August 17, 2016
WB CM resumes surprise visits to hospitals

West Bengal Chief Minister Mamata Banerjee who holds the health portfolio has resumed making surprise visits to state-run medical colleges and hospitals in the city. She wants to take a closer look at the healthcare services in these medical institutes.
After coming to power for the first time in Bengal in 2011, the Chief Minister had started to pay surprise visits to many government hospitals to streamline the public healthcare system.
After taking oath for the second time, the West Bengal Chief Minister had took on to surprise visits again. On Tuesday, she visited Chittraranjan Sevasadan for 15 minutes.
She inquired about the ongoing projects and services for patients. The Chief Minister also paid a visit to the Fair Price Medicine shop in the hospital premises inquired about the availability of medicines and other details from the people standing in the queue.
The image is representative
সরকারি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট শুরু করলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা স্বাস্থ্য মন্ত্রী মেডিকেল কলেজসহ শহরের বিভিন্ন সরকারি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট শুরু করলেন। এই সব মেডিকেল ইনস্টিটিউট গুলির পরিকাঠামো আরও বিশদে খতিয়ে দেখতে চান মুখ্যমন্ত্রী।
২০১১ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী জন স্বাস্থ্য পরিষেবা ঠিক করতে অনেক সরকারি হাসপাতালেই সারপ্রাইজ ভিজিট শুরু করেছেন।
দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আবার ও তিনি সারপ্রাইজ ভিজিট করে হাসপাতাল পরিদর্শন করেন। মঙ্গলবার, তিনি ১৫ মিনিটের জন্য চিত্তরঞ্জন সেবাসদনে যান। ঘুরে দেখেন হাসপাতালের পরিস্থিতি৷
মঙ্গলবার বেলা এগারোটা চল্লিশ নাগাদ মুখ্যমন্ত্রী সটান হাজির হন চিত্তরঞ্জন সেবাসদনের ‘এনকোয়ারি’ বিভাগে৷ জানতে চান, মা ও শিশুরা পরিষেবা ঠিকমতো পাচ্ছেন কি না, নির্মাণকাজ কেমন গতিতে চলছে ইত্যাদি৷ এর পরই মুখ্যমন্ত্রী চলে যান ন্যায্য মূল্যের ওষুধের দোকানের কাউণ্টারে৷ সেখানে গিয়ে রোগীদের কাছে জানতে চান, তাঁরা সব ওষুধ দোকান থেকে পাচ্ছেন কি না৷কয়েকটি প্রেসক্রিপশনও পরীক্ষা করেন মুখ্যমন্ত্রী৷