অক্টোবর ২৩, ২০১৯
বাংলায় এনআরসি করা হবে না, আবারও সরব দিদি

এনআরসি নিয়ে আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মমতা ফের আশ্বাসের সুরে বললেন, ‘‘এখানে (বাংলায়) এনআরসি করা হবে না। আমি বলছি মানে, রাজ্য সরকারের হয়ে বলছি। আসামে করেছে, কারণ ওখানে বিজেপি সরকার। এখানে আমাদের সরকার। এনআরসি করা হবে না। রাজ্যে কোনও ডিটেনশন ক্যাম্প তৈরি করা হবে না’’।
এনআরসির আতঙ্ক গ্রাস করেছে উত্তরবঙ্গকে। ইতিমধ্যেই এনআরসির জেরে দেশছাড়া হওয়ার আতঙ্কে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস ‘‘বাংলায় এনআরসি হতে দেব না’’।
সোমবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত বিজয়ার অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। সেখানেই নিজেকে রাজ্যের ‘পাহারদার’ বলে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখানে এনআরসি হতে দেব না। আমি আপনাদের পাহারাদার। একটা মানুষকেও বাংলা থেকে যেতে দেব না।’
এনআরসির বিরোধিতা করতে গিয়ে এদিন রামমোহন রায়, বিদ্যাসাগর, সুভাষচন্দ্র বসুর নাম নেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘যারা দেশে নবজাগরণের ঘটিয়েছেন, যাদের আন্দোলননে দেশ স্বাধীন হয়েছে তাঁরাই আমাদের এদেশে থাকার অধিকার আর্জন করেছেন। তাই কোনও দেশবাসীকে কেন্দ্রীয় সরকার তাড়াতে পারবে না।’
উল্লেখ্য, ইতিমধ্যেই এনআরসির বিরোধীতায় পথে নেমে আন্দোলন করেছে তৃণমূল।