October 18, 2016
New Bengal Tourism ads to be unveiled at Bengal Global Business Summit 2017

A new series of advertisements to promote tourism in Bengal will be unveiled at the 2017 edition of Bengal Global Business Summit, to be held in January. The advertisement campaign is being overseen by Chief Minister Mamata Banerjee herself.
The advertisements would be created around the theme of ‘Experience Bengal’, which is the new tagline of Bengal Tourism. The State’s brand ambassador, actor Shah Rukh Khan has been roped in for this campaign.
The Tourism Department has brought out pamphlets focusing on 20 tourist spots, with details of accommodation, booking and other required information. It has been planned to promote each of these tourist spots with the brand ambassador as part of the campaign.
The Tourism Department has been going all out to promote the tourism centres of the State through its website and mobile app, even the off-beat ones. It is also taking advantage of social networking to increase its reach.
২০১৭ বিশ্ববঙ্গ সম্মেলনে প্রকাশিত হবে পর্যটনের নতুন বিজ্ঞাপন
বাংলার পর্যটনের নতুন ট্যাগ লাইন ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’। ‘বিউটিফুল বেঙ্গল’-কে ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’ ট্যাগ লাইনে দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরবেন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান৷ আরও ব্যাপকভাবে বাংলার পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরতেই বলিউডের বাদশাকে দিয়ে বিজ্ঞাপন করাচ্ছে রাজ্য সরকার৷
আগামী বছরের জানুয়ারি মাস থেকেই এই বিজ্ঞাপন প্রচারিত হবে৷ পর্যটন নিয়ে রাজ্যের এই বিজ্ঞাপনের বিষয়টি একেবারে নিজে তদারকি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিশ্ববাংলা গ্লোবাল সামিটে এই বিজ্ঞাপন প্রকাশ করা হবে৷
ইতিমধ্যে বাংলার পর্যটন বিকাশে ওয়েবসাইটের মাধ্যমে প্রচারকেও তুঙ্গে তুলেছে রাজ্য৷ বেঙ্গল টুরিজম নামে একটি অ্যাপও চালু করেছে৷ সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন মাধ্যমে বাংলার অফবিট পর্যটন কেন্দ্রগুলিকেও সামনে আনা হচ্ছে৷
রাজ্যের ২০টি টুরিস্ট স্পটকে পৃথক-পৃথকভাবে প্রচার পুস্তিকার মাধ্যমে হাতের নাগালে পৌঁছে দিচ্ছে পর্যটন বিভাগ৷ ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে দিয়ে প্রতিটি স্পটকে তুলে ধরা হবে৷ পর্যটন রূপসী বাংলাকে বিদেশের কাছে আরও ভালভাবে তুলে ধরতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ।