October 24, 2016
Bengal Govt provides irrigation assistance to Singur farmers

The Bengal Government, under the initiative of Chief Minister Mamata Banerjee has taken upon a project to set up 56 deep tube-wells in five moujas of Singur so that farmers are able to take up proper irrigation measures.
After returning cultivable lands to the farmers in Singur, mini deep tube-wells are now being set up in Gopalnagar, Khasebheri, Beraberi, Singer Bheri and Bajemelia moujas.
Incidentally, the erstwhile Left Front Government had dismantled 50 tube-wells in the region in 2006.
The work for setting up the tube-wells was taken up in war footing and a part of the work has already been completed. The Government had a view to ensure the setting up of a proper irrigation system in the returned farmlands in Singur, and it has kept its word. The Government has also provided the farmers with farming equipment and crop seeds.
It may be recalled that the land in Singur was so fertile that it yielded three crops per year. Mamata Banerjee had made it a point to stand beside the farmers of Singur and she kept her promise by starting the providing of cultivable land to the farmers on October 20.
সিঙ্গুরের কৃষকদের সেচের কাজে সাহায্য করবে প্রশাসন
সেচের কাজে যাতে কৃষকদের কোনোভাবে বাধার সম্মুখীন না হতে হয়, সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রকল্প গ্রহণ করেছেন, যার মাধ্যমে সিঙ্গুরের অন্তর্গত ৫টি মৌজাতে ৫৬টি গভীর নলকূপ নির্মাণ করা হবে।
আপাতত, কৃষিজমি ফেরত দেওয়ার পর গোপালনগর, খাসেবেড়ি, বেড়াবেড়ি, সিঙেরবেড়ি ও বাজেমেলিয়া মৌজাগুলিতে ছোট ছোট নলকূপ তৈরী করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, পূর্ববর্তী বাম সরকার ২০০৬ সাল থেকে ওই অঞ্চলের ৫০টি নলকূপ বন্ধ করে দিয়েছিল।
আপাতত নলকূপ নির্মাণের কাজ চলছে ও বেশ কিছুটা কাজ এগিয়েও গেছে। সরকারের পূর্বনির্ধারিত দিনের মধ্যেই সব কৃষককে তাদের কৃষিজমি ফেরত দেওয়া হয়েছে, সঙ্গে তাদের কৃষিকাজে প্রয়োজনীয় সব উপকরণ ও ফসলের বীজ প্রদান করা হয়েছে।
সিঙ্গুরের জমি এতটাই উর্বর ছিল যে সেখানে বছরে ৩ বার চাষ করা যেত। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন এবং তাঁর দেওয়া কথামতো তিনি ২০ অক্টোবর থেকে কৃষকদের কৃষি জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।