সাম্প্রতিক খবর

জুন ২৫, ২০১৯

পাঁচ বছর ধরে দেশে সুপার ইমার্জেন্সি চলছে: মমতা বন্দ্যোপাধ্যায়

পাঁচ বছর ধরে দেশে সুপার ইমার্জেন্সি চলছে: মমতা বন্দ্যোপাধ্যায়

১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী দেশ জুড়ে জারি করেছিলেন জরুরি অবস্থা। মঙ্গলবার সেই জরুরি অবস্থার ৪৪তম বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী জমানার প্রথম পাঁচ বছরে দেশে সুপার এমার্জেন্সি চলেছে বলে তোপ দাগেন তৃণমূলনেত্রী।

ওই টুইটে মমতা লেখেন, ‘১৯৭৫ সালে এমার্জেন্সি জারি করা হয়েছিল। আজ তার বর্ষপূর্তি হচ্ছে। গত পাঁচ বছরে দেশে সুপার এমার্জেন্সি জারি আছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের স্বশাসিত প্রতিষ্ঠানগুলিকে বাঁচানোর জন্য আমাদের লড়াই চালাতে হবে’।

এর আগে তিনি প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে গরহাজির ছিলেন। ১৫ জুন নীতি আয়োগের বৈঠকেও অনুপস্থিত থেকেছেন। এবার মোদীর প্রথম পাঁচ বছরের শাসনকালকে ‘সুপার ইমার্জেন্সি’-র সঙ্গে তুলনা করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।