সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১১, ২০১৯

শহরেরর বস্তিগুলিকে মডেল বস্তি করবে কলকাতা পুরসভা

শহরেরর বস্তিগুলিকে মডেল বস্তি করবে কলকাতা পুরসভা

শহরের বস্তিগুলিকে ‘মডেল বস্তি’তে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা। পুরনো কাজ ছাড়াও নতুন করে উন্নয়নের জন্য বস্তি-পিছু ১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকায় জল, আলো, পাকা ড্রেন, এলইডি আলো, পেভার ব্লক দিয়ে সাজিয়ে তোলা হবে।

মেয়র পরিষদের বৈঠকে সম্প্রতি কলকাতা পুর এলাকায় বস্তি সংস্কার নিয়ে আলোচনা হয়। ২০১৫ সালে ৫৮ নম্বর ওয়ার্ডের হাতগাছিয়ার পর ইতিমধ্যে বেশ কয়েকটি বস্তিকে মডেল বস্তি হিসেবে তৈরীতে উদ্যোগী হয়েছে পুরসভা। বস্তিগুলি পরিদর্শন করে প্রাথমিক পর্যায়ের কাজ শুরুও হয়েছে। বস্তি উন্নয়নে মুখামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার মহানাগরিকের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়র পারিষদ (বস্তি উন্নয়ন)।

তিনি বলেন, “বেছে বেছে নয়, শহরের সব বস্তিকেই মডেল বস্তি হিসেবে গড়ে তোলা হবে।ইতিমধ্যে বেশ কয়েকটি বস্তির কাজ শুরু হয়ে গেছে।

পুরসভা সূত্রে জানা গেছে, এঝার মূলত উত্তর কলকাতার মানিকতলা, বেলগাছিয়া এলাকার ২০টি বস্তির
সংস্কার করা হবে। শৌচালয়, নিকাশি, রাস্তা, পানীয় জলের সুবন্দোবস্ত করা হবে। বস্তির ভেতরের রাস্তা রঙিন পেভার ব্লক দিয়ে সাজিয়ে তোলা হবে। বাগান করা হবে।যে বস্তিতে যেরকম জায়গা মিলবে, সেখানে সেরকমভাবে সাজিয়ে তোলা হবে।