সাম্প্রতিক খবর

এপ্রিল ১৮, ২০১৯

বিজেপি NRC করতে চাইছে কিন্তু তার বদলে আমরা ওদের NBC - National Biday Certificate দেবঃ সামসিতে বললেন মুখ্যমন্ত্রী

বিজেপি NRC করতে চাইছে কিন্তু তার বদলে আমরা ওদের NBC - National Biday Certificate দেবঃ সামসিতে বললেন মুখ্যমন্ত্রী

আজ মালদার সামসিতে প্রথম নির্বাচনী সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওনার বক্তব্যের কিছু অংশঃ

সকলকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

কংগ্রেসের বন্ধুরা মৌসমের বিরুদ্ধে অনেক কথা বলে বেড়াচ্ছে। মৌসম তৃণমূলে যোগদান করেছে কংগ্রেস বিজেপি আঁতাতের কারণে। তাই আপনারা যদি চান বিজেপি যাক তাহলে মৌসমকে জেতান।

কংগ্রেসের হয়ে এখন বিজেপির আরএসএস কাজ করছে।

কংগ্রেস বিজেপিকে হারাতে পারবে না। তৃণমূল কংগ্রেসই ভারত সরকার গঠন করবে, সব রাজনৈতিক দলকে এক করবে, ইউনাইটেড ইন্ডিয়া গঠন করবে।

এটা বাংলার নয় দিল্লীর নির্বাচন, ৫ বছরে কি কাজ করেছে মোদী সরকার?
নরেন্দ্র মোদীর সরকার ফ্যাসিস্ট সরকার, বেকারির সরকার, স্বৈরাচারী সরকার।

মানুষ দেশের নেতাদের ভালবাসে কিন্তু এখন দেশের লোকেরা নেতাদের ভয় পাচ্ছে।

একজন বুড়ো খোকা যখন দেশ আর মানুষ ভাঙে, তখন তাকে জবাব দিতে হয় গণতন্ত্রের মাধ্যমে – ভোটের থাপ্পড়ের মাধ্যমে।

ওরা এনআরসি করে সব লোককে তাড়িয়ে দেবে। অসমে ৪০ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, এর মধ্যে ২২ লক্ষ হিন্দু বাঙালি, বাকিরা মুসলিম, বিহারী সহ পাহাড়ের কিছু মানুষও রয়েছে।

য়ারা এখন বলছে বাংলায় এনআরসি করবে, বাংলায় আমরা থাকাকালীন ওদের এনআরসির এন ও করতে দেব না।

ওদের এনআরসির একটা রাজনৈতিক বদলা এনবিসি তৈরী করেছি আমরা। এনআরসি হল ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর এনবিসি হল ন্যাশনাল বিদায় সার্টিফিকেট।

নাগরিক বিল করে ৬ বছরের জন্য মানুষকে বিদেশী বানিয়ে দেবে, সব অধিকার কেড়ে নেবে। মোদী বাবু কেন অন্য কোন রাজনৈতিক দলকেও আমরা নাগরিক বিল আনতে দেব না।

আমি সারাজীবন চ্যালেঞ্জ করেই বেঁচে থাকি।

৫ বছর আগে উনি নিজেকে বলেছিলেন চাওয়ালা, এখন হয়েছেন চৌকিদার। এই চৌকিদার দেশ চালাতে পারবে না।

৫ বছর আগে উনি বলছিলেন কালো টাকা ফিরিয়ে আনবেন। সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল। আপনারা পেয়েছেন?

১০ কোটি চাকরি দেবে বলেছিল, দিয়েছে? পুরোটাই মিথ্যে কথা আর ভাঁওতা।

বিজেপি অন্য সব রাজ্যে হারবে তাই এখন বাংলায় ঘুরে ভাষণ দিয়ে বেড়াচ্ছে, এসে হিন্দু মুসলমান করে বেড়াচ্ছে। বাংলায় নাকি আরএসএস বলেছে এখানে অনেক সংখ্যালঘু রয়েছে তাই সব হিন্দুরা নাকি ওদের ভোট দিয়ে দেবে, আমি একথা বিশ্বাস করি না।

আমি হিন্দু ঘরের মেয়ে কিন্তু আমি বিজেপির হিন্দু ধর্ম মানি না, আমি রামকৃষ্ণ মিশনের হিন্দু ধর্ম মানি।

আমি সব ধর্ম পালন করি এটাই আমার সংস্কৃতি। বিজেপি আমাকে মেরে ফেললেও আমার মুখ দিয়ে কখনো ভাগাভাগি হবে না, যতদিন বেঁচে থাকব হিন্দু মুসলমান করতে দেব না, বিজেপিকে দেশ ভাঙতে দেব না, বাংলা ভাঙতে দেব না।

মালদায় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে – ব্রিজ, মাদার ও চাইল্ড হাব, রেডিওথেরাপি ইউনিট, বিমানবন্দর, যুব আবাস, ফুড পার্ক, আইটিআই, পলিটেকনিক কলেজ, কিষান মান্ডি করে দেওয়া হয়েছে।

মালদায় আমরা জিতিনি তাও বিভিন্ন সরকারি প্রকল্প করা হয়েছে ২ টাকা কিলো চাল, কন্যাশ্রী, সবুজ সাথী, সমব্যাথী, সংখ্যালঘু স্কলারশিপ, বৈতরণী, সবুজ সাথী, শিক্ষাশ্রী ইত্যাদি।

বাংলায় কৃষকদের জমির খাজনা ও মিউটেশন ফি মুকুব করে দেওয়া হয়েছে। কোন কৃষক মারা গেলে তার পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। কৃষকদের শস্য বীমার সব টাকা দেয় রাজ্য সরকার।

কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের বছরে ২ বার ২৫০০ টাকা করে মোট ৫০০০ টাকা দেওয়া হয়।

সিপিএমের ৫০ হাজার কোটি টাকার দেনা শোধ করতে হচ্ছে আমাদের।

গতবারের আগেরবার মালদায় যখন বন্যা হয়েছিল তখন এসে আমি ঘুরে দেখেছি, ত্রান দিয়েছি।

আমরা মালদায় আম ব্যবসা বাড়াচ্ছি, আম যাতে ইউরোপে বিক্রী হয় সেজন্য এক্সপোর্ট সেন্টার করা হয়েছে। মালদায় আনারস চাষ, মাশরুম চাষ হচ্ছে, সিল্ক সেন্টার, ইন্ডাস্ট্রি হচ্ছে – মালদা আরও এগিয়ে যাবে।

আমার কাছে সকলে সমান, রেলমন্ত্রী থাকাকালীন মালদার জন্য অনেক কাজ করেছি।

আপনারা যদি চান বাংলা দিল্লীকে নেতৃত্ব দিক, বিজেপিকে বিদায় দিন। আপনারা যদি চান বাংলা আগামীদিনে পথ দেখাক, তাহলে একটা ভোটও সিপিএম বা কংগ্রেস বা বিজেপিকে দেবেন না।

বরকতদা যখন অসুস্থ ছিলেন আমি এসে ওনাকে হাসপাতালে ভর্তি করেছিলাম, তাকে আমরা সম্মান করি, কিন্তু তাঁর নাম করে লোকেরা ভোট চেয়ে বেড়ায়।

এখানকার সাংসদ দিল্লীতে বসে আছে, কোনও কাজ করে না আর আমাদের প্রার্থীর নামে উল্টোপাল্টা কথা বলে।

বিজেপির সব রাগ আমার ওপর। দিল্লীর নেতারা এসে আমায় গালাগালি দিয়ে চলে যায় আমি তাতে পাত্তা দিই না। বাংলার মানুষই সমবেতভাবে দিল্লীর নেতাদের পরাস্ত করবে তাই কোন চক্রান্ত করে লাভ নেই।

শুনছি কোথাও কোথাও সন্ধ্যে ৭ টার পর টাকা বিলোচ্ছে। ওদের এত টাকা অথচ জনগণকে খেতে দেয় না। নির্বাচনের আগে, বসন্তের কোকিলের মত এসে টাকা বিলোচ্ছে।

অনেক জায়গায় আরএসএসের প্রচারকরা টাকা বিলোচ্ছে, নজর রাখুন দেখলেই ছবি তুলে পুলিশকে দিন, পুলিশ কোনও অ্যাকশন না নিলে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন, আমি দেখব কারা কারা টাকা দিয়ে ভোট কিনতে চায়।

মোদী বাবুর আমদানি করা হিন্দু ধর্ম যা বিদ্বেষ ছড়ায়, যা আগুন জ্বালায়, দাঙ্গা বাঁধায় সেই হিন্দু ধর্ম আমাদের নয়, আমাদের হিন্দু ধর্ম মানবিক, সবাইকে নিয়ে চলার ধর্ম।

আমরা লড়াই করার লোক তাই গায়ের জোরে কিছু করতে পারবেন না মোদী বাবু।

রাজ্য আর সেন্ট্রাল ফোর্সের মধ্যে কোন তফাৎনেই। সবাই মিলেমিশে কাজ করুন আমি আপনাদের শ্রদ্ধা করি, আপনাদের কোন সমস্যা হলে প্রসাশনের সাথে কথা বলুন, এই এলাকাগুলো বর্ডার এলাকা, খুব সংবেদনশীল, তাই এখানে বিজেপির কথা শুনে কারো কোনও অসুবিধা করবেন না এটা আপনাদের কাছে আমার আবেদন। আজ ওরা ক্ষমতায় আছে কাল অন্য কেউ ক্ষমতায় আসবে। তখন আপনাদের সেই সরকারের সাথে কাজ করতে হবে। আপনারা ভালো করে কাজ করুন।

আমি জওয়ানদের শ্রদ্ধা করি, তাদেরকেও আমার অনেক শুভেচ্ছা