেক উন্নত হয়েছে। আজ সমগ্র বাংলা হাসছে।

Watch this episode to know more about #RealBengal Real Stories

#BengalPolls Trinamool reacts to EC Press Conference

Statement issued by Derek O’Brien, Chief National Spokesperson:

Thank you Election Commission for show causing the Chief Minister.

Before issuing a show cause notice to no less a person than the Chief Minister of the State (and one of India’s most popular political icons), we only wish some very basic due diligence was done. We learnt through the Press Conference that the EC has show caused Mamata Banerjee for her comments made at a rally in Asansol. The apparent reason for the show cause is that she had promised to make Asansol into a new district which was against the EC model code of conduct.

How ludicrous!

The decision to make Asansol, Kalimpong, Basirhat, Sunderbans and Jhargram into different districts was taken up in the West Bengal Cabinet in December 2015, four months ago. It was also discussed in the Assembly. This information is in the public domain and is common knowledge.

The people who registered the complaint don’t have their facts right. They have little or no knowledge of Bengal. They speak without knowing. We are not surprised.

The political bias is obvious. A lot of this is cooked up by the Delhi babus.

Now that they have given wrong facts shouldn’t the EC ask them to clarify? Or apologize?

 

Here is the link to the Facebook Live video>>>  goo.gl/NYnRho

নির্বাচন কমিশনকে তৃণমূলের জবাব 

জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের বিবৃতি

মুখ্যমন্ত্রীকে শোকজ করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ।

স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী, যিনি ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় মানুষদের মধ্যে একজন – তাঁকে শোকজ করার আগে অন্তত সামান্য কিছু সতর্কতা নেওয়া জরুরী ছিল। সাংবাদিক বৈঠক থেকে আমরা জানতে পারি যে নির্বাচন কমিশন মাননীয়া মুখ্যমন্ত্রীকে শোকজ করেছেন আসানসোলের  জনসভায় তাঁর বক্তব্যের জন্য। শোকজের কারণ ছিল যে তিনি একটি নতুন জেলা, আসানসোল, তৈরী করার কথা ঘোষণা করেন, যা ছিল নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট-এর বিরুদ্ধ আচরণ।

কি হাস্যকর এটি!

আসানসোল, কালিম্পং, বসিরহাট, সুন্দরবন এবং ঝাড়গ্রাম – এই নতুন জেলাগুলি তৈরী করার সিদ্ধান্ত চার মাস আগেই নেওয়া হয়েছিল, ডিসেম্বর ২০১৫-এ।  বিধানসভাতেও আলোচিত হয়েছিল এটি। গোটা বিষয়টি সকলেরই জানা ছিল কারণ সবই বলা হয়েছিল সর্বসমক্ষে।

যাঁরা এই অভিযোগ জানিয়েছেন, তাঁদের তথ্য ভুলে ভরা। বাংলা সম্বন্ধে তাঁদের কোনো জ্ঞান নেই বললেই  চলে।  তাঁরা না জেনে বুঝেই কথা বলেন। আর এতে আমরা বিন্দুমাত্র আশ্চর্য নই।

এখানে রাজনৈতিক পক্ষপাত সুস্পষ্ট। এসব কিছুই দিল্লিতে বসে থাকা আমলারা রচনা করেছেন। কিন্তু এখন যখন তাঁরা ভুল তথ্য দিয়ে নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করেছেন, নির্বাচন কমিশনের উচিত তাঁদের থেকে কৈফিয়ত চাওয়া বা তাঁদেরকে দিয়ে ক্ষমা চাওয়ানো।

এখানে তার ফেসবুক লাইভ ভিডিওর লিঙ্ক দেওয়া হল >> goo.gl/NYnRho

It is the people who vote, they are the final judge: Mamata Banerjee in Birbhum

Mamata Banerjee addressed two election rallies in Birbhum district today, first in Murarai, followed by Siuri.

She accused the opposition of maligning her and her party instead of fighting her politically. As she said, “The opposition is only complaining, they have no real issues at all.”

She spelt out the developmental work accomplished in the district of Birbhum during the rule of the Trinamool Congress.

She also addressed a rally at Krishnanagar in Nadia.

 

Salient points from her speeches:

  • Today beings a New Year, we pray that this New Year brings prosperity and development to Bengal.
  • There are some who spread slander about Birbhum. Their mouths will be sealed through your votes in the democratic exercise.
  • There has been a wave of development in Birbhum. Those who say against it are lying and have no credibility.
  • What Trinamool Congress has done in Birbhum cannot be done CPI(M), Congress and BJP in their lifetime.
  • They are dumb, blind and deaf if they say there was no development in Birbhum, and they cannot understand what the common people say.
  • There have been all round development in this district, what had the comrades done for Bengal in 34yrs?
  • 1.05 crore minority students have received minority scholarships. This is the highest in the country: MB #BengalPolls
  • BJP just talks big, but when it comes to work they have nothing to show. They are shameless liars.
  • We will take account of every single slander that some of the opposition is spreading about Bengal. It is my democratic right.
  • There were 46 instances of mass murder under the CPI(M) rule. There has been no such instance in the last four and half years.
  • I do not need a certificate from the opposition, it is the people who vote, and it is the people who are the final judge.
  • The opposition cannot scare me through the threats and letters. It is my democratic right.
  • For 34 years people of Bengal were not allowed to vote, the farmers were not allowed to till their fields.
  • I do not need to abuse anyone. It is the expertise of the opposition. I believe in the soil and people of Bengal for justice.
  • There is a political vendetta against us. We will defeat this conspiracy. Bengal will rise against the oppression of Delhi.
  • Opposition says there is no law and order in Birbhum. This is the place of culture and education.
  • The opposition is only complaining, they have no real issues at all.
  • Some politicians come from Delhi only during elections. They neither do they do not understand Bengal nor do they accept any responsibility for what happens.

 

মানুষ ভোট দেবে, তারা বিচার করবে: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বীরভূমে প্রচার করেন তৃণমূল নেত্রী। বীরভূমের সিউরি এবং মুরারইতে ২টি জনসভা করেন তৃণমূল নেত্রী। এদিন তিনি তার বক্তব্যে বিরোধীদের কটাক্ষ করেন।

এরপর নদিয়ার কৃষ্ণনগরেও একটি জনসভা করেন তিনি।

এখানে তার বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ বাংলার নতুন বছর শুরু হচ্ছে, আমি প্রার্থনা করি নতুন বছর সবার খুব ভালো কাটুক
  • বীরভূমে কিছু লোক আছেন যারা কুৎসা করে বেড়াচ্ছে, আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে তাদের মুখ বন্ধ করে দিন
  • বীরভূমে অনেক উন্নয়ন হয়েছে, যারা এই ধরনের কথা বলছে তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে
  • তৃণমূল কংগ্রেস বীরভূমের জন্য যা করেছে, সিপিএম-কংগ্রেস-বিজেপি সারা জীবনেও তা করতে পারবে না
  • ওরা যদি বীরভূমের উন্নয়ন দেখতে না পায় তার মানে ওরা কানে শুনতে পায় না, চোখে দেখতেও পায় না এবং ওরা বুঝতেও পারে না সাধারণ মানুষ কি বলছে
  • সমগ্র রাজ্যের সব জেলায় উন্নয়ন হয়েছে, গত ৩৪ বছরে কি উন্নয়ন করেছে বামফ্রন্ট?
  • ১ কোটি ৫ লক্ষ সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়েছে যা দেশের মধ্যে সর্বোচ্চ
  • বিজেপি শুধু বড় বড় কথা বলে, কাজ করার সময় কিছুই করে দেখাতে পারে না, ওরা নির্লজ্জ, ওরা মিথ্যেবাদী
  • বাংলার মানুষ সব কুৎসা ও অপপ্রচারের জবাব ভোটের মাধ্যমে ইঞ্চিতে ইঞ্চিতে দেবে, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার
  • সিপিএমের শাসনকালে ৪৬টি গণহত্যা হয়েছে,গত সাড়ে চার বছরে এরকম কোন ঘটনা ঘটেনি বাংলায়
  • বিরোধীদের কাছ থেকে আমার সার্টিফিকেট পাওয়ার কোন দরকার নেই, মানুষ ভোট দেবে, তারা বিচার করবে
  • বিরোধীদের এই ধরনের হুমকি বা চিঠিতে আমরা ভয় পাই না, এটা আমার গণতান্ত্রিক অধিকার
  • গত ৩৪ বছর ধরে বাংলার মানুষকে ভোট দিতে দেওয়া হত না, কৃষকদের তাদের জমিতে কাজ করার অনুমতি দেওয়া হত না
  • আমার কাউকে অভিযোগ করার কোন প্রয়োজন নেই। এটা বিরোধীদের কাজ। আমি বিশ্বাস করি বাংলার মা-মাটি-মানুষ এর বিচার করবে
  • আমাদের বিরুদ্ধে রাজনৈতিক কুৎসা ও অপপ্রচার হচ্ছে, আমরা এই ষড়যন্ত্রকে পরাজিত করব
  • বিরোধীরা বলছে বীরভূমে কোনরকম আইন শৃঙ্খলা নেই, বীরভূম এখন শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র
  • বিরোধীরা শুধু অভিযোগ করছে, ওদের সত্যিই কোনরকম সমস্যা নেই
  • কিছু রাজনৈতিক নেতারা শুধু নির্বাচনের সময় দিল্লি থেকে আসে। তারা বাংলা কে বুঝতেও পারে না, যা ঘটছে তার দায়িত্বও নিতে জানে না

