সাম্প্রতিক খবর

ডিসেম্বর ৭, ২০১৮

৩-ডি প্রিন্টিং অ্যাকাডেমি তৈরী করবে রাজ্য

৩-ডি প্রিন্টিং অ্যাকাডেমি তৈরী করবে রাজ্য

৩-ডি প্রিন্টিং অ্যাকাডেমি তৈরী করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তথ্যপ্রযুক্তি দপ্তরের তরফে এই দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েবেলকে। রাজ্য সরকার ইতিমধ্যেই অত্যাধুনিক অ্যানিমেশন অ্যাকাডেমি তৈরী করেছে। এই অ্যাকাডেমি থেকে প্রশিক্ষিত হওয়ার পর কাজের সুযোগ পাচ্ছে বাংলার যুবারা।

ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আয়োজিত এডটেক ২০১৮ অনুষ্ঠানের উদ্বোধনে তথ্যপ্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব বলেন, রাজ্য সরকার বাংলাকে আধুনিক প্রযুক্তির দিক থেকে দেশের সেরা করার লক্ষ্যে কাজ করছে। অ্যানিমেশন, ৩-ডি প্রিন্টিং, ব্লকচেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমবেডেড টেকনোলজি, সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজ্য সরকার প্রতি মাসে নলেজ কর্মশালার আয়োজন করছে। তথ্যপ্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স দপ্তর স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে স্কুল থেকেই পড়ুয়াদের প্রোগ্রামিং শেখানোর জন্য উৎসাহিত করার উদ্যোগ নিচ্ছে।