সাম্প্রতিক খবর

অগাস্ট ২০, ২০১৯

কৃষকদের সহায়তায় আবহাওয়া সংক্রান্ত পর্যবেক্ষণাগার তৈরি করবে রাজ্য সরকার

কৃষকদের সহায়তায় আবহাওয়া সংক্রান্ত পর্যবেক্ষণাগার তৈরি করবে রাজ্য সরকার

কৃষি দপ্তর রাজ্যের বিভিন্ন কৃষি জমিতে ও গবেষণা কেন্দ্রে ১৮০টি আবহাওয়া সংক্রান্ত পর্যবেক্ষণাগার তৈরি করবে। এর মাধ্যমে তাঁরা কৃষকদের বিভিন্ন বিষয় নিয়ে আগে থেকে অবগত করতে পারে।

আবহাওয়া বিভিন্ন ফসল উৎপাদনে এক অন্যতম কারণ। বৃষ্টির অভাবে এবং আধিক্যে অনেক সময় প্রচুর ফসলের ক্ষতি হয়। এই নতুন উদ্যোগের ফলে কৃষকরা আবহাওয়া সম্বন্ধে পূর্বাভাস পেতে পারবেন।

প্রতিটি আবহাওয়া সংক্রান্ত পর্যবেক্ষণাগারে থাকছে একটি করে বৃষ্টির পরিমাণ মাপার যন্ত্র। বৃষ্টি ছাড়াও রেকর্ড করা হবে তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, বায়ুর গতি বায়ুর দিশা।

আবহাওয়া সংক্রান্ত পর্যবেক্ষণাগার থেকে আবহাওয়ার তথ্য সংগ্রহ করে কৃষি দপ্তরের গবেষণা বিভাগ অন্যান্য দপ্তর, স্থানীয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার কাজেও সহায়তা করবে।

এই আবহাওয়া সংক্রান্ত পর্যবেক্ষণাগারের দেওয়া মতামত কৃষি বীমার ক্ষেত্রেও ব্যবহার করা হবে।