August 3, 2016
WB CM warns against filling up of water bodies

Chief Minister Mamata Banerjee on Tuesday issued strict instructions to police to take stern steps against promoters and all others filling up water bodies in the state, and said no one should not be spared.
“I have instructed the police to take strong action against any attempts to fill up water bodies for building construction. Previously, there had been many cases of illegal filling up of water bodies. I will not tolerate any such menace in future,” the Chief Minister said at Nabanna on Tuesday.
She said the police have been directed to take action against the offenders responsible for filling up water bodes irrespective of political affiliations. “The police will not spare any offender, whichever party he might be associated with. The offender will not be spared even if he refers to my name. The offender has no political or religious colour,” the chief minister said.
She also said anyone trying to expand his or own business taking the name of Trinamool will not be spared. “I will not allow anyone to use Trinamool’s name for personal benefit,” she said.
বেআইনিভাবে জলাশয় ভরাট করার বিরুদ্ধে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী
জলাশয় ভরাট ও বেআইনি প্রোমোটিংয়ের বিরুদ্ধে অত্যন্ত কড়া মনোভাব নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কঠোর নির্দেশ দেন যে যারা জলাশয় ভরাট করছে তাদের কঠোর পদক্ষেপ গ্রহণ করার এবং তিনি বলেন কাউকে বরদাস্ত কড়া হবে না।
মুখ্যমন্ত্রী মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, “জলাশয় ভরাট করলে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হবে৷ অভিযোগ সত্যি হলে দ্রূত ব্যবস্থা নেবে পুলিশ৷ রাতের অন্ধকারে দুষ্কৃতী পাঠিয়ে জলাশয় ভরাট করে প্রোমোটিং মেনে নেব না”।
“অনেক সময়ই এইসব ক্ষেত্রে তৃণমূলের নাম জড়িয়ে ফেলা হয়৷ কিন্তু অভিযোগ কতটা গ্রহণযোগ্য, তা দেখতে হবে পুলিশকেই। পুলিশকে আরও প্রোঅ্যাকটিভ হতে হবে৷ শান্তি বজায় রাখা পুলিশের কাজ৷” তাঁর কথায়, “অপরাধী অপরাধীই৷ তার কোনও জাত, ধর্ম, বর্ণ নেই৷”
তিনি বলেন, “কেউ কেউ দলের নাম করে নিজের ব্যবস্থা করছে, ব্যক্তিস্বার্থ দেখছে৷ আমি কাউকে ব্যক্তিগত সুবিধার জন্য তৃণমূলের নাম ব্যবহার করার অনুমতি দেব না”।