জুলাই ২৯, ২০১৯
উত্তরপ্রদেশে প্রতিদিন কি হচ্ছে, সে ব্যাপারে কেন্দ্রীয় সরকার খবর রাখে?: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নজরুল মঞ্চে তৃণমূল বিধায়ক এবং জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে পর পর ঘটে যাওয়া হত্যার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীকে এই বিষয়ে হস্তক্ষেপ করার দাবী জানান।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ
নতুন রাজ্যপালকে স্বাগত জানাই।
লিঞ্চিংএর ঘটনাটি আমি খবরের কাগজে দেখেছি। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ধর্ষিত মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন এবং তাঁর আত্মীয়দের খুন করা হয়েছে। আমি এই ঘটনার আসল কারণ জানি না।
বিজেপি কথায় কথায় সিবিআই, ইডি দেখায়। সিবিআই প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে, সমস্ত দলকে সবসময় চিঠি পাঠায়। এক্ষেত্রে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এই দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না।
প্রতিদিন লিঞ্চিং, দুর্ঘটনা ঘটিয়ে খুন করা হচ্ছে। প্রাক্তন সেনা ক্যাপ্টেনকেও খুন করা হয়েছে। আমি বুঝতে পারছি না, দেশে কি হচ্ছে।
আমি সবসময় ওদের বিরুদ্ধে প্রতিবাদ করি, আমাদের দলের সাংসদরা প্রতিবাদ করে বলে ওরা সবসময় বাংলাকে টার্গেট করে। প্রতিদিন ওরা বাংলাকে অপমান, লাঞ্ছিত করে।
উত্তরপ্রদেশে প্রতিদিন কি হচ্ছে, সে ব্যাপারে কেন্দ্রীয় সরকার খবর রাখে? লিঞ্চিংএর নামে আজ যা হচ্ছে, উন্নাওতে ধর্ষিতার ও তাঁর পরিবারের সঙ্গে যা হয়েছে, তা কেন হল? এই নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিৎ।
শুধু লোক দেখাতে উচ্চ পর্যায়ের তদন্ত নয়।দেশে ফ্যাসীবাদী শাসন চলছে। উত্তরপ্রদেশে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। এখানেও লোক পাঠিয়েছে, গোরক্ষার নামে সাম্প্রদায়িক উস্কানি ছড়াতে। এভাবে দেশ চলতে পারে না।
আমি প্রধানমন্ত্রীকে আবেদন করব, দেশের দিকে নজর দিতে। উনি যখন জনমতে নির্বাচিত হয়েছেন, মানুষের জন্য কাজ করুন, এটাই আমার আবেদন।