August 18, 2016
Mamata Banerjee walks for road safety awareness

West Bengal Chief Minister Mamata Banerjee today walked for a special cause – spreading road safety awareness.
With eminent personalities, celebrities and school children in tow, Ms Banerjee, who is also the Trinamool Congress Chairperson, walked to promote ‘Safe Drive Save Life,’ a road safety initiative launched by her Government.
The procession began at Ramlila Maidan in Moulali, then would its way through BB Ganguly Street and Chittaranjan Avenue to end at the statue of Mahatma Gandhi at the junction of Mayo Road and Dufferin Road in Esplanade.
The State Government in July launched the ‘Safe Drive Save Life’ initiative aimed at inculcating a sense of safe driving and responsible road behaviour.
Besides cracking down on rash drivers, the Government has introduced the ‘no helmet no petrol’ rule, forbidding petrol pump owners from selling fuel to bikers who are without any safety headgear.
পথ নিরাপত্তা নিয়ে আজ রাজপথে মুখ্যমন্ত্রী
‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি নিয়ে আজ দুপুরে কলকাতার রাজপথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঐতিহাসিক রাখিবন্ধনের দিনটিকে এই সামাজিক সচেতনতা কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়েছে।
আজ দুপুরে মৌলালির রামলীলা ময়দান থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলায় গান্ধি মূর্তির পাদদেশে সম্পন্ন হয় পদযাত্রা৷ সঙ্গে ছিল বর্ণাঢ্য মিছিল৷ স্লোগান ছিল ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’৷
গোটা কর্মসূচি পরিচালনা করে কলকাতা পুলিশ৷ মুখ্যমন্ত্রী ছাড়াও এই কর্মসূচিতে অংশ নেন রাজ্য মন্ত্রিসভার সদস্য, সাংসদ, বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকরা৷
রাজ্যে সড়ক দুর্ঘটনা ঠেকাতে জোরকদমে নানা কর্মসূচি নিচ্ছে রাজ্য সরকার৷ স্বয়ং মুখ্যমন্ত্রী এ ব্যাপারে উদ্যোগ নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছেন৷ গত জুলাই মাসে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি চালু করেছে রাজ্য সরকার। হেলমেট ছাড়া বাইক চলাচল রাজ্যে নিষিদ্ধ হয়েছে৷
মুখ্যমন্ত্রীর পরবর্তী স্লোগান, ‘সাবধানে চালাও৷ জীবন বাঁচাও’৷ জেলাগুলিতেও এই সচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে৷