 

Didi slams the ‘unethical’ alliance in Alipurduar & Jalpaiguri

Mamata Banerjee Tuesday slammed the Congress and the CPI(M) for their “unethical alliance” at two rallies in Alipurduar and Jalpaiguri.

She also slammed the Centre for the plight of tea garden workers.

“The Prime Minister comes here and speaks at length. He talks about selling tea. Ask him… three months back, the central government had said it would take over seven tea estates. Nothing has happened till date… he has made such comments for votes. Under whose jurisdiction are the tea estates? He will not do anything,” she said.

The Chairperson added that  tea garden workers would starve if she didn’t provide food grains to them. “If I do not provide it to you, you can’t have food. I will always do your work. But you please strengthen my party. Please vote for us,” she said, referring to the supply of subsidised food grains to tea gardens.

“I have come to the Hills and the Dooars at least 100 times. I love you,” she said in Alipurduar

“The situation had become tense in the Terai and the Dooars because of the movement in the hills. We could pacify all of them and there is peace across the region now. I want to make it clear to the BJP that to be courageous is good, but over-confidence is not good,” she told the audience in Jalpaiguri.

Mamata Banerjee’s dream project Kanyashree scheme receives yet another international recognition

Kanyashree Prakalpa, which is a dream project of Mamata Banerjee, has once again received international recognition for its best practices in e-governance, this time from the World Summit on the Information Society (WSIS), a UN led multi-stakeholder platform for ICT supported development initiatives.

Kanyashree Online 3.0, the scheme’s e-governance mechanism is amongst one of the first five most voted projects nominated for WSIS Prizes, 2016 under the category of ICT Applications-e-governance’, and has been recognized as a ‘WSIS Prize Champion’.

It is one of 88 success stories selected among 404 projects submitted for the competition from across the world.

The Award will be presented at WSIS 2016 Forum in Geneva on 3rd May, 2016.

 

মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী পেল আরো একটি আন্তর্জাতিক স্বীকৃতি

মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, ই-গভর্নেন্স-এর জন্য আরো একবার আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করল।  আরও একবার বিশ্বের দরবারে পুরস্কৃত হতে চলেছে এই প্রকল্প।

এই স্বীকৃতি মিলেছে World Summit on the Information Society (WSIS)-র তরফ থেকে যার পিছনে নেতৃত্ব রয়েছে স্বয়ং রাষ্ট্রসঙ্ঘের।

ICT Applications ই-গভর্নেন্স-এর অধীনে ‘কন্যাশ্রী অনলাইন ৩.০’ প্রক্রিয়া WSIS Prizes, 2016-র অন্তর্গত প্রথম পাঁচটি সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রকল্পগুলির একটা। কন্যাশ্রী স্বীকৃত হয়েছে WSIS পুরস্কার বিজয়ী হিসেবে।

সারা বিশ্ব থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পেশ করা ৪০৪টি  প্রকল্পের মধ্যে কন্যাশ্রী নির্বাচিত হয়েছে ৮৮টি সফল নিদর্শনের মধ্যে।

‘কন্যাশ্রী’ প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের এক যুগান্তকারী পদক্ষেপ। এটি এ রাজ্যে যথেষ্ট সফল এবং এই সফলতার জন্যও এর আগে এই প্রকল্প ইউনিসেফের পুরস্কার পায়। সমগ্র বিশ্বে এটি একটি মডেল।

আগামী মে মাসের ৩ তারিখে, WSIS ২০১৬ ফোরামে রাজ্য সরকারের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

Surge of development in Jalpaiguri district

The past four-and-a-half-years have witnessed a huge developmental wave sweeping through the district of Jalpaiguri.

Uttarkanya, the new mini-secretariat for North Bengal has been a boon for the people of the region. It is no longer necessary to rush to the State secretariat, Nabanna for getting official work done. Eighty-six per cent of the people in the district are covered under different Government schemes.

Lets us take a look at the achievement of the different departments:

Health and Family Welfare

  • 4 Fair price shops set up at Jalpaiguri Zilla Hospital, and Mal, Dhupguri and Mainaguri Hospitals
  • More than 3 lakh people have received a total discount worth more than Rs 7 crore
  • 2 multi super-specialty hospitals in Jalpaiguri and Malbazar

 

Education

  • Banarhat Hindi Medium Government College and Women’s College in Dhupguri have started functioning
  • Numerous polytechnics and industrial training institutes (ITIs) set up
  • Sabuj Sathi bicycles distributed to 78,000 students

 

Land reforms, Agriculture, Animal Husbandry

  • 16,000 families given patta under Nijo Griho Nijo Bhumi Scheme
  • 6 Krishak Bazaars set up in Belakoba, Moinaguri, Matiali, Nagrakata, Dhupguri and Malbazar
  • Broiler Breeding Farm and Hatchery being set up at Jatiakhali
  • More than 6  lakh chickens and ducklings distributed for rearing

 

Panchayat and Rural Development

  • Rs 777  crore spent to create 3.86  crore of man-days in the 100 Days’ Work Scheme.
  • 180 km of rural roads constructed
  • State Government has facilitated the construction of 41,000 houses under Indira Awaas Yojana
  • 1.96 lakh toilets constructed under Mission Nirmal Banga

 

Minority Development

  • 1.27 lakh minority community students received scholarships worth Rs 24 crore
  • Loans to the tune of Rs 10 crore given to youth belonging to minority communities for setting up businesses

 

Backward Class Welfare and Tribal Development

  • 72,000 students received scholarships under Shikshashree Scheme
  • 2.9 lakh people given SC/ST/OBC certificates

 

Women and Child Development

  • 1.43 lakh girls brought under the Kanyashree Scheme

 

Khadya Sathi

  • 17 lakh people brought under Khadya Sathi
  • The system of paying minimum support price for crops has been successfully instituted in the district, helping the farmers to get their deserving price.

 

Tea Gardens

  • Around 1,500 tea garden workers brought under Workers in Locked-Out Industrial Units (FAWLOI) and are getting an allowance of Rs 1,500 every month.
  • Ration shops set up in 106 tea gardens with the help of self-help groups.

 

Industry

  • 2 Industrial Growth Centres  set up in Raninagar and Dabgram, and an Industrial Estate in Falakata
  • A Plastic Cluster set up in Dabgram, with 124 small and micro industries attached to it
  • Rs 2,000 crore of bank loans provided to micro industries

 

Public Works and Transport

  • Construction of Asian Highway (AH) 2, connecting West Bengal, Nepal and Bangladesh and AH 48, connecting Bhutan and Bangladesh with West Bengal,  have started.
  • Bangladesh, Bhutan, India and Nepal (BBIN) Treaty, easing movement of vehicles between India, Bangladesh, Nepal and Bhutan, signed at the behest of the State Government.

