Latest News

May 6, 2017

Bike taxis to operate in Sector V soon

Bike taxis to operate in Sector V soon

Buoyed by the success of bike taxis, Housing Infrastructure Development Corporation (HIDCO) has requested the state Transport department to allow them to ply bike taxis in Sector V, the state’s most important IT hub off Salt Lake.

K Bike taxi has so far deployed 21 taxis out of a total of 50 two-wheelers which they will introduce in phases. Meanwhile, One Man Taxi has deployed 22 two-wheelers. So far, 1,400 people have availed bike taxis.

The State Transport minister, had for the first time in the state, introduced the bike taxis at a function for New Town on March 16. Bike taxis have become immensely popular in New Town because of its affordability factor. The charge for the first two kilometres is Rs 20 and then Rs 5 per additional kilometre. There is additional helmet for the pillion rider and a panic button. Every taxi is fitted with GPS and during monsoon, there will be raincoats for pillion riders.

The drivers have been given special training and they follow the copy book riding style, that is driving the two -wheelers at a maximum speed of 40 km per hour and take the left lane and never the right or the middle lanes which are used by most of the bike riders risking their lives.

 

বাইক ট্যাক্সি পরিষেবা সেক্টর ফাইভেও চালু করার ভাবনা

নিউটাউনে বাইক ট্যাক্সি পরিষেবায় মিলেছে ব্যাপক সাড়া। এর সাফল্যকে ধরে রাখতে হিডকো এই পরিষেবা ছড়িয়ে দিতে চায় রাজ্যের তথ্য প্রযুক্তির প্রাণকেন্দ্র বিধাননগরের সেক্টর ৫-এও। এই বিষয়ে তাঁরা রাজ্য পরিবহণ দপ্তরকে আবেদনও জানিয়েছে।

মার্চ মাসে রাজ্য পরিবহণ দপ্তর রাজারহাট ও নিউটাউনের পরিবহণের সুবিধার্থে ২১টি বাইক নিয়ে চালু করে বাইক ট্যাক্সি পরিষেবা। তারপর চালু হয় আরও ২২টি বাইক ট্যাক্সি। এখন পর্যন্ত মোট ১৪০০জন মানুষ এই পরিষেবা গ্রহণ করেছেন।

রাজ্য পরিবহণ সংস্থা কিছু নিয়মাবলী তৈরি করেছেন যা সকল বাইক ট্যাক্সি’কে মেনে চলতে হবে। এই নিয়মাবলীগুলি তৈরি করা হয়েছে যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে। বাইক ট্যাক্সিতে থাকছে একটি প্যানিক বোতাম। এছাড়া বাইক ট্যাক্সিতে একটি অতিরিক্ত হেলমেট রাখতে হবে যেটা যাত্রী পরবেন ও বর্ষাকালের কথা মাথায় রেখে এই বাইক ট্যাক্সিতে যাত্রীদের জন্য একটি রেনকোটও থাকবে।