July 17, 2016
Price rise, federalism,other issues raised by Trinamool at all-party meet

After a landslide victory at the Bengal Assembly polls, led by Mamata Banerjee, Trinamool Congress today raised key issues including price rise, federalism at the all-party held before the Monsoon Session of Parliament that begins tomorrow.
Sudip Bandopadhyay, Leader of the party in Lok Sabha and Sukhendu Sekhar Roy, Chief Whip in Rajya Sabha, represented the party at the meeting held in Delhi today.
The issues raised in the meeting were:
1) Price Rise affecting millions
2) Unemployment
3) Problems of debt-burdened States
4) FDI implementation bypassing Parliament
5) Electoral reforms needed
6) Federal structure must be respected always
7) Kashmir/ Dacca / France issues
8) Internal security
The party is committed to the smooth functioning of Parliament where all the above issues may be discussed.
সর্বদলীয় বৈঠকে মূল্যবৃদ্ধি সহ একাধিক সমস্যা উত্থাপন করল তৃণমূল কংগ্রেস
বাংলার বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরঙ্কুশ জয়ের পর আজ বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে সর্বদলীয় বৈঠকে মূল্যবৃদ্ধি, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সহ অন্যান্য সমস্যার মূল বিষয় উত্থাপিত করে তৃণমূল কংগ্রেস।
আজ দিল্লিতে সর্বদলীয় দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভার সর্বদলীয় নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়।
বৈঠকে যেসকল বিষয় উত্থাপিত হয়েছে তা হলঃ
১) মূল্যবৃদ্ধি
২) বেকারত্ব
৩) ঋণ-সংক্রান্ত যুক্তরাষ্ট্রীয় সমস্যাবলী
৪) এফডিআই বাস্তবায়ন ও সংসদে পাস করানো
৫) প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার
৬) যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে সবসময় অবশ্যই সম্মান জানাতে হবে
৭) কাশ্মীর / ঢাকা / ফ্রান্স সমস্যা
8) অভ্যন্তরীণ নিরাপত্তা
যদি এই সকল বিষয় নিয়ে সংসদে আলোচনা হলে সংসদ সুষ্ঠুভাবে চলবে বলে জানিয়েছে দল।