 

Power and Public Health Engineering

  • Sabar Ghare Alo project to reach out to every household in the district has achieved 100% success

 

Irrigation

  • 130 km of irrigation embankments restored and 35 km of irrigation canals constructed
  • 27,000 hectares of newer areas brought under irrigation projects
  • 28 drinking water supply projects completed, benefitting almost 4 lakh people

 

Tourism

  • North Bengal Wild Animals Park renovated to Siliguri Wildlife Park
  • Work  on Dooars Mega-Tourism Circuit complete
  • Gajaldoba Eco Tourism Park being set up at a cost of Rs 100 crore in PPP model

 

Labour

  • 1,274 youths in the district getting allowance under Yuvashree Scheme
  • Around 1 lakh workers belonging to unorganised sectors brought under SASPFUW whereas 1 lakh construction workers brought under BOCWA

 

Self-Help Groups (SHGs), Municipal, Urban Development and Information & Culture

  • Over 3 lakh SHGs constituted under the Anandadhara Scheme
  • Two Karma Tirtha functioning
  • More than 1,500 houses built for the urban poor
  • More than 2,500 artistes brought under Lok Prasar Prokolpo

 

Housing, Youth Affairs and Home

  • 5,500 housing schemes under Gitanjali and other schemes completed
  • Rs 52 lakh given out for constructing 26 multi-gyms
  • Jalpaiguri Women Police Station set up

 

The Trinamool Congress Government has brought a lot of developmental initiatives to Jalpaiguri district. A lot of services are now reaching the people, which had never happened before.

 

 

গত পাঁচ বছরে জলপাইগুড়ি জেলার উন্নয়নের খতিয়ান

গত সাড়ে চার বছরে বিপুল উন্নয়নের সাক্ষী জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ির প্রায় ৮৬% লোকের কাছে সরকারি পরিষেবা পৌঁছে গেছে।

 

উত্তরকন্যা – রাজ্য সরকারের শাখা সচিবালয়-‘উত্তরকন্যা’ তৈরি করা হয়েছে। ফলস্বরূপ, উত্তরবঙ্গের মানুষকে আর সরকারি কাজের জন্য কলকাতায় ছুটে আসতে হয় না।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যান – ৪টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান জলপাইগুড়ি জেলা হাসপাতাল, মাল, ধূপগুড়ি ও ময়নাগুড়ি হাসপাতালে চালু হয়ে গেছে। প্রায় ৩ লক্ষ মানুষ ৭কোটি ৩৩ লক্ষ টাকার ছাড় পেয়েছেন। জলপাইগুড়ি ও মালবাজারে ২টি সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হবে ২০১৬ সালের মার্চ মাসে।

 

শিক্ষা – বানারহাট হিন্দী মিডিয়াম সরকারী ডিগ্রি কলেজ ও ধুপগুড়ি মহিলা কলেজে পড়াশোনা শুরু হয়ে গেছে। অনেকগুলি পলিটেকনিক কলেজ ও আইটিআই গড়ে উঠেছে এবং অনেকগুলিতে পড়াশোনাও শুরু হয়ে গেছে।

 

ভূমি সংস্কার, কৃষি ও পশুপালন – নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের আওতায় ১৬ হাজার যোগ্য ভূমিহীন পরিবারের হাতে পাট্টা তুলে দেওয়া হয়েছে। ৬টি কিষাণ মাণ্ডি তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। এগুলি হল – বেলাকোবা, ময়নাগুড়ি, মাটিয়ালি, নাগরাকাটা, ধুপগুড়ি ও মালবাজার। জেলা প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর ৬ লক্ষ ২০ হাজারেরও বেশি হাঁস ও মুরগীর বাচ্চা বিভিন্ন স্বনির্ভর দলের মধ্যে বিতরণ করেছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন – ১০০ দিনের কাজে প্রায় ৭৭৭ কোটি টাকা ব্যয় করে ৩ কোটি ৮৬ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে। গ্রামীণ সড়ক যোজনায় ১৮০ কিমি রাস্তা তৈরির কাজ শেষ হয়ে গেছে। ইন্দিরা আবাস যোজনায় ৪১০০০ ঘর তৈরি করা হয়েছে। মিশন নির্মল বাংলা প্রকল্পে প্রায় ১ লক্ষ ৯৬ হাজার শৌচালয় নির্মাণ সম্পূর্ণ হয়েছে।

 

সংখ্যালঘু উন্নয়ন – ১ লক্ষ ২৭ হাজার ছাত্র-ছাত্রীকে প্রায় ২৪ কোটি টাকা স্কলারশিপ দেওয়া হয়েছে। এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের ১০ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে।

 

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন – প্রায় ৭২ হাজার ছাত্রছাত্রী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে সহায়তা পাচ্ছে। বিগত সাড়ে চার বছরে প্রায় ২ লক্ষ ৯ হাজার SC/ST/OBC সার্টিফিকেট দেওয়া হয়েছে।

 

নারী ও শিশু উন্নয়ন – জেলায় ১ লক্ষ ৪৩ হাজারেরও বেশি ছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে।

 

খাদ্য সুরক্ষা কর্মসূচী – ‘খাদ্য সাথী’ প্রকল্পের আওতায় ১৭ লক্ষ মানুষ ২ টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

 

চা বাগান – প্রায় ১২ লক্ষ চা শ্রমিক আবাসন, পানীয় জল সরবরাহ, রেশন, চিকিৎসা ও স্বাস্থ্যব্যবস্থা সহ সবরকম পরিষেবা পেয়েছে। FAWLOI প্রকল্পের আওতায় প্রায় দেড় হাজার শ্রমিক মাসে ১৫০০/- টাকা করে ভাতা পাচ্ছেন। ১০৬টি চা বাগানে রেশন দোকান স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে চালানোর কাজ শুরু হয়েছে।

 

শিল্প – রাণীনগর ও ডাবগ্রামে প্রায় ৩০০ একর জমির ওপর ২টি Industrial Growth Centre গড়ে উঠেছে। আমবাড়ি ফালাকাটাতে একটি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গড়ে উঠেছে। ডাবগ্রামে ৪ কোটি টাকা ব্যয়ে একটি প্লাস্টিক ক্লাস্টার তৈরি হয়েছে। ১২৪টি অতিক্ষুদ্র ও ক্ষুদ্র ইউনিট এর সঙ্গে যুক্ত আছে।

 

পূর্ত ও পরিবহণ – ২টি এশিয়ান হাইওয়ে (AH-1 and AH-48) তৈরির কাজ চলছে। ৫৬৩ কিমি রাস্তা নির্মাণ ও সম্প্রসারণের কাজ শেষ হয়ে গেছে।

 

পূর্ত ও পরিবহণ – ২টি এশিয়ান হাইওয়ে (AH-1 and AH-48) তৈরির কাজ চলছে।

 

বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি – সবার ঘরে আলো প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।

 

সেচ – ১৩০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে। ৩৫ কিমি সেচ নালা নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ২৭ হাজার হেক্টর নতুন এলাকা সেচ সেবিত করা হয়েছে। ৩৯টি জল প্রকল্পের মধ্যে ২৮টি প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে।

  

পর্যটন – উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্ক খুলে দেওয়া হয়েছে। ডুয়ার্স মেগা সার্কিট প্রজেক্টের কাজ সম্পন্ন হয়ে গেছে। পিপিপি মডেলে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করে গাজোলডোবা ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলা হয়েছে।

 

শ্রম – ‘যুবশ্রী’ প্রকল্পে ১২৭৪জন যুবক-যুবতী উপকৃত হয়েছে। BOCWA প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ নির্মাণ কর্মী নথিভুক্ত হয়েছেন। SASPFUW প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ অসংগঠিত নির্মাণ কর্মী নথিভুক্ত হয়েছেন।

 

স্বনির্ভর দল ও স্বনির্ভর কর্মসূচি, পুর ও নগরোন্নয়ন, তথ্য ও সংস্কৃতি

আনন্দধারা প্রকল্পে ৩ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে।

৬টি কর্মতীর্থর মধ্যে ইতিমধ্যেই ৩টি কাজ শুরু করছে।

২৫০০-র বেশি লোকশিল্পীকে আনা হয়েছে ‘লোক প্রসার’ প্রকল্পের আওতায়।

 

স্বনির্ভর দল ও স্বনির্ভর কর্মসূচি – আনন্দধারা প্রকল্পে ৩ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে।

 

আবাসন, ক্রীড়া ও যুব কল্যান – জলপাইগুড়ি জেলায় গীতাঞ্জলী প্রকল্পের আওতায় ৮ হাজারেরও বেশি বাসস্থান নির্মিত হয়েছে, এর মধ্যে ৫৫০০-র বেশি বাসস্থান নির্মাণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে।

এই জেলায় ২৬টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ৫২ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

এই জেলায় নতুন মহিলা থানা স্থাপন করা হয়েছে।

 

 

Uttar Dinajpur has made rapid progress

Uttar Dinajpur, and indeed the whole of North Bengal, has benefitted immensely under the Mamata Banerjee-led Trinamool Congress administration. The district of Uttar Dinajpur is now progressing rapidly.

