September 12, 2016
Preparation for Singur Diwas programme on in full swing

The preparations for celebrating the Singur Diwas on September 14 are going on in full swing.
The state government has been working on the land survey work on a war footing following the order of the Chief Minister, who before undertaking her Europe tour had instructed the senior ministers to visit the place to inspect the progress in work.
During her absence, senior ministers had visited the spot and inspected the progress of land survey. They also reviewed the arrangements for the victory day celebration on September 14 when the Chief Minister is scheduled to take part in rally in Singur.
It may be mentioned here that Chief Minister Mamata Banerjee will hold a high level meeting with the senior ministers and the officials of the government at Nabanna to take a stock of the progress in the work.
সিঙ্গুর দিবস পালনের প্রস্তুতি চলছে জোরকদমে
আগামী ১৪ তারিখ সিঙ্গুর দিবস পালনের প্রস্তুতি চলছে জোরকদমে।
মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রায় যুদ্ধকালীন তত্পরতায় জমি পর্যবেক্ষণের কাজ চলছে, উনি ইউরোপ যাওয়ার পূর্বেই মন্ত্রিদের নির্দেশ দিয়েছিলেন সিঙ্গুর গিয়ে কাজের গতি সরেজমিনে পরিদর্শন করতে।
গত এক সপ্তাহে বিভিন্ন মন্ত্রীরা সিঙ্গুর দিবস পালনের প্রস্তুতিও তদারকি করে এসেছেন।
আজ মাননীয়া মুখ্যমন্ত্রী নবান্নে মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের একটি বৈঠক করবেন। সেই বৈঠকে সিঙ্গুরে জমি জরিপের কাজের অগ্রগতির খতিয়ান দেবেন আধিকারিকরা।