August 2, 2016
WB CM chairs a high-level meeting to take stock of anti-dengue drive

Chief Minister Mamata Banerjee convened a high-level meeting with the senior officials of the Kolkata Municipal Corporation (KMC), Bidhannagar Municipal Corporations (BMC) and the state health department to combat the spread of dengue in the state.
In today’s meeting, the Chief Minister asked the civic bodies about the steps being taken to fight the spread of dengue. She also asked the health department officials to make adequate arrangements to prevent the spread of the disease. The Chief Minister announced that an advisory is being issued to all the schools and organisations in an effort to spread awareness and also control the spread of various diseases duing the monsoon season.
It may be mentioned that both KMC and BMC have carried out an extensive anti-dengue drive as a result of which the spread of the disease has been checked so far.
The state government has sent letters to all the schools in the city and outskirts to take adequate steps to fight dengue and cooperate with the civic bodies.
Here are some highlights of her speech:
- Today clear instructions were given out to take all measures to prevent dengue, malaria and diarrhoea during the monsoons.
- Advisory is being given to every organisation and schools to make sure there is no stagnant water in their premises.
- We also took a decision that the police will take firm action against anyone who tries to fill up water bodies.
- Everyone has to follow discipline in the society. Illegal promoters will not be tolerated.
- I request everyone not to invest in chit funds. We are making every effort to educate the people.
- Dept of Youth Affairs will spread the message of unity and brotherhood during Raksha Bandhan on 18th August.
ডেঙ্গু প্রতিরোধে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধ এবং সচেতনতা বাড়ানোর জন্য আজ নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের স্বাস্থ্য আধিকারিক এবং কলকাতা ও সংলগ্ন জেলার পুরকর্তারা, বিধাননগর পুরসভার কর্তারাও উপস্থিত ছিলেন এই বৈঠকে।
এই বৈঠকে, মুখ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়ে আধিকারিকদের কাছ থেকে খোঁজ-খবর নেন মুখ্যমন্ত্রী। এছাড়া রোগের বিস্তার রোধ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বেশ কিছু রূপরেখা দেন।
উল্লেখ করা যেতে পারে যে ইতিমধ্যেই কলকাতা পৌরসংস্থা এবং বিধাননগর পুরসভা এই রোগের বিস্তার যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য সরকার। তাদের অনুরোধ করা হয়েছে সব রকম সচেতনতা অবলম্বন করতে এবং সবরকম সহযোগিতা করতে।
বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়।
এখানে তার বক্তব্যের কিছু বিষয়ঃ
- আজকের এই বৈঠকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও ডায়রিয়া প্রতিরোধের সব ব্যবস্থা গ্রহণ করার স্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছে
- সমস্ত স্কুল ও সংস্থাগুলিকে সব রকম সচেতনতামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে
- বাড়ির সামনে কোথাও যাতে জল না জমে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে
- আমরা আর একটি সিদ্ধান্ত নিয়েছি যে কোন জলাশয় ভরাট করলে তাদের বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ নেবে
- প্রত্যেককে সমাজের শৃঙ্খলা অনুসরণ করতে হবে
- বেআইনি প্রোমোটারদের বরদাস্ত করা হবে না
- আমি প্রত্যেককে অনুরোধ করছি চিট ফান্ডে টাকা না রাখতে। মানুষকে শিক্ষিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি
- যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে রাখি উৎসব পালিত হবে ১৮ই আগস্ট