সাম্প্রতিক খবর

জুন ১১, ২০১৯

উন্নয়ন হওয়া সত্ত্বেও কিছু মানুষ বাংলার বদনাম করছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

উন্নয়ন হওয়া সত্ত্বেও কিছু মানুষ বাংলার বদনাম করছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাইপাসের ধারে নবনির্মিত আইটিসি রয়্যাল বেঙ্গলের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত আট বছরে বাংলায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে, এর ফলে দেশীয় পর্যটকের সংখ্যা বেড়েছে ২২৮ শতাংশ এবং বিদেশী পর্যটকের সংখ্যা বেড়েছে ৩৪ শতাংশ।

তিনি অভিযোগ করেন রাজ্যের কিছু অংশের মানুষ ‘বাংলায় শান্তি নেই’ এই অপবাদ দিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে। তিনি এই রাজনৈতিক অপপ্রচারকে ধিক্কার জানান। তিনি বলেন, বাংলায় যদি কোনও বিনিয়োগ এবং উন্নয়ন না হয়ে থাকে, সমস্ত হোটেলগুলি ভর্তি হয় কি করে?

উপস্থিত সকলকে তিনি অনুরোধ করেন, তারা যখন ভিনরাজ্যে যাবেন, তারা যেন বাংলার উন্নয়নের বার্তা সেখানেও ছড়িয়ে দেয়।

মুখ্যমন্ত্রী বলেন এই হোটেলের নামটি খুব সুন্দর। তিনি আশা করেন এই হোটেল একদিন শহরের এক উল্লেখযোগ্য ল্যান্ডমার্কে পরিণত হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “এই হোটেলটি দেশীয় এবং বিদেশী পর্যটকদের জন্য একটি কমপ্লিট প্যাকেজ। এই হোটেল শহরের গর্ব হতে চলেছে। বিশ্বের সেরা হোটেলের একটি হতে চলেছে আইটিসি রয়্যাল বেঙ্গল।”

তিনি আরও বলেন, “আজকের দিনে ওয়াই সি দেবেশ্বরবাবুকে খুব মনে পড়ছে। আমি তাঁকে শুধু আমার নয়, সারা বাংলার একজন অভিভাবক হিসেবে দেখতাম। তিনি আজ আমাদের মধ্যে না থাকলেও তাঁর আশীর্বাদ আমাদের সঙ্গেই আছে।”

আইটিসি’র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পুরী এই অনুষ্ঠানে বলেন, “আইটিসি বাংলায় আরও ১,৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এর ফলে মোট বিনিয়োগের পরিমাণ হবে ৫,৭০০ কোটি টাকা – যা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় সব থেকে বেশী। এই সবই করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর নেতৃত্বের ওপর ভরসা থেকে।”