Latest News

March 21, 2016

Slander against Didi is an insult to the common people: Abhishek Banerjee at West Midnapore

Slander against Didi is an insult to the common people: Abhishek Banerjee at West Midnapore

20 March turned out to be an important day of Trinamool’s campaign as Mamata Banerjee held a padyatra in Howrah while Trinamool Youth Congress President Abhishek Banerjee addressed two mass rallies at West Midnapore district.

The first rally was held at Parihati in Jamboni while the venue for the second rally was Nayagram.

The firebrand leader said that Mamata Banerjee was the only leader whose lifestyle did not change even after becoming the Chief Minister. She still follows her simple lifestyle despite being the leader of 10 crore people residing in Bengal, he said.

He lashed out at the Opposition and accused them of trying to tarnish the image of Mamata Banerjee. He said that this was actually an insult to the common people.

Abhishek said that the opportunistic alliance of the Opposition must be defeated. He called upon the audience, who had turned up in large numbers, to extend their support to Didi in the upcoming elections.

 

দিদির বিরুদ্ধে অপপ্রচার সাধারণ মানুষের অপমান:অভিষেক বন্দ্যোপাধ্যায়

২০শে মার্চ ছিল তৃণমূল কংগ্রেসের প্রচারের একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ায় একটি পদযাত্রা করেন এবং একইদিনে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলে প্রচারসভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে দু’টি সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম সভাটি করেন বিনপুর বিধানসভার অন্তর্গত জামবনি ব্লকের পাড়িহাটিতে। দ্বিতীয় সভাটি করেছেন নয়াগ্রামে।

এদিন তিনি বলেন, “দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নেত্রী যিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরও তাঁর জীবনযাত্রার কোনরকম পরিবর্তন ঘটেনি। বাংলার দশ কোটি মানুষের নেত্রী হওয়া সত্ত্বেও এখনও তিনি তাঁর সহজ-সরল জীবনযাত্রা অনুসরণ করে চলেছেন”।

তিনি বিরোধীদের কঠিন সমালোচনা করে বলেন তাদের লক্ষ্য কুৎসা ও অপপ্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি ক্ষুন্ন করা। তিনি বলেন এগুলো আসলে সাধারণ মানুষকে অপমান করা।

এদিন অভিষেক বলেন, “বিরোধীদের সুবিধাবাদী জোট অবশ্যই পরাজিত হবে”। এই সরকারের সাফল্যের সব থেকে বড় নজির ‘জঙ্গলমহলের হাসি’। তিনি সকলকে আহবান জানান, আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করার জন্য।