The setting up of the branch secretariat in Siliguri, named Uttrakanya, has helped a lot in accomplishing this. Now, all services of the region are within easy reach of the people.

 

Health and Family Welfare

  • Raiganj multi super-speciality hospital established
  • Medical college coming up in Raiganj
  • Fair-price medicine shop (FPMS) started in Raiganj District Hospital
  • As a result, 4.20 lakh people have got a total benefit of discount on medicines amounting to Rs 7.75 crore
  • Fair-price diagnostic centre (FPDC) started in Raiganj District Hospital
  • Dialysis unit in Raiganj District Hospital has started operating
  • 2 sick newborn care units (SNCUs) set up in Raiganj District Hospital and Islampur Sub-divisional Hospital
  • 10 sick newborn stabilisation units (SNSUs) have come up all over the district
  • Critical care unit (CCU) set up in Raiganj District Hospital
  • High-dependency unit (NDU) started in Islampur Sub-divisional Hospital

 

Education

  • Kanyashree: 1.39 lakh girl students brought under Kanyashree
  • Courses started in Raiganj University from April 2015
  • Kamala Pal Smriti Mahavidyalaya has come up in Chopra
  • 4 industrial training institutes (ITIs) – Itahar, Goalpokhor-1, Islampur and Chopra blocks
  • Polytechnic college in Islampur
  • 86,000 students given bicycles under Sabuj Sathi Scheme
  • 88 primary schools and 213 Higher Secondary schools set up
  • 11 primary schools upgraded to secondary schools, and 30 secondary to higher secondary
  • Mid-day meals being served in all schools
  • Separate toilets built for boys and girls in all schools
  • Model school coming up in Karandighi

 

Land Reforms, Agriculture

  • Kisan Credit Cards given to 90% farmers
  • Krishak Bazaars set up in Islampur, Itahar, Hemtabad and Kaliaganj
  • 10,000 people given patta under Nijo Griha Nijo Bhumi (NGNB) Scheme
  • Fish cultivation has got a boost with fingerlings and fish food worth Rs 2.5 crore distributed
  • More than 5 lakh ducklings and chickens distributed for raising among self-help groups

 

Panchayat and Rural Development

  • 100 Days’ Work Scheme: 1 crore man-days created through spending Rs 232 crore
  • State Government has facilitated the construction of 505 km of rural roads under Grameen Sadak Yojana
  • State Government has facilitated the building of 28,000 houses under Indira Awaas Yojana
  • Almost 2.65 lakh toilets built under Mission Nirmal Bangla

 

Minorities’ Development

  • Scholarships given to 6.5 lakh children belonging to minority communities
  • To enable them to become self-sufficient, youth from minority communities given loans worth Rs 70 crore
  • State Government has facilitated the spending of Rs 130 crore for various development schemes under multi-sectoral development programme (MSDP)
  • Karma Tirtha set up in Karandighi, Goalpokhor, Itahar and Raiganj

 

Backward Classes and Adivasis Development

  • 65,000 students have benefitted from the Shikshashree Scheme
  • SC/ST/OBC certificates given to 1.2 lakh people

 

Khadya Suraksha and Khadya Sathi

  • 24 lakh people getting foodgrains at Rs 2 per kg
  • More than 3,000 children were given special attention in terms of providing nourishment. As a result, the number has come down to about 100.

 

Industry

  • 11 MSME (micro, small and medium-scale enterprises) clusters set up
  • Bank loans worth Rs 1,130 crore given for MSMEs
  • Industrial estate set up in Iluabari in Islampur block
  • 11 companies given land to set up industries

 

PWD and Transport

  • 141 projects worth Rs 230 crore implemented, as a result of which more than 12 lakh people have benefitted
  • Hemtabad Bus Terminus built at a cost of Rs 2.49 crore
  • More than 370 km of roads constructed

 

Power

  • All villages have been electrified

 

Irrigation

  • 2,500 acres brought under irrigation
  • 12 km-long irrigation canal constructed
  • Irrigation facilitated through 382 deep tube wells

 

Public health engineering

  • 24 drinking water projects implemented

 

Tourism

  • Renovation of Bhairavi Temple in Bindol, Balia Masjid, Pirpukur Dargah in Ukilpara and Karandight Neelkuthi, and beautification of Kulik Bird Sanctuary

 

Labour

  • 3,000 youths getting stipend under Yuvashree Scheme
  • Social security schemes: 1.26 lakh unorganised brought under SASPFUW, 1 lakh construction workers under BOCWA, and 4,000 transport workers under WBTWSSS

 

Self-Help Groups

  • Under the Anandadhara Scheme, 2,800 self-help groups formed
  • 7 Karma Tirtha set up
  • Under Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa, 5,000 projects sanctioned worth Rs 31 crore

 

Urban Development

  • The four municipalities in the district have spent Rs 200 crore for developmental work
  • 3,100 houses built for the urban poor

 

Information and Broadcasting

  • 1,300 folk artistes getting retainer fee and pension

 

Housing

  • Under Gitanjali and other schemes, 4,000 houses constructed for the financially weak

 

Youth Affairs and Sports

  • Rs 46 lakh given for setting up 23 multi-gyms in the district
  • Raiganj Rabindra Bhawan constructed at a cost of Rs 4.67 crore
  • Raiganj Stadium renovated at Rs 25 lakh

 

Home Affairs

  • Raiganj Women Police Station set up

 

There’s been massive development in this once-backward district. Now, about 94% of the people in the district are covered under relevant government schemes. Uttar Dinajpur is much more well-off in general now than ever before.

 

 

Image: www.panoramio.com

 

উত্তর দিনাজপুর জেলার উন্নয়নের খতিয়ান

সাড়ে চার বছরে সারা রাজ্যের সাড়ে নয় কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে আট কোটি মানুষের হাতে আমরা কোন না কোন সরকারী পরিষেবার সুবিধা পৌঁছে দিতে পেরেছি। বাকি মানুষদের কাছে আমরা খুব দ্রুত পৌঁছে যাচ্ছি।

উত্তরকন্যা

সমগ্র উত্তরবঙ্গের মানুষের সুবিধার্থে উত্তরবঙ্গে আমরা আগেই স্থাপন করেছি রাজ্য সরকারের শাখা সচিবালয় – উত্তরকন্যা। সরকারি কাজ ও পরিষেবা মানুষের কাছে আরও দ্রুততার সাথে পৌছে যাচ্ছে।

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই উত্তর দিনাজপুর জেলায়। এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৯৪ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া গেছে।

জেলা , ব্লক ও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী পরিবারগুলির উন্নয়নে একগুচ্ছ প্রকল্প :-

স্বাস্থ্য পরিবার কল্যান:

  • রায়গঞ্জ মাল্টিসুপার স্পেশালিটি হাসপাতাল চালু হয়ে গেছে। ইসলামপুর মাল্টিসুপার স্পেশালিটি হাসপাতাল মার্চ মাসের মধ্যে চালু হয়ে যাবে।
  • রায়গঞ্জে ১ টি নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলা হচ্ছে ।
  • ন্যায্য মূল্যের ওষুধের দোকান রায়গঞ্জ জেলা হাসপাতালে চালু হয়ে গেছে। কালিয়াগঞ্জ ও ইসলামপুর মহকুমা হাসপাতালে চালু হতে চলেছে।
  • জেলার ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে ৪ লক্ষ ২০ হাজার মানুষ ৭ কোটি ৭৫ লক্ষ টাকার ছাড় পেয়েছেন।
  • ১টি ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক কেন্দ্র রায়গঞ্জ জেলা হাসপাতালে চালু হয়ে গেছে। রায়গঞ্জ জেলা হাসপাতালে ডায়ালিসিস ইউনিট চালু হয়ে গেছে।
  • রায়গঞ্জ জেলা হাসপাতালে ও ইসলামপুর মহকুমা হাসপাতালে ২টি  SNCU চালু হয়ে গেছে।
  • জেলায় মোট ১০টি SNSU চালু হয়ে গেছে।
  • CCU রায়গনজ জেলা হাসপাতালে চালু হয়ে গেছে।
  • ইসলামপুর মহকুমা হাসপাতালে HDU চালু হয়ে গেছে।
  • কর্ণজোড়ায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের করণ নবরূপে নির্মিত হয়েছে।

