Latest News

February 4, 2017

Districts, blocks and gram panchayats awarded for development in rural Bengal

Districts, blocks and gram panchayats awarded for development in rural Bengal

The two-day state Panchayat conference is being held at Netaji Indoor stadium where three districts, 10 blocks and one Gram Panchayat were awarded for successfully carrying out the projects and also showcase the various schemes that have achieved success and received national appreciation. This is for the first time since the formation of Trinamool Congress government in 2011.

In the past five years, 50 lakh Individual Household Latrines (IHHLs) have been constructed in the state, which is highest in the country. The numbers of IHHLs constructed during 2013-14, 2015-16 and 2016-17 (up to January 27) are 6.08 lakh, 8.47 lakh, 14.32 lakh and 18.83 lakh respectively.

Nadia was country’s first district to have been declared as Open Defecation Free district (ODF). Three more districts, Hooghly, East Midnapore and North 24 Parganas have been declared ODF and three more namely Burdwan, South 24 Parganas and Cooch Behar will be declared ODF by March taking the total number of ODF districts to 7 by March 31. Steps have been taken to declare all the districts as ODF by March 2019. Mission Nirmal Bangla is one of the state government’s flagship projects.

Generation of nearly 1 billion person days in MGNREGA lead to state’s performance in terms of employment generation to be close to the approved labour budgets; in terms of expenditure, it was more than 186  billion in INR with an average of Rs 4000 crore per year.

In IAY the Panchayat and Rural Development department has made major achievement. Out of 4.24 lakh houses sanctioned in 2015-16, 3.25 lakh houses have been built. In PMGSY, 11426.11 km rural roads have been built till December 2016 from 2011-12 at an estimated cost of Rs 6042.45 crore.

The department has taken up capacity building and training of elected representatives and functionaries of panchayats. Constant monitoring of the projects led to the success of the gram panchayats which led to major development in rural Bengal.

 

গ্রাম বাংলার উন্নয়নের জন্য পুরস্কার পেল জেলা, ব্লক ও গ্রাম পঞ্চায়েত

 

২০১১ সালে তৃণমূল সরকার গঠন করার পর এই প্রথমবার বিভিন্ন প্রকল্পে সাফল্যের সঙ্গে কাজ করার জন্য তিন’টি জেলা, ১০টি ব্লক এবং একটি গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করা হল। গতকাল নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুরু হয় দু’দিন ব্যাপী পঞ্চায়েত সম্মেল। এই অনুষ্ঠানেই পুরস্কার প্রদান করা হয়। এই সকল প্রকল্পগুলি জাতীয় স্তরেও প্রশংসিত।

গত পাঁচ বছরে এই রাজ্যে ৫০ লাখ পরিবারের জন্য তৈরি হয়েছে শৌচালয়, যা দেশের সব রাজ্যের থেকে বেশি।

নদিয়া জেলা দেশের প্রথম নির্মল জেলা হিসেবে ঘোষিত হয়। হুগলী, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগণাও নির্মল জেলা হিসেবে ঘোষিত। আগামী মার্চ মাসের মধ্যে বর্ধমান, কোচবিহার ও দক্ষিণ ২৪ পরগণা নির্মল জেলা হিসেবে ঘোষিত হতে চলেছে। রাজ্য সরকারের তরফ থেকে নির্মল বাংলা প্রকল্পকে গুরুত্ব দিয়ে রাজ্যের সবকটি জেলাকেই নির্মল জেলায় রুপান্তরিত করার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইন্দিরা আবাসন যোজনা’য় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর খুব ভাল কাজ করছে। ২০১৫-১৬ সালে অনুমতি পাওয়া ৪.২৪ লক্ষ বাড়ির মধ্যে ইতিমধ্যেই ৩.২৫ লক্ষ বাড়ি নির্মিত। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’য় ২০১১-১২ সাল থেকে ২০১৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ১১৪২৬ কিঃ মিঃ রাস্তা নির্মিত।

প্রতিটি প্রকল্পের নিয়মিত পর্যবেক্ষণ গ্রাম পঞ্চায়েতগুলির সাফল্যের কারন ও এই সাফল্যই গ্রাম বাংলার উন্নয়নে নতুন মাত্রা এনে দিয়েছে।