সাম্প্রতিক খবর

জুন ৭, ২০১৯

আগামী ২১ জুন ঘাটাল থেকে শুরু হবে তৃণমূলের জনসংযোগ যাত্রাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী ২১ জুন ঘাটাল থেকে শুরু হবে তৃণমূলের জনসংযোগ যাত্রাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ তৃণমূল ভবনে হুগলী জেলার সব জনপ্রতিনিধি ও মন্ত্রীদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ১৪ই জুন তিনি বীজপুরে এবং আগামী ২১ জুন নদিয়া জেলায় সাংগঠনিক বৈঠক করবেন।

তিনি ঘোষণা করেন, আগামী ২১ শে জুন থেকে রাজ্যজুড়ে জনসংযোগ যাত্রা করবে তৃণমূল। চলবে ১৮ই জুলাই পর্যন্ত। প্রথম যাত্রাটি চন্দ্রকোনা-ঘাটাল থেকে শুরু হবে। আরামবাগ হয়ে সব বিধানসভা ও সব ব্লকে এই জনসংযোগ যাত্রা হবে।

জনসংযোগ যাত্রার বিভিন্ন রুটঃ

দক্ষিণবঙ্গ (বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি থেকে শুরু হচ্ছে)
সুন্দরবন অঞ্চল
উত্তরবঙ্গ
জঙ্গলমহল

মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে কোচবিহার জেলার নতুন সভাপতি হলেন বিনয় কৃষ্ণ বর্মন। তিনি বলেন, পর্যবেক্ষকরা ইতিমধ্যেই সব জায়গায় যাওয়া শুরু করেছেন। দল দলের মতন আর সরকার সরকারের মতন চলবে।