 

শিক্ষা :

  • রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হয়েছে ১৫ই এপ্রিল, ২০১৫ থেকে। এই বিশ্ববিদ্যালয়ে ২১টি স্নাতকোত্তর ও স্নাতক স্তরে পাঠ্যক্রম শুরু হয়েছে।
  • চোপড়া কলেজের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
  • ইটাহার, গোয়ালপোখর-১, ইসলামপুর ও চোপড়ায় আইটি আই নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।
  • ইসলামপুরে পলিটেকনিক কলেজ তৈরি হয়ে গেছে। নতুন পলিটেকনিক স্থাপনের জন্য ইটাহারে কাজ শুরু হয়েছে।
  • এই জেলায় প্রায় ৮৬ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।
  • বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ৪৪টি প্রাথমিক বিদ্যালয় এবং ২১৩টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।
  • পাশাপাশি ১১টি উচ্চ প্রাথমিক বিদ্যালয়কে মাধ্যমিক স্তরে, এবং ৩০টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করা হয়েছে।
  • সব স্কুলে মিড-ডে-মিল চলছে যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল ছুট ছাত্রের সংখ্যা কমেছে।
  • প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।
  • করণদিঘি ব্লকে মডেল স্কুল নির্মাণের প্রথম দফার কাজ সমাপ্ত হয়েছে।

 

ভূমি সংস্কার কৃষি, মৎস্য পশুপালন

  • মোট কৃষক পরিবারের প্রায় ৯০ শতাংশ কিষান ক্রেডিট কার্ড পেয়েছে। ২ লক্ষের উপর কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় আনা হয়েছে।
  • ইসলামপুর ও ইটাহার কৃষক বাজার তৈরীর কাজ সম্পন্ন হয়েছে ও বাজার দুটি চালু করা হয়েছে। হেমতাবাদ এবং কালিয়াগঞ্জ কৃষক বাজার তৈরীর কাজ সম্পন্ন হয়েছে এবং রায়গঞ্জ ও করণদিঘী কৃষক বাজার তৈরীর কাজ চলছে।
  • ১০ হাজারের ও বেশি ভূমিহীন মানুষকে এন.জি.এন.বি. পাট্টা দেওয়া হয়েছে।

 

 

পঞ্চায়েত গ্রামোন্নয়ন :-

  • গত সাড়ে ৪ বছরে ১০০ দিনের কাজে ২৩২ কোটি টাকা ব্যয় করে ১ কোটি শ্রম দিবস সৃষ্টি হয়েছে। ২০১৬ সালের মে মাসের মধ্যে বিভিন্ন চালু প্রকল্প রূপায়ণের মাধ্যমে আরো অতিরিক্ত ২০ কোটি টাকা খরচ হবে।
  • গ্রামীণ সড়ক যোজনায় ৫০৫ কি. মি. রাস্তা নির্মিত হয়ে গেছে। আরো ৬০ কি.মি. রাস্তা আগামী মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে।
  • গত সাড়ে ৪ বছরে জেলায় ২৮হাজার ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে আরো ১৪হাজার ঘর নির্মিত হয়ে যাবে।
  • জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে প্রায় ২ লক্ষ ৬৫ হাজার শৌচাগার নির্মাণ সম্পূর্ণ হয়েছে।

 

সংখ্যালঘু উন্নয়ন:

  • বিগত সাড়ে ৪ বছরে, সাড়ে ৬ লক্ষের ও বেশি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ১০৩ কোটি টাকার স্কলারশিপ প্রদান করা হয়েছে। আরো ২ লক্ষ ৬৮ হাজার ছাত্রছাত্রী আগামী মে মাসের মধ্যে স্কলারশিপ পেতে চলেছে।
  • এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের প্রায় ৭০ কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছে। আরো ১৩ কোটি টাকা ঋণ প্রদান করা হবে আগামী মে মাসের মধ্যে।
  • MSDP- তে ১৩০ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে  বিবিধ প্রকল্প রূপায়িত করা হয়েছে।
  • করণদিঘি,গোয়ালপোখর, ইটাহার, রায়গনজ ও ইসলামপুরে কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু হয়েছিল, এর মধ্যে করণদিঘি,গোয়ালপোখর, ইটাহার, রায়গনেজ কাজ সমাপ্ত হয়েছে।

 

অনগ্রসর কল্যাণ আদিবাসী উন্নয় :

  • শিক্ষাশ্রী প্রকল্পে প্রায় ৬৫ হাজার ছাত্রছাত্রী উপকৃত হচ্ছে। আরো ৩৮ হাজার ছাত্র-ছাত্রী আগামী মে মাসের মধ্যে প্রকল্পের আওতাভূক্ত হতে চলেছে।
  • বিগত সাড়ে ৪ বছরে, ১ লক্ষ ২০ হাজারের ও বেশি জাতি শংসাপত্র প্রদান করা হয়েছে।

 

নারী শিশু উন্নয়ন :

উত্তর দিনাজপুর জেলায় এ বছরের শুরু অবধি প্রায় ১ লক্ষ ৩৯ হাজার ছাত্রী কন্যাশ্রীর আওতাভুক্ত হয়েছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচীখাদ্যসাথী প্রকল্প :

উত্তরদিনাজপুর জেলায় প্রায় ২৪ লক্ষ মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

 

শিল্প:

  • ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে ১১টি ক্লাস্টার গড়ে উঠেছে। এতে প্রায় চার হাজার মানুষের কাজের যোগান হয়েছে। ভবিষ্যতে আরো তিনহাজার মানুষের কর্মসংস্থান হতে চলেছে।
  • ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিগত সাড়ে চার বছরে এই জেলায় ১১৩০ কোটি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে, আগামী বছর মে মাসের মধ্যে আরো অতিরিক্ত ৫০ কোটি ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে।
  • ইসলামপুরে ইলুয়াবাড়িতে একটি Industrial Estate গড়ে উঠছে। মোট ১১টি শিল্প সংস্থাকে শিল্প স্থাপনের জন্যে জমি প্রদান করা হয়েছে।

 

পূর্ত পরিবহন :

  • বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর ১৮৮টি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ১৪১টি প্রকল্পের কাজ প্রায় ২৩০ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রায় ১২ লক্ষাধিক মানুষ উপকৃত হচ্ছেন।
  • প্রায় ৩৭০ কিমি রাস্তা নির্মাণ / উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে।গুরুত্বপূর্ণ কাজগুলি হল :- ১০ কোটি টাকা ব্যয়ে মকদামপুর-ভাতোল রাস্তা, প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে সামসপুর-বাঘোন রাস্তা, ১৬ কোটি টাকা ব্যয়ে হেমতাবাদ -বিষ্ণুপুর রাস্তা, ৭ কোটি টাকা ব্যয়ে ধামুরাগাছি -খড়িবাড়ি রাস্তা, ৮ কোটি টাকা ব্যয়ে বিন্দোল -বিষ্ণুপুর রাস্তা প্রভৃতি।

 

বিদ্যুৎ অচিরাচরিত শক্তি

উত্তরদিনাজপুর জেলায় ১০০ শতাংশ গ্রমীণ বিদ্যুতায়ন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।

সেচ :-

  • আড়াই হাজার একর নতুন জমিকে সেচ সেবিত করা হয়েছে।
  • ১২ কিলোমিটার দৈর্ঘ্যের সেচ নালা নির্মাণ করা হয়েছে।
  • ৩৮২টি গভীর নলকূপ প্রকল্প দ্বারা সেচের ব্যবস্থা করা হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরী :-

  • বিগত সাড়ে চার বছরে ৬৬ কোটি টাকা ব্যয়ে ৫৪টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ২৪টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রায় ৩ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। আরো ৫টি জলপ্রকল্পের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।
  • সম্প্রতি উত্তর দিনাজপুর জেলায় জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের ৬২ কোটি টাকা মূল্যের ১৪টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে।

 

পর্যটন :

উত্তরদিনাজপুর জেলায় রূপায়িত পর্যটন প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল :- বিন্দোলে ভৈরবী মন্দির ও বালিয়া মসজিদ সুসজ্জিত করা, কুলিক পক্ষীনিবাস সৌন্দর্যায়ন প্রকল্প,করণদীঘি নীলকুঠির সংস্কার, উকিলপাড়া পীরপুকুরের দরগা সংস্কার প্রভৃতি।

শ্রম:-

  • SASPFUW প্রকল্পে অদ্যাবধি প্রায় ১  লক্ষ ২৬ হাজার অসংগঠিত কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • BOCWA এখনও পর্যন্ত ১ লক্ষেরও বেশি নির্মান কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • অনুরূপভাবে, WBTWSSS প্রকল্পে ৪ হাজারের ও বেশি পরিবহন কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • ৩ হাজারের ও বেশি যুবক-যুবতী জ্ঞযুবশ্রীঞ্চ প্রকল্পে উৎসাহ ভাতা পাচ্ছেন।

 

স্বনির্ভর দল স্বনিযুক্তি কর্মসূচী :-

  • আনন্দধারা প্রকল্পে ২৮০০টি স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরো ২৩০০টি স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।
  • ১১টি কর্মতীর্থ তৈরী হচ্ছে, এর মধ্যে ৭টির কাজ শেষ হয়েছে।
  • বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে প্রায় ৫ হাজার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৩১ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

পুর নগরোন্নয়ণ :

উত্তরদিনাজপুর জেলায় ৪টি মিউনিসিপ্যালিটি বিগত সাড়ে চার বছরে প্রায় ২০০ কোটি টাকা পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় ৩১০০টি বাসস্থান নির্মিত হয়েছে।

 তথ্য সংস্কৃতি:

বর্তমানে উত্তরদিনাজপুর জেলায় ১৩০০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরো ৫০০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

আবাসন :

উত্তরদিনাজপুর জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলি ও অন্যান্য প্রকল্পে প্রায় ৫৩০০টি বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে প্রায় ৪ টি বাসস্থান নির্মাণের কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গেছে। বাকী বাসস্থান আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হবে।

ক্রীড়া যুব কল্যাণ :-

  • ক্রীড়ার মান উন্নয়নে জেলায় ৭২টি ক্লাবকে অর্থ সাহায্য করা হয়েছে।
  • জেলায় ২৩টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ৪৬ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
  • ২৫ লক্ষ টাকা ব্যয়ে রায়গঞ্জ স্টেডিয়ামকে নবরূপে সুসজ্জিত করা হয়েছে।

 

স্বরাষ্ট্র :-

উত্তরদিনাজপুর জেলায় নতুন থানা হিসাবে রায়গঞ্জ মহিলা থানা স্থাপন করা হয়েছে।

উত্তরবঙ্গ উন্নয়ন :-

  • উত্তর দিনাজপুর জেলায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রূপায়িত গুরুত্বপুর্ণ প্রকল্প হল :-
  • ৪কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয় করে রায়গঞ্জ রবীন্দ্র ভবন নির্মাণ।
  • ২ কোটি ৪৯ লক্ষ টাকা ব্যয় করে হেমতাবাদ বাস টার্মিনাস নির্মাণ।
  • ৬ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয় করে চোপড়ায় কমলা পাল সমৃতি মহাবিদ্যালয় নির্মাণ।
  • ৫ কোটি ১২ লক্ষ টাকা ব্যয় করে চোপড়া আই.টি.আই নির্মাণ।
  • ৫ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয় করে হেমতাবাদে কাহালই সেতু ও দুইদিকে সংযোগকারী রাস্তা নির্মাণ।
  • ৪ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যয় করে গোয়ালপুখুর-১ ব্লকের বালদিয়াপুকুর থেকে সিমুলতলা মোড় (চুনিয়া গ্রাম) ভায়া বুলকা মোড় পর্যন্ত ৫.৭৭ কি.মি রাস্তা নির্মাণ।

Developments galore in Dakshin Dinajpur

As with the rest of the Trinamool Congress-led West Bengal Government’s initiatives, the district of Dakshin Dinajpur has seen unprecedented development in the last few years. In the last four-and-a-half years, 89% people in the district have been brought under the ambit of various government schemes.

 

 

Health and Family Welfare

  • Fair-price medicine shops (FPMS) and fair-price diagnostic centres (FPDC) set up at Balurghat District Hospital and Gangarampur Sub-divisional Hospital
  • As a result, almost 1.5 lakh people in the district have benefitted to the tune of Rs 2.43 crore
  • 2 sick newborn care units (SNCUs) started at Balurghat District Hospital and Gangarampur Sub-divisional Hospital
  • Gangarampur and Balurghat multi super-speciality hospitals have started operations
  • Critical care unit (CCU) functioning in Balurghat District Hospital and high-dependency unit (HDU) in Gangarampur Sub-divisional Hospital

 

Education

  • Subalchandra Bimala Sundari Government College has been set up at Hili in Dakshin Dinajpur
  • College constructed in Kushmandi and classes have begun there
  • Six industrial training institutes (ITIs) set up in Tapan, Banshihari, Kumarganj, Kushmandi, Hili and Harirampur
  • 66,000 students provided with bicycles under the Sabuj Sathi Scheme
  • 8 upper primary schools upgraded to secondary schools and 19 secondary schools to higher secondary
  • Mid-day meals being provided in all schools in the district, as a result of which the students are getting good nutrition and the number dropouts has become much less
  • Separate toilets created for boys and girls in every school in the district

 

Agriculture, Land Reforms, Fisheries and Animal Resources Development

  • Kisan Credit Cards distributed to almost 100% families dependent on agriculture
  • 6 Krishak Bazaars set up in the district; these are at Gangarampur, Hili, Kumarganj, Tapan, Balurghat and Kushmandi
  • Under Nijo Griha Nijo Bhumi (NGNB) scheme, more than 5,000 landless people given patta
  • Fishery projects worth Rs 30 lakh implemented
  • Animal Resources Development Department has distributed nearly 6.5 lakh ducklings and chickens amongst self-help groups

 

Panchayat and Rural Development

  • In the 100 Days’ Work Scheme, Rs 206 crore spent to create 86 lakh man-days
  • 268 km of rural roads built
  • State government facilitated building of 23,000 houses under Indira Awaas Yojana
  • Under Mission Nirmal Bangla, 1.36 lakh toilets have been built

 

Minorities Development

  • More than 2.86 lakh minority students handed out scholarships worth Rs 43 crore
  • Rs 51 crore worth of loans have been provided to minority-community youths for purposes of self-employment
  • Rs 70 crore spent on multi-sectoral development programmes (MSDP) for the development of minorities
  • Karma Tirtha constructed in Saidpur

 

Backward Classes and Adivasi Development

  • About 49,000 students getting scholarships under the Sikshashree Scheme
  • About 82,000 SC/ST/OBC Certificates handed over

 

Women and Child Welfare

  • Almost 80,000 girl students brought under the Kanyashree Scheme

 

Khadya Suraksha and Khadya Sathi

  • Foodgrains being procured from farmers at a price higher than the Minimum Support Price (MSP). Hence the farmers are getting good returns for their crops.
  • Almost 13 lakh people getting foodgrains at Rs 2 per kg
  • Farmers can directly sell their crops at the foodgrain sale centres set up in various blocks and they receive cheques in return

 

Industry

  • 4 clusters have come up for MSMEs, including the handloom cluster in Gangarampur and the wooden mask cluster in Kushmandi
  • Rs 2,850 crore worth bank loans provided in the district in the MSME sector
    .

PWD and Transport

  • 64 projects for roads, bridges, culverts, etc. completed at a cost of Rs 257 crore
  • Almost 315 km roads have been completed/improved upon
  • Andolan Bridge constructed in Balurghat

 

Power

  • 100 per cent of rural electrification work completed

 

Irrigation

  • 20 km-long irrigation dam constrcuted
  • Under the Jal Dharo Jal Bharo Scheme, 700 ponds constructed for enabling fishery projects

 

Public Health Engineering

  • 11 drinking water projects completed

 

Tourism

  • Construction of tourist lodges and tourist centres is nearing completion at various places at a cost of almost Rs 5 crore
  • A bird sanctuary and environment conservation project in Angina village and tourist centres in Bhaluka, Gourdighi and Tapan Dighi being set up

 

Labour

  • About 1.25 lakh unorganised workers, 50,000 construction workers and 5,500 transport workers being provided monetary help under State-Assisted Scheme of Provident Fund for Unorganised Workers (SASPFUW), Building and Other Construction Workers Welfare Act (BOCWA) and West Bengal Transport Workers’ Social Security Scheme (WBTWSSS) respectively.
  • More than 3,000 youths receiving unemployment allowance under the Yuvashree Scheme

 

Self-Help Groups and Schemes

  • About 2,300 self-help groups (SHGs) set up under the Anandadhara Scheme
  • Almost 4,500 projects worth Rs 21 crore sanctioned under Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa

 

Urban Development

  • The Buniadpur civic body converted into a municipality
  • The two municipalities in the district have executed developmental projects worth Rs 91 crore

 

Information and Broadcasting

  • 1,700 folk artistes getting retainer fees and 280 folk artistes getting pensions

 

Housing

  • 3,000 homes built under Gitanjali and other schemes

 

Youth Affairs and Sports

  • Rs 20 lakh provided for building 10 multi-gym centres
  • Balurghat Stadium and Gangarampur Stadium renovated at a cost of Rs 50 lakh
  • Work for Balurghat Indoor Stadium nearing completion and Buniadpur Stadium being renovated

 

Police

  • Balurghat Women Police Station has come up

 

The North Bengal Development Department has given shape to many development projects in the district of Dakshin Dinajpur. These include ITIs in Kumarganj and Kushmandi and the Gangarampur Market Complex (1st phase). An academic building in Kumarganj and a bridge over Purnabhaba River are also being constructed.

