সাম্প্রতিক খবর

মে ১২, ২০১৮

পরিবর্তনের ৭ বছর – বিশ্ব সেরা বাংলা 

পরিবর্তনের ৭ বছর – বিশ্ব সেরা বাংলা 

১৩ই মে বাংলার মানুষের কাছে এক ঐতিহাসিক দিন। ২০১১ সালে এই দিনেই বাংলার জনগণের রায়ে ৩৪ বছরের বাম অপশাসনের অবসান ঘটে। ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। ২০১৬ সালে আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিপক্ষদের কুৎসা, অপপ্রচার ও সন্ত্রাসকে জনগণের সাহায্যে পরাস্ত করে।

রাজ্য রাজ্যবাসীর উন্নয়নের প্রতি কতটা দায়বদ্ধতা থাকলে সাত বছর ধরে এই বিপুল দেনার বোঝা বহন করেও এই সার্বিক উন্নয়ন সম্ভব, সেটা প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বামেদের করা ঋণ শোধের জন্য প্রত্যেক বছর এক বিপুল পরিমান অর্থ রাজ্যের কোষাগার থেকে কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র সুদ বাবদ। তার ওপর আবার রাজনৈতিক প্রতিহিংসার ফলে রাজ্যের বরাদ্দ অর্থ ঠিকমত পাঠায় না কেন্দ্র। তবুও একনিষ্ঠ ভাবে মা, মাটি, মানুষের সরকার কাজ করে চলেছে রাজ্যের প্রতি ক্ষেত্রে উন্নয়নের জন্য।

বাংলায় গণতন্ত্র স্থাপন হয়েছে। শান্তি ফিরেছে জঙ্গলমহলে। পাহাড়েও উন্নয়নের হাওয়া। একশো দিনের কাজ থেকে শুরু করে কন্যাশ্রী, ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে শুরু করে নির্মল বাংলা অভিযান, ই-গভর্ন্যান্স থেকে কৃষি – সবেতেই সেরা বাংলা।

বাংলা এখন সারা বিশ্বের কাছে একটি মডেল। মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখেছেন বিশ্ব বাংলা গড়ার। ‘বদলা নয় বদল চাই’ এর স্লোগান দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল সেই ২০১১ সালে এখন তা বাংলাকে বিশ্ব সেরা করার অঙ্গীকারে পরিবর্তিত হয়েছে।