September 5, 2016
Bengal Govt to give away Siksha Ratna awards today

With the inspiration of Mamata Banerjee, the Hon. Chief Minister of Bengal, on the occasion of Teachers’ Day, successful teachers will be conferred with Siksha Ratna awards.
The top school will be honoured with the ‘Best School 2016’ award.
Education Minister Partha Chatterjee will be present at the event to be held at Nazrul Mancha at 1 PM.
After coming to power in 2011, Mamata Banerjee started the tradition of honouring teachers on the occasion of Teachers’ Day.
It may be mentioned that in the last five years, 46 new colleges, 15 new universities have been set up by the Bengal government. Around 3 lakh seats have been created in higher education. 2500 primary and 3500 middle schools have been set up and 1815 high schools have been developed.
আজ ‘শিক্ষা রত্ন’ সম্মাননা দিল রাজ্য সরকার
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিক্ষক দিবস উপলক্ষে আজ কৃতি শিক্ষক শিক্ষিকাদের ‘শিক্ষা রত্ন’ সম্মাননা দেওয়া হল।
শীর্ষস্থানে থাকা স্কুলগুলিকে ‘সেরা বিদ্যালয় ২০১৬’ সম্মাননা দেওয়া হল।
আজ নজরুল মঞ্চে দুপুর ১টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষক দিবসে শিক্ষকদের পুরস্কৃত করার প্রক্রিয়া চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
উল্লেখ্য, গত পাঁচ বছরে রাজ্য সরকার ৪৬ টি নতুন কলেজ, ১৫টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ৩ লক্ষ আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, ২৫০০টি প্রাইমারি, ৩৫০০টি মিডিয়াম স্কুল স্থাপন করা হয়েছে এবং ১৮১৫টি উচ্চমাধ্যমিক স্কুল উন্নীত করা হয়েছে।