March 8, 2016
Mamata Banerjee’s rally marks International Women’s Day today

Trinamool Congress Chairperson Mamata Banerjee led a procession today to mark International Women’s Day.
It began from Shyambazar and concluded at Dorina Crossing in Esplanade. The procession also marked the official start of Mamata Banerjee’s campaign for the 2016 Assembly election. The elections are scheduled to begin from April 4 and end on May 5.
Over the last five years, the Trinamool Congress has brought about a lot of change in the condition of women in West Bengal. Schemes like Kanyashree have set pioneering trends in India, and have brought glory to the State in international forums too.
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের মিছিল
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মিছিলে হাঁটলেন। মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরাও সেখানে উপস্থিত ছিলেন।
মিছিলটি শুরু হয় শ্যামবাজার থেকে এবং শেষ হয় ধর্মতলার ডোরিনা ক্রসিং-এ। এই মিছিলের মাধ্যমেই তৃণমূল নেত্রী নির্বাচনী প্রচার শুরু করলেন। নির্বাচন শুরু হবে ৪ঠা এপ্রিল এবং শেষ হবে ৫ই মে।
গত পাঁচ বছরে তৃণমূল কংগ্রেস নারীদের অবস্থার অনেক পরিবর্তন করেছে। কন্যাশ্রী প্রকল্প শুধু রাজ্যে নয় সারা দেশেও এক মডেল হিসেবে পরিচিত। আন্তর্জাতিক ক্ষেত্রে এই প্রকল্প রাজ্যকে এক আলাদা গরীমা প্রদান করেছে।
Image: indiatribune.com