 

দক্ষিণ দিনাজপুরে উন্নয়নের ঢেউ

সাড়ে চার বছরে সারা রাজ্যের সাড়ে নয় কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে আট কোটি মানুষের হাতে আমরা কোন না কোন সরকারী পরিষেবার সুবিধা পৌঁছে দিতে পেরেছি। সমগ্র দক্ষিণ দিনাজপুর জুড়ে ব্যপক উন্নয়ন হয়েছে।

জেলার, ব্লকের, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী পরিবারগুলির উন্নয়নে একগুচ্ছ প্রকল্প রূপায়িত হয়েছে ।

স্বাস্থ্য পরিবার কল্যান:

  • ন্যায্য মূল্যের ওষুধের দোকান বালুরঘাট ও গঙ্গারামপুর হাসপাতালে চালু হয়ে গেছে।
  • জেলার এই সকল ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে প্রায় দেড় লক্ষ মানুষ ২ কোটি ৪৩ লক্ষ টাকার ছাড় পেয়েছেন।
  • ২টি ন্যায্য মূল্যের ডায়াগ্নস্টিক কেন্দ্র বালুরঘাট জেলা হাসপাতালে ও গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চালু হয়ে গেছে।
  • বালুরঘাট জেলা হাসপাতালে ও গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ২টি  SNCU চালু হয়ে গেছে।
  • জেলায় মোট ৬টি SNSU:-হিলি,তপন,হরিরামপুর,গঙ্গারামপুর,কুশমাণ্ডি ও রসিদপুরে চালু হয়ে গেছে।
  • গঙ্গারামপুর ও বালুরঘাট মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হয়ে গেছে।
  • CCU বালুরঘাট জেলা হাসপাতালে চালু হয়ে গেছে।
  • গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে HDU চালু হয়ে গেছে।
  • আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের ওপিডি বিল্ডিং-এর ভার্টিক্যাল এক্সটেনশনের কাজ সম্পন্ন হয়েছে।

 

শিক্ষা:

  • হিলিতে সুবলচন্দ্র বিমলা সুন্দরী গর্ভনমেন্ট কলেজ গড়ে তোলা হয়েছে।
  • ৬টি নতুন আইটিআই নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এগুলি নির্মিত হয়েছে:- তপন, বংশীহারী, কুমারগঞ্জ, কুশমন্ডী, হিলি ও
  • হরিরামপুরে।
  • গঙ্গারামপুরে পলিটেকনিক কলেজ তৈরি হয়ে গেছে। নতুন পলিটেকনিক স্থাপনের জন্য হিলিতে কাজ শেষের পথে।
  • এই জেলায় ৬৬ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।
  • বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ৪টি প্রাথমিক বিদ্যালয় এবং ২১৩টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।
  • পাশাপাশি ৮টি উচ্চ প্রাথমিক বিদ্যালয়কে মাধ্যমিক স্তরে, এবং ১৯টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করা হয়েছে।
  • সব স্কুলে মিড-ডে-মিল চলছে যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল ছুট ছাত্রের সংখ্যা কমেছে।
  • প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

কৃষি,ভূমি সংস্কার, মৎস্য প্রাণী সম্পদ বিকাশ :-

  • প্রায় ১০০% কৃষিজিবী পরিবারের হাতে ঔইই তুলে দেওয়া হয়েছে।
  • এই জেলার ৬টি কিষান মান্ডি নির্মানের কাজ সম্পূর্ণ হয়েছে। এগুলি নির্মিত হয়েছে:- গঙ্গারামপুর, হিলি, কুমারগঞ্জ, তপন, বালুরঘাট ও কুশমন্ডী।
  • বংশীহারী ও হরিরামপুরে কিষান মান্ডি নির্মানের কাজ চলছে।
  • ৫ হাজারেরও বেশি ভূমিহীন মানুষকে এন.জি.এন.বি. পাট্টা দেওয়া হয়েছে।
  • এই জেলায় প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে বড় জলাশয়ে মাছের চাষ সহ মাছের পুষ্টি যোগান প্রকল্পের ফলে মৎস্যজীবি এবং তাঁদের পরিবার উপকৃত হয়েছেন।
  • জেলায় প্রাণী সম্পদ উন্নয়ণ দপ্তর বিগত সাড়ে চার বছরে প্রায় সাড়ে ৬ লক্ষ হাঁস ও মুরগীর বাচ্চা, বিভিন্ন স্বনির্ভর দলের মধ্যে বিতরণ করেছে।

 

পঞ্চায়েত গ্রামোন্নয়ন :-

  • ১০০ দিনের কাজে ২০৬ কোটি টাকা ব্যয় করে ৮৬ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে। ২০১৬ সালের মে মাসের মধ্যে বিভিন্ন চালু প্রকল্প রূপায়ণের মাধ্যমে আরও অতিরিক্ত ৮৩ কোটি টাকা খরচ হবে।
  • গ্রামীণ সড়ক যোজনায় ২৬৮ কি. মি. রাস্তা নির্মিত হয়ে গেছে। আরও ৩২ কি.মি. রাস্তা আগামী মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে।
  • গত সাড়ে ৪ বছরে জেলায় ২৩ হাজারটি ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে আরও প্রায় ৫ হাজারটি ঘর নির্মিত হয়ে যাবে।
  • জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে ১ লক্ষ ৩৬ হাজার শৌচালয় নির্মাণ সম্পূর্ণ হয়েছে।

 

সংখ্যালঘু উন্নয়ন :-

  • বিগত সাড়ে ৪ বছরে, ২ লক্ষ ৮৬ হাজারেরও বেশি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ৪৩ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে। আরও ৫৯ হাজার ছাত্রছাত্রী আগামী মে মাসের মধ্যে স্কলারশিপ পেতে চলেছে।
  • এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের প্রায় ৫১ কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছে। আরও ৯ কোটি টাকা ঋণ প্রদান করা হবে আগামী মে মাসের মধ্যে।
  • MSDP- তে ৭০ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিবিধ প্রকল্প রূপায়িত করা হয়েছে।
  • সইদপুরে কর্মতীর্থ নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। কুশমান্ডি, কুমারগঞ্জ, হরিরামপুর, তপন ও গঙ্গারামপুরে কর্মতীর্থ নির্মাণের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।

 

অনগ্রসর কল্যাণ আদিবাসী উন্নয়:

  • শিক্ষাশ্রী প্রকল্পে প্রায় ৪৯ হাজার ছাত্রছাত্রী উপকৃত হচ্ছে। আরও প্রায় ২৯ হাজার ছাত্র-ছাত্রী আগামী মে মাসের মধ্যে প্রকল্পের আওতাভুক্ত হতে চলেছে।
  • বিগত সাড়ে ৪ বছরে, প্রায় ৮২ হাজার  জাতি শংসাপত্র প্রদান করা হয়েছে।

 

নারী শিশু উন্নয়ন :

দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় ৮০ হাজার ছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে।

 

খাদ্য সুরক্ষা কর্মসূচীখাদ্যসাথী প্রকল্প :

  • আমরা রাজ্যের মানুষের জন্যে খাদ্যের যোগান  সুনিশ্চিত করেছি। রাজ্যের ৮ কোটিরও বেশি মানুষ ২ টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন। এবং আরও ৫০ লক্ষ মানুষ বাজার দরের অর্দ্ধেক দামে খাদ্যশস্য পাচ্ছেন।
  • জেলায় প্রায় ১৩ লক্ষ মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

