সাম্প্রতিক খবর

অক্টোবর ১৪, ২০১৯

সি-ফর্টি সম্মেলনে সবুজশ্রী প্রশংসিত

সি-ফর্টি সম্মেলনে সবুজশ্রী প্রশংসিত

রাজ্য সরকার সবুজশ্রী প্রকল্পের জন্য এক নতুন সাফল্যের নজির গড়ল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের এই অভিনব প্রকল্প কোপেনহেগানে বিশ্বের মহানাগরিকদের সম্মেলনে ভূয়সী প্রশংসা পেয়েছে। ২০১৯ সি-ফর্টি সিটিজ ব্লুমবার্গ ফিলান্থ্রপিস অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। এই বছর সেইসব প্রকল্পকে পুরস্কৃত করা হয় যারা পরিবেশ রক্ষার ওপর বিশেষ জোর দিয়েছে।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক দূষণহীন পরিবহণ ব্যবস্থা ও সেই ব্যবস্থার পরিকাঠামোর জন্য পুরস্কৃত হন।

সবুজশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত একটি প্রকল্প। এই প্রকল্প শুরু করা হয় ২০১৬ সালে। এই প্রকল্পে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতি শিশুকে গাছের চারা দেওয়া হয়। বেশীর ভাগ ক্ষেত্রেই এই চারা হয় মেহগিনি বা সাল গাছের। অভিভাবকদের বলা হয় নিজের শিশুর পাশাপাশি এই চারাটিকেও যত্নসহকারে বড় করে তুলতে। যখন শিশুটি প্রাপ্ত বয়স্ক হবে তখন তারা ঐ গাছটি বিক্রী করে উচ্চশিক্ষার প্রয়োজনে আর্থিক কারণে ব্যবহার করতে পারবে।