October 17, 2016
Bengal ensures food security for all

On Sunday, Bengal Chief Minister Mamata Banerjee greeted all on the occasion of the World Food Day.
Bengal, under the able leadership of Mamata Banerjee, has been instrumental in providing food security to the people of the State, especially in Jangalmahal, tea gardens of north Bengal and Aila-affected areas of Sunderbans, people residing in the Hills, and tribal people.
Over 8 crore people in the State have been brought under food security scheme. Rice is made available at Rs 2/kg.
Thanks to the Khadya Sathi scheme, around 80 percent of the state’s nine crore people are benefiting. The scheme aims to ensure that people would receive 5 kg of food grain every month at Rs 2 per kg.
Storage capacity has increased from 62 lakhs metric tonnes to 5 crore 62 lakh metric tonnes in the last 5 years.
The government has ensured that children suffering from malnutrition, and their mothers, receive 5 kg rice, 1 kg masoor dal, 2.5 kg wheat (or flour) and 1 kg grams regularly.
বাংলায় খাদ্য সুরক্ষা নিশ্চিত করেছে রাজ্য সরকার
রবিবার, বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মাননীয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলায় খাদ্য নিরাপত্তা এখন সুনিশ্চিত করা সম্ভব হয়েছে। বিশেষত জঙ্গলমহল, উত্তরবঙ্গের চা বাগান এবং সুন্দরবনের আয়লা অধ্যুষিত এলাকাগুলিতে ও পাহাড়ে বসবাসকারী মানুষ এবং আদিবাসী জনজাতিভুক্ত পরিবারের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করেছে বর্তমান সরকার।
বর্তমানে রাজ্যের প্রায় ৮ কোটি মানুষকে খাদ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে, তারা সকলে ২ টাকা কেজি দরে চাল পাচ্ছেন।
খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ৮০ শতাংশ মানুষ উপকৃত হয়েছেন। এর মাধ্যমে তাদের প্রতি মাসে ২ টাকা কেজি দরে ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হচ্ছে।
গত ৫ বছরে মজুত ভাণ্ডারের ধারণ ক্ষমতা ৬২ লক্ষ মেট্রিক টন থেকে বাড়িয়ে ৫ কোটি ৬২ লক্ষ মেট্রিক টন করা হয়েছে।
যে সকল শিশুরা অপুষ্টিতে ভুগছে তাদের মায়েদের ৫ কেজি চাল, ১ কেজি মুসুর ডাল, ২.৫ কেজি গম এবং ১ কেজি ছোলা নিয়মিত দিচ্ছে রাজ্য সরকার।