Latest News

March 29, 2016

Convert the surge of development in Bengal into victory for the Trinamool: Abhishek Banerjee

Convert the surge of development in Bengal into victory for the Trinamool: Abhishek Banerjee

Yesterday Trinamool Youth Congress President and MP, Abhishek Banerjee addressed three workers’ rallies along his campaign trail in the districts of Bankura and Bardhaman for the forthcoming Assembling elections.

He addressed rallies in Ranibandh and Simlapal in Bankura district and in Durgapur in Bardhaman district.

He said that the Trinamool Congress has primary two assets – its leader Mamata Banerjee and the party workers. It was because the people wished to see change after 34 years of Left Front rule that they had voted Trinamool to power. The tide of support witnessed in 2011 was well-rewarded with developmental projects all over the State. Now there is peace and prosperity everywhere.

He requested the people to vote for the Trinamool Congress once again, to bring it back to power. In its 34 years in power, the CPI(M) could not bring about even 10% of the development that the Trinamool has brought about in less than five years.

 

রাজ্যের উন্নয়নকে তুফানে পরিনত করুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়

গতকাল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া ও বর্ধমান জেলায় তিনটি জায়গায় নির্বাচনী প্রচার করেন।

গতকাল তিনি বাঁকুড়ার রানিবাঁধ ও সিমলাপালে এবং বর্ধমানের দুর্গাপুরে জনসভা করেন।

এদিন তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেসের দুটি সম্পদ। এক মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুই দলের কর্মীরা। ২০১১ সালে মানুষ ৩৪ বছরের বাম আমলের শাসনের পরিবর্তন চেয়েছিল তাই তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল। মানুষের দেওয়া সেই সুযোগের সদ্ব্যবহার করে রাজ্যের প্রতিটি কোনায় উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে সারা রাজ্যে শান্তির বাতাবরন ও উন্নয়নের জোয়ার বইছে’।

তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আবার তাদের ক্ষমতায় আনার জন্য তিনি অনুরোধ করেন মানুষের কাছে। গত পাঁচ বছরে তৃণমূল কংগ্রেস যে কাজ করেছে সিপিএম ৩৪ বছর ক্ষমতায় থেকে তার ১০ শতাংশ কাজও করতে পারেনি।