Latest News

March 11, 2016

Manifesto for the 2016 Assembly election released by Mamata Banerjee

Manifesto for the 2016 Assembly election released by Mamata Banerjee

Mamata Banerjee released the Manifesto for the 2016 Assembly election today from Kalighat.

The ideology of Trinamool Congress is fundamentally ‘pro-people’ – a Government of the people, by the people and for the people. As a result, the central idea behind its governance has been ‘development.’ And it has been eminently successful in bringing about the development of West Bengal over the last five years, a development in all sectors of governance.

The State is now one of the top performers in India in many aspects. Some of its schemes have won recognition at prominent international forums as well, besides being recognised as the best in India.

Trinamool Congress believes in policies which are necessarily people-friendly, industry-friendly and farmer-friendly, and which serve the aspirations of all people, irrespective of caste, creed and religion.

Here are the excerpts from Mamata Banerjee’s speech during the release of the 2016 Manifesto:

  • We have published manifesto in five languages, Bangla, Hindi, English, Urdu and Alchiki script. We give equal importance to all languages.
  • We have done so much work, it has not been possible to accommodate all in one book. We have newer ideas in the coming does.
  • We have outlined our vision for the future. We will work for the people of all castes, creed, and religion. We talk less, work more।
  • We will work for harmony, progress and development. Despite inheriting immense financial burden, we have performed extremely well. Several projects which are underway will be completed.
  • Making Bengal best in the world is our dream. Our focus is on youth. We have given equal importance to agriculture and industry.
  • Our achievements in the socio-economic sector are exemplary. We have performed over and above what we promised in 2011.
  • We fulfilled our commitment regarding Singur by bringing a Bill. But it has been challenged in court and is sub-judice. It is our pledge to return the land to farmers of Singur.
  • We set up over 300 clusters in the MSME sector. We started schemes like Kanyashree not mentioned in Manifesto 2011.
  • We walked out of Congress in 1998 because they were handing over the party to CPI(M). Today we have been proven right. All ideologies and principles have been sacrificed for opportunism.
  • Our party will organise rallies across the State to observe Nandigram Dibas.

 

Here is the link to the 2016 Manifesto

 

আজ তৃণমূলের ইস্তাহার প্রকাশিত হল

আজ আসন্ন বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাংবাদিক সম্মেলন করে তিনি ইস্তেহার প্রকাশ করলেন।

তৃণমূল কংগ্রেস মানুষের সরকার- By the people, for the people and of the people. তৃণমূল সরকারের মূল মন্ত্র ‘উন্নয়ন’। গত পাঁচ বছর ধরে উন্নয়ন, সুশাসন সব খাতে মাত্রাতিরিক্তভাবে সফল হয়েছে পশ্চিমবঙ্গ।

ভারতের অন্য রাজ্যের তুলনায় বিভিন্ন ক্ষেত্রে এখন পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে। বিভিন্ন ক্ষেত্রে ভারত সেরা স্বীকৃতি ছাড়া আন্তর্জাতিক ফোরামেও স্বীকৃতি লাভ করেছে পশ্চিমবঙ্গ।

তৃণমূলের নীতি মানুষের জন্য কাজ করা – তৃণমূলের নীতি কৃষক বান্ধব, শিল্প বান্ধব। জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের আকাঙ্খা পূর্ণ করার অঙ্গীকার তৃণমূল কংগ্রেসের।

এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু বিষয়ঃ 

  • আমরা আমাদের ইস্তাহার পাঁচটি ভাষায় প্রকাশ করেছি। বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু এবং অল চিকি
  • আমরা সব ভাষাকে সমান গুরুত্ব দিই
  • আমারা অনেক কাজ করেছি। সব একটি বইতে প্রকাশ করা সম্ভব নয়
  • আমরা প্রগতি,উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যও কাজ করি
  • আমাদের স্বপ্ন ও অঙ্গীকার সেরা বাংলার তৈরি করার
  • আমরা উন্নয়নের যে গতিধারা দেখিয়েছি, প্রগতির যে চিন্তাধারা দেখিয়েছি তা অতুলনীয়
  • বাংলাই আগামীদিনের পথ প্রদর্শক
  • ২০১১ সালে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তার চেয়ে অনেক বেশি কাজ আমরা করছি
  • সিঙ্গুরের জন্য আমরা বিল এনেছি, এখন শুধু বিচারের জন্যও অপেক্ষা করছি
  • আমরা ৩০০টি ক্লাস্টার তৈরি করেছি, কন্যাশ্রী প্রকল্প চালু করেছি যা ২০১১-র ইস্তাহারে উল্লিখিত ছিল না
  • রাজনীতিতে স্বচ্ছতা একটি বড় ব্যাপার। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি
  • বাংলার মা-মাটি-মানুষের জন্য আমি ২০১৬-র এই ইস্তাহার উ९সর্গ করছি