সাম্প্রতিক খবর

অক্টোবর ২০, ২০১৯

তথ্য প্রযুক্তি পেশাদারদের আকর্ষিত করতে কলকাতায় হবে কো লিভিং স্পেস

তথ্য প্রযুক্তি পেশাদারদের আকর্ষিত করতে কলকাতায় হবে কো লিভিং স্পেস

রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি দপ্তর পরিকল্পনা করছে যৌথ উদ্যোগে কোলকাতায় ‘কো লিভিং স্পেস’ তৈরী করার। সেখানে তথ্য প্রযুক্তি পেশাদার ও উদ্যোগপতিদের জন্য থাকার ব্যবস্থা হবে। এতে ভারতের বিভিন্ন প্রান্তের ও প্রতিবেশী দেশের অনেক প্রতিভা আকর্ষিত হবে।

রাজারহাট ও নিউ টাউনে কর্মরত নবীন উদ্যোগপতি, তথ্য প্রযুক্তি পেশাদারদের কথা মাথায় রেখে এই অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের মুল লক্ষ্য কো লিভিং স্পেস ও কো ওয়ার্কিং স্পেসের সংযুক্তিকরণ যার ফলে যৌথ উদ্যোগে একটি আদর্শ পরিবেশ তৈরী হবে এবং এর ফলে ২০১৮ সালের আগস্ট মাস থেকে পথ চলা শুরু করা বাংলার সিলিকন ভ্যালীতে আসবে আরও বিনিয়োগ।

প্রসঙ্গত, রাজ্যের সিলিকন ভ্যালী পরিকল্পনা নিয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তির বিশ্বমানের পরিকাঠামো তৈরী করার। রিলায়েন্স জিও, টিসিএস, ফার্স্ট সোর্স ইতিমধ্যেই সিলিকন ভ্যালীতে জায়গা নিয়েছে এবং প্রচুর সংস্থা এখানে জায়গা পেতে আগ্রহ প্রকাশ করেছে।