Latest News

October 29, 2017

U-17 World Cup matches in Kolkata pass off peacefully, appreciated by FIFA too

U-17 World Cup matches in Kolkata pass off peacefully, appreciated by FIFA too

Elaborate arrangements by the Bengal Government helped in organising the FIFA Under-17 World Cup matches at Vivekananda Yuba Bharati Krirangan (VYBK) in Kolkata without any untoward incident. The arrangements in Kolkata were highly appreciated by football’s world governing body, FIFA as well.

The first match in the city took place on October 8 and the last match, the final, on October 28. Adequate police arrangements were made both inside and outside the stadium to ensure that no chaos took place during the matches.

The Bengal Government made every effort to promote the state on the back of the FIFA Under-17 World Cup. The government laid stress on both online and offline methods to promote the state. The Tourism Department created a special tour package for foreign tourists.

The State Transport Department engaged more than 600 additional air-conditioned buses to help spectators reach and leave the stadium conveniently. Adequate arrangements were made for emergency healthcare needs, also.

 

নির্বিঘ্নে সম্পন্ন হল অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ, ফিফার মুখে বাংলার প্রশংসা

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নির্বিঘ্নে সম্পন্ন হল অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরী থেকে শুরু করে সমস্ত  আয়োজনের দায়িত্বে ছিল রাজ্য সরকার। এর প্রশংসা করেন স্বয়ং ফিফা কর্তৃপক্ষও।

শহরে প্রথম খেলা হয় ৮ই অক্টোবর ও শেষ খেলা ২৮ই অক্টোবর। মাঠের ভিতর ও বাইরে ছিল পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। রাজ্য পরিবহণ দপ্তর অতিরিক্ত ৬০০ টি এসি বাসের বন্দোবস্ত করেছিল যাতে দর্শকদের যাতায়াতের সমস্যা না হয়।

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপকে কেন্দ্র করে রাজ্যকে বিশ্বের সামনে তুলে ধরার সবরকম ব্যাবস্থা করেছিল রাজ্য সরকার। কলকাতা ও পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে অনলাইন ও অফলাইন প্রচারে চলেছে মাসজুড়ে। পর্যটন দপ্তর বিদেশী পর্যটকদের অনেক ট্যুর প্যাকেজের ব্যবস্থা করেছিল। পার্কিংয়ের জন্য অ্যাপ তৈরী করেছিল বিধাননগর পুলিশ। ছিল পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা।