Latest News

January 23, 2016

Truth about Netaji must come out through documentation & proof: WB CM

Truth about Netaji must come out through documentation & proof: WB CM

Today is the 119th birth anniversary of the Netaji Subhas Chandra Bose, one of the greatest freedom fighters India has produced.

The West Bengal Government celebrates his birth anniversary with much fanfare. Three-day celebrations of ‘Subhas Utsav’ is being held in every corner of the State.

This is the third year in a row that the official celebrations by the West Bengal Chief Minister Ms Mamata Banerjee are being held at the Mall in Darjeeling. The Chief Minister inaugurated the programmes at 12 pm.

Incidentally, the West Bengal Government last year became the only State Government to declassify is the only State Government to declassify all files related to Netaji.

On her Twitter page, WB CM wrote:

The salient points of the Chief Minister’s speech are as follows:

  • The country deserves to know what happened to Netaji, who fought for the independence of our country.
  • 75 yrs ago Netaji left the country but we still don’t know what happened to him after that; people deserve to know the truth.
  • We want to see the files which would bring to light the details of Netaji after he left this country.
  • Netaji must be given the title of ‘Leader of the Nation,’ he deserves this honour.
  • The truth about Netaji must come out through documentation and proof.
  • It is our responsibility towards the youth and the future generations to share with them the truth about Netaji.
  • The national anthem, the national song and the slogan, ‘Jai Hind’ all came from Bengal. We are proud of our heritage.
  • We congratulate all the people of Darjeeling who work hard to develop the region. That should be our only aim.
  • We have spent Rs 131 crore already for the Tamang, Sherpa, Lepcha, Bhutia and Mangar Development Boards.
  • Two more development boards – for the Limbu and Khanbu-Rai communities – will soon be formed.
  • Netaji was a true leader of the nation. A true leader does not need to reiterate that he is a leader.

 

নেতাজির শেষ জীবনের সত্যতা প্রকাশ্যে আসা উচিতঃ মুখ্যমন্ত্রী 

ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম মহান নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আজ ১১৯তম জন্মবার্ষিকী।

পশ্চিমবঙ্গ সরকার নেতাজির জন্মদিবস আড়ম্বরে পালন করে থাকে। এই উপলক্ষে তিনদিন-ব্যাপী ‘সুভাষ উতৎব’ সারা রাজ্যে পালন করা হচ্ছে।

এই নিয়ে তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির জন্মবার্ষিকী দার্জিলিং-এর ম্যালে উদ্ঘোধন করলেন। দুপুর ১২-টায় এই অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে।

পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যারা কিনা নেতাজি সংক্রান্ত যাবতীয় গোপন ফাইল প্রকাশ করেছে।

 

মুখ্যমন্ত্রীর ভাষনের প্রধাণ বক্তব্যঃ

  • নেতাজি দেশের জন্য লড়েছিলেন
  • নেতাজি ৭৫ বছর আগে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, আর ফেরেননি
  • দেশের মানুষের নেতাজির শেষ জীবন সম্বন্ধে জানার অধিকার আছে
  • সুভাষ চন্দ্র বসু বেঁচে আছেন কিনা সেই ফাইল আমরা চাই
  • নেতাজি সুভাষ চন্দ্র বসু হলেন জাতির নেতা, দেশের নেতা
  • সম্মানের সঙ্গে নেতাজি বেঁচে থাকবেন সবার মনে
  • রটিয়ে দেওয়া হল তিনি মারা গিয়েছে বিমান দুর্ঘটনায়, তাহলে আজও কেন ডি এন এ টেস্ট কেন করা হয়নি?
  • আমাদের উন্নয়ন পর্ষদ গুলি খুব ভালো কাজ করছে
  • জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন নেতাজি
  • আপনারা গরিবদের জন্য কাজ করুন, জনতার জন্য কাজ করুন, দার্জিলিংএর জন্য কাজ করুন
  • নেতাজির সঙ্গে অন্যায় হয়েছিল, অবিচার হয়েছিল আমরা এর সুবিচার চাই, এর কৈফিয়ত চাই
  • নেতাজির সঙ্গে রাশিয়ায় কি হয়েছিল তা আমরা জানতে চাই
  • তামাং, লেপচা, শেরপা, ভুটিয়া এবং মাঙ্গার বোর্ড তৈরির জন্য আমরা ১৩১ কোটি টাকা খরচ করেছি
  • লিম্বু এবং খাম্বু-রাই সম্প্রদায়ের জন্য আরও ২টি বোর্ড তৈরি হবে
  • নেতাজি ছিলেন দেশের প্রকৃত নেতা