 

শিল্প:

  • ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে ৪টি ক্লাস্টার গড়ে উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল গঙ্গারামপুরে হ্যান্ডলুম ক্লাস্টার ও কুশমান্ডিতে কাঠের মুখোশ তৈরীর ক্লাস্টার।
  • ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিগত সাড়ে চার বছরে এই জেলায় ২৮৫০ কোটি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে, আগামী বছর মে মাসের মধ্যে আরও অতিরিক্ত ১৮৭ কোটি ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে।

 

পূর্ত :-

  • বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর ৮৭টি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ৬৪টি প্রকল্পের কাজ প্রায় ২৫৭ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে।
  • প্রায় ৩১৫ কিমি রাস্তা নির্মাণ/উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ কাজগুলি হল :- ১৩ কোটি টাকা ব্যয়ে শিবপুর-মহীপালদিঘী রাস্তা; ১৫ কোটি টাকা ব্যয়ে ফুলবাড়ি-কুমারগঞ্জ রাস্তা, ১০ কোটি টাকা ব্যয়ে হরিরামপুর- ধুমসাদিঘী রাস্তা প্রভৃতি।
  • বালুরঘাট শহরে ডাঙা খাঁড়ির উপর পি .ডব্লিউ. ডি দপ্তর নতুন ব্রীজ নির্মাণের কাজ সম্পন্ন করেছে। এর নাম রাখা হয়েছে আন্দোলন সেতু।

 

বিদ্যুৎ

দক্ষিণ দিনাজপুর জেলায় ১০০ শতাংশ গ্রমীণ বিদ্যুতায়ন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।

 

সেচ :

  • দক্ষিণ দিনাজপুর জেলায় ২০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।
  • জল ধরো জল ভরোঞ্চ প্রকল্পে দক্ষিণ দিনাজপুর জেলায় ৭০০টি পুকুর কাটা হয়েছে, যাতে মাছ চাষ হচ্ছে।
  • দক্ষিণ দিনাজপুর জেলায় ২০১৩-১৪ অর্থ বর্ষ থেকে আদমি প্রকল্পটি রূপায়িত হচ্ছে।

 

জনস্বাস্থ্য কারিগরী :-

  • বিগত সাড়ে চার বছরে ২০ কোটি টাকা ব্যয়ে ৩১টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ১১টির কাজ সমাপ্ত হয়েছে। প্রায় দেড় লক্ষাধিক মানুষ উপকৃত হয়েছে।
  • আগামী বছর মে মাসের মধ্যে আরও ৮টি জলপ্রকল্পের কাজ শেষ হতে চলেছে।

 

পর্যটন:-

প্রায় ৫ কোটি টাকা বরাদ্দের গঙ্গারামপুর টুরিস্ট লজ, মহিপালদিঘী টুরিষ্ট সেন্টার, গৌড়দিঘী টুরিস্ট  সেন্টার এবং তপন দিঘী টুরিস্ট সেন্টার উন্নয়নের কাজ প্রায় শেষের মুখে।

শ্রম :

  • SASPFUW প্রকল্পে অদ্যাবধি প্রায় ১ লক্ষ ২৫ হাজার অসংগঠিত কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • BOCWA প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় ৫০ হাজার নির্মান কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • অনুরূপভাবে, WBTWSSS প্রকল্পে সাড়ে পাঁচ হাজারেরও বেশি পরিবহন কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • ‘যুবশ্রী’ প্রকল্পে তিন হাজারেরও বেশি যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।

 

স্বনির্ভর দল স্বনিযুক্তি কর্মসূচী :-

  • আনন্দধারা প্রকল্পে ২৩০০টি স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরও ১৪০০টি স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।
  • ১০টি কর্মতীর্থ তৈরী হচ্ছে, এর মধ্যে ৩টির কাজ শেষ হয়েছে।
  • বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে প্রায় সাড়ে ৪ হাজার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ২১ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

পুর নগরোন্নয়নঃ

  • দক্ষিণ দিনাজপুর জেলায় বুনিয়াদপুর নতুন খয়শভদভসতরভঢ়ঁ রূপে আত্মপ্রকাশ করেছে।
  • জেলার ২টি মিউনিসিপালিটি প্রায় ৯১ কোটি টাকা  পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় ১৯০০টি বাসস্থান নির্মিত হয়েছে।

 

তথ্য সংস্কৃতি:

বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় ১৭০০ লোকশিল্পী রিটেনার ফি ও ২৮০ জন পেনশন পাচ্ছেন। আরও ৪০০ লোকশিল্পী রিটেনার ফি ও ৩০ জন লোকশিল্পী পেনশন পেতে চলেছেন।

আবাসন :

দক্ষিণ দিনাজপুর জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ৪২০০টি বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে ৩ হাজার বাসস্থান নির্মিত হয়ে গেছে। বাকী বাসস্থান আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হবে।

ক্রীড়া যুব কল্যাণ :

  • ক্রীড়ার মান উন্নয়নে মোট ১৫৩টি ক্লাবকে অর্থ সাহায্য করা হয়েছে।
  • জেলায় ১০টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ২০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
  • দক্ষিণ দিনাজপুর জেলায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে বালুরঘাট ও গঙ্গারামপুর স্টেডিয়ামকে নবরূপে সুুসজ্জিত করা হয়েছে।
  • বালুরঘাটে ইন্ডোর স্টেডিয়াম নির্মাণের কাজ শেষের পথে।
  • বুনিয়াদপুরে স্টেডিয়াম সংস্কারের কাজ চলছে।

 

স্বরাষ্ট্র :-

দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন থানা হিসাবে বালুরঘাট মহিলা থানা স্থাপন করা হয়েছে।

উত্তরবঙ্গ উন্নয়ন :-

দক্ষিণ দিনাজপুর জেলায় উত্তরবঙ্গ উন্নয়ণ দপ্তর বিভিন্ন উন্নয়নমূলক কাজের রূপায়ণ করেছে। এর মধ্যে অন্যতম হল :-

  • ৬.৩৪ কোটি টাকা ব্যয়ে কুমারগঞ্জ আই.টি.আই ভবন নির্মাণ।
  • ৫.৮৬ কোটি টাকা ব্যয়ে কুশমান্ডি আই.টি.আই ভবন নির্মাণ।
  • ১.৯০ কোটি টাকা ব্যয়ে গঙ্গারামপুর মার্কেট কমপ্লেক্স (প্রথম পর্যায়) নির্মাণ।

 

এরই সাথে সাথে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে কুমারগঞ্জে অ্যাকাডেমি ভবন নির্মাণ ও ১২ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে পুর্ণভবা নদীর উপর বালিপুকুর ঘাটে ব্রীজ নির্মাণের কাজ চলছে।

 

Polling held across 31 seats in West Bengal

Polling was held in 31 Assembly constituencies in West Bengal today from 7 am to 6 pm. Today was the second day of the first phase of the polls.

Polling was being held in nine seats of Bankura district, nine of Bardhaman and 13 of Paschim Medinipur.

 

Total Booths – 8465

Bankura – 2428
Bardhaman – 2383
Paschim Medinipur – 3656

Total Voters

Bankura – 19,80,340
Bardhaman – 20,18,903
Paschim Medinipur – 29,68,944

 

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আজ দ্বিতীয় দিন

আজ পশ্চিমবঙ্গের তিনটি জেলার মোট ৩১টি আসনে ভোটগ্রহণ হল। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭ টায় এবং শেষ হয় বিকেল ৬ টায়। আজ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আজ দ্বিতীয় দিন।

বাঁকুড়া জেলার ৯টি কেন্দ্র, বর্ধমান শিল্পাঞ্চলের ৯টি কেন্দ্র ও পশ্চিম মেদিনীপুর জেলার ১৩টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ ছিল।

মোট বুথের সংখ্যা ৮৪৬৫টি ।

বাঁকুড়া – ২৪২৮

বর্ধমান – ২৩৮৩

পশ্চিম মেদিনীপুর – ৩৬৫৬

 

মোট ভোটার সংখ্যা

বাঁকুড়া – ১৯,৮০,৩৪০

বর্ধমান – ২০,১৮,৯০৩

পশ্চিম মেদিনীপুর – ২৯,৬৮,৯৪৪