Latest News

April 14, 2017

Biswa Bangla Convention Centre to be inaugurated in July

Biswa Bangla Convention Centre to be inaugurated in July

Housing Infrastructure Development Corporation (HIDCO) has fixed July as the target date to open the Biswa Bangla Convention Centre. The state government has decided to hold the two-day Bengal Global Business Summit, 2018, at the Convention Centre.

The Convention Centre will have a 3,000 capacity auditorium, the biggest in the state. There is a hotel that has a capacity of 100 and will be run by a private player. The Centre will have accommodation for guests, a gymnasium, a library and halls to hold seminars and symposia. The Centre is coming up beside the Bagjola canal whose beautification process has already begun.

A floating jetty will be constructed and the state government also proposes to set up a floating vegetable market. The pathway has been developed and chairs and umbrellas have been installed too.

The Convention Centre is situated close to Rajarhat’s Eco Park and Rabindra Tirtha, the main cultural hub in New Town. A model of the proposed centre was shown at Bengal Global Business Summit and it had evoked great response among people.

 

জুলাই মাসে উদ্বোধন হবে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার

আগামী জুলাই মাসে উদ্বোধন হবে পূর্ব ভারতের সর্ববৃহৎ বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের।

আঠারো তলার এই সেন্টারটি তৈরি হচ্ছে ৪.৫৭ লক্ষ বর্গফুট এলাকার ওপর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কনভেনশন সেন্টারের কাজ শুরু হয়। এখানে রয়েছে একটি কনফারেন্স রুম যেখানে প্রায় ৩০০০ সিট রয়েছে।

একইসঙ্গে শিল্প সম্মেলনের সুবিধাও রয়েছে। এই সেন্টারে ২টি সেমিনার কক্ষ থাকবে, তার প্রতিটিতে থাকবে ৩৪৬টি সিট। একই ক্যাম্পাসের মধ্যে ৪ টি খাবার ঘর সহ ১০০ টি হোটেল রুম থাকবে। এছাড়া এখানে মাল্টি লেভেল গাড়ী পার্কিং সুবিধা থাকছে। ইতিমধ্যেই এই কনভেনশন সেন্টারের জন্য বুকিং শুরু হয়ে গেছে।

এই সেন্টারটি শহরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইকো পার্কের মাদার ওয়াক্স মিউজিয়ামের কাছেই অবস্থিত। কনভেনশান সেন্টারের কাছে অবস্থিত বাগজোলা খালটিরও সৌন্দর্যায়ন করা হচ্ছে। খালের পাড় সংস্কার করা হচ্ছে। ভাসমান জেটিও তৈরি হবে।