Latest News

October 15, 2017

Now, take selfies with a tiger in Digha

Now, take selfies with a tiger in Digha

Taking selfies is the craze now, and few experiences can better that of taking a selfie with a royal Bengal tiger. Well, not a live one, but so what? The Sundarbans Walkthrough Diorama at the Marine Aquarium and Regional Centre (MARC) in Digha in Purba Medinipur district gives you that opportunity now.

A diorama is a model representing a scene with three-dimensional figures, either in miniature or as a large-scale museum exhibit.

The diorama at MARC is a large-scale exhibit imitating the floral and faunal architecture of the Sundarbans. The soil is just like the soft soil of the Sundarbans. Besides life-size models of tigers, crocodiles and other animals, the life of fishermen of the region has also been depicted.

Entering the diorama would give one the impression that one has come to the Sundarbans. This is as real an experience as a model could give.

Since the Trinamool Congress came to power in 2011, Chief Minister Mamata Banerjee has taken a lot of initiatives to make Digha into a world-class resort. Over the last six years, various parks, roads, walkways, etc. have been built. Tourists now have access to a lot of amenities. Biswa Bangla Park has become a tourist hot spot. A coast-hugging highway, named ‘Saikat Sarani’ by Mamata Banerjee, stretches from Digha right through to Udaypur, which has become very popular with tourists. A lot of trees have been planted. A helicopter service has been introduced too, connecting Digha to Kolkata.
Source: Khabar 365 Din

Image source: zsi.gov.in

দিঘার নয়া আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে সেলফি

নিজের মোবাইলে সেলফি তোলার মজাই আলাদা। তার ওপর সেই সেলফি যদি রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে হয়, তাহলে তো কথাই নেই। জীবনের ঝুঁকি ছাড়াই দিঘায় সমুদ্রস্নানে এসে সেই সুযোগ নিতে পারবেন পর্যটকেরা। শুধু রয়্যাল বেঙ্গল টাইগার নয়, সুন্দরবনের কুমির কিংবা তিমি মাছের সঙ্গে সেলফি তুলেও হোয়াটস অ্যাপ বা ফেসবুকের ডিপি দিতে পারবেন পর্যটকেরা। তার জন্য দিঘার মেরিন অ্যাকুয়ারিয়ামে একবার আসতেই হবে।

২০১১ সালে রাজ্যে ক্ষমতা বদলের পর রাজ্য সরকার দিঘা, মন্দারমনি সহ পূর্ব মেদিনীপুর জেলার সবকটা সমুদ্র সৈকত নগরীর পরিকাঠামো উন্নয়নের সঙ্গে সঙ্গে পর্যটকদের আকর্ষণ বাড়াতে একের পর এক রূপদান করে চলেছে। যোগাযোগ পরিষেবার মান বাড়াতে সড়ক ও রেলপথের পাশাপাশি আকাশ পথে হেলিকপ্টারে রাজ্যের রাজধানী কলকাতার সঙ্গে দিঘাকে যুক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার নয়া আকর্ষণ- সুন্দরবন ওয়াকথ্রু ডায়রামা প্রকল্পে মিউজিয়ামের একটা অংশকে সুন্দরবনের পরিবেশের মতো সাজিয়ে তোলা হয়েছে। এই এলাকার মাটি একেবারে সুন্দরবনের এলাকার মাটির মতো তৈরি করা হয়েছে। তার মধ্যে মডেলের মাধ্যমে মৎস্যজীবীদের জীবনযাত্রা, রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির প্রভৃতি সুন্দরবনের জীবজন্তু তুলে আনা হয়েছে।

এই এলাকায় ঢুকে পড়লে যে কোনও মানুষের মনে হবে তাঁরা সুন্দরবনের কোনও এলাকায় ঢুকে পড়েছেন। ফলে সমুদ্রের আনন্দ নিতে এসে পর্যটকেরা কৃত্রিম ভাবে হলেও সুন্দরবন ঘুরে দেখার স্বাদ নিতে পারবেন।