September 22, 2016
KMC to introduce round the clock water supply from 2020

Come 2020, the Kolkata Municipal Corporation will introduce a 24X 7 water supply for the citizens.
This was announced on Wednesday after a marathon meeting between the Asian Development Bank officials and a KMC delegation led by city mayor Sovan Chatterjee.
The ADB officials from Manila are currently touring the city with a view to study city’s water supply infrastructure. KMC would take all measures to ensure that the water distribution network is strengthened to meet the 2020 deadline.
The KMC also has plans to map the city’s water distribution network. The digitized mapping will be stored in a centralized server to help it locate vulnerable points and plug the loopholes.
২০২০ থেকে ২৪ ঘন্টা জল সরবরাহ করবে কলকাতা পুরসভা
কলকাতার নাগরিকদের জন্য সুসংবাদ – আগামী ২০২০ সাল থেকে ২৪ ঘন্টা জল সরবরাহ করবে কলকাতা পুরসভা।
গত বুধবার মাননীয় মেয়র শোভন চ্যাটার্জীর উপস্থিতিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক প্রতিনিধিদল বৈঠক করেন পুরসভার কর্তাদের সাথে। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আপাতত ওই ব্যাংকের আধিকারিকরা কলকাতার বিভিন্ন অঞ্চল ঘুরে জল সরবরাহের পরিকাঠামো খতিয়ে দেখছেন। ২০২০ সালের মধ্যে যাবতীয় পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ হয়ে যাবে, জানিয়েছে পুরসভা।
কলকাতা পুরসভা এর পর কলকাতা শহরের জল সরবরাহের একটি মানচিত্র তৈরী করবে বলে জানিয়েছে। এই ডিজিটাল মানচিত্রটি তৈরী হলে তা একটি সেন্ট্রাল সার্ভারে রাখা হবে যাতে যে কোনও সময় যে কোনও ত্রুটি খুব অল্প সময়ে সরিয়ে ফেলা যায়।