সাম্প্রতিক খবর

জুন ১২, ২০১৯

মিথ্যের রাজনীতি করে বিজেপি: অভিষেক বন্দ্যোপাধ্যায়

মিথ্যের রাজনীতি করে বিজেপি: অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিজেপির পক্ষ থেকে গতকাল দাবী করা হয়েছিল যে আরামবাগ লোকসভার তারকেশ্বরের তালপুর ও চাঁপাডাঙা গ্রাম পঞ্চায়েতের ১৭ জন সদস্য ভারতীয় জনতা পার্টিতে চলে গেছেন। খবরটি সম্পূর্ণ মিথ্যে। আজ তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একথা জানান।

তিনি বলেন, বিজেপির কাজ হল মিথ্যে কথা বলা। এটাকে আমরা ধিক্কার জানাই। এই ১৭ জন সদস্যের মধ্যে ১৫ জন আজ আমাদের সঙ্গে এখানে আছেন। চাঁপাডাঙায় ১৭ জন সদস্যের মধ্যে আমাদের সঙ্গে আছে ১২ জন। এরা সকলেই তৃণমূলে ছিলেন ও আছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি মিথ্যের রাজনীতি করে দলে নিজেদের নম্বর বাড়ানোর চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিছু নেতা।
প্রাক্তন জেলা পরিষদের সদস্যকে মিথ্যে বলে দিল্লী নিয়ে গিয়ে মুকুল রায় যোগদান করিয়েছিলেন। তিনি দিল্লী থেকে ফেরার সঙ্গে সঙ্গেই ফিরে এসেছেন তৃণমূলেই।

যারা দল ভাঙার রাজনীতি করে, দিল্লীর কাছে নম্বর বাড়াতে চাইছে, এই সদস্যরা আজ তাদের যোগ্য জবাব দিয়েছে, মন্তব্য অভিষেকের।

উনি আরও বলেন, নারদার মূল অভিনেতা বলছেন সিঙ্গুর আন্দোলন ভুল। তার লজ্জা হওয়া উচিৎ। ২০১৬ সালের ৩১শে আগস্ট কৃষকদের পক্ষে সুপ্রীম কোর্ট যে রায় দিয়েছে, সেটা কি ভুল? সিঙ্গুর আন্দোলন ভুল হলে, সেদিন দল ছাড়েননি কেন? ২০১৬ সালের ১৪ই সেপ্টেম্বর সিঙ্গুরের যে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জমি ফেরত দেন, সেই মঞ্চে তিনি উপস্থিত ছিলেন। সারদা নারদা থেকে পিঠ বাঁচাতে বিজেপিতে যোগ দেন। যাদের বিরুদ্ধে একাধিক এফআইআর আছে, তারা দুর্নীতি নিয়ে কথা বলে?

অভিষেকের কথায়, বিজেপি ধর্মের নামে যেভাবে সারা ভারতে আগুন লাগিয়ে কষাইখানা করে তুলতে চাইছে, ভারতের সর্বস্তরের মানুষ এর বিরুদ্ধে ধিক্কার জানাক।