Latest News

April 11, 2017

Samabyay Mela to begin today

Samabyay Mela to begin today

The Bengal Cooperation Department, under the inspiring leadership of Chief Minister Mamata Banerjee, is organising the Samabyay Mela 2017 at Netaji Indoor Stadium in Kolkata. It starts today and would continue till April 13.

The fair would remain open from 12 pm to 8 pm on all three days.

The main motive behind the organising of the fair is enabling the achievement of economic self-reliance and thus removing the scourge of unemployment through cooperative societies.

The primary attractions at the fair would be the products for sale made by the cooperative societies and self-help groups of the State, discussions and a question-and-answer session on the cooperative movement, and daily cultural programmes by well-known artistes of Bengal.

The products to be sold include foods and beverages like goyna bori, jam, jelly, pickles, chocolate, aromatic rice, Darjeeling tea, special types of honey, traditional handloom items like tant and silk sarees, handicrafts like sitalpati, madur, dokra, terracotta and masks used in chhau dance, different types of traditional ornaments, patachitra and various items of interior decoration.

 

আজ শুরু সমবায় মেলা ২০১৭

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সমবায় দপ্তর আয়োজন করেছে ৩দিন ব্যাপী সমবায় মেলার। মেলাটি চলবে ১৩ই এপ্রিল পর্যন্ত, নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। প্রতিদিন মেলা খোলা থাকবে বেলা ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।

এই মেলার মুখ্য উদ্দেশ্য হল, সমবায় সমিতির মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও আর্থিক স্বনির্ভরতা অর্জন। মেলার মুখ্য আকর্ষণ হবে সমবায় সমিতি ও স্বনির্ভর গোষ্ঠীর তৈরি দ্রব্যাদির বিক্রয়। এছাড়া সমবায় সমিতিগুলির কাজের ওপর আলোচনা ও প্রশ্নোত্তরের আয়োজন থাকছে। স্বনামধন্য শিল্পীরা উপস্থিত থাকবেন প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করতে।

এখানে যেসকল দ্রব্য পাওয়া যাবে তার মধ্যে থাকবে গয়না, বড়ি, জেলি, জ্যাম, আচার, চকোলেট, দার্জিলিং চা, সুগন্ধি চাল, বিশেষ ধরনের মধু। এর সঙ্গে থাকবে বিভিন্ন ধরনের তাঁত ও সিল্কের শাড়ী, থাকবে শীতলপাটি, মাদুর, ডোকরা, টেরাকোটা, ছৌ-মুখোশ। বিভিন্ন ধরনের অলঙ্কার, পটচিত্রসহ ঘর সাজানোর সামগ্রীও পাওয়া যাবে এই মেলায়।