Latest News

September 2, 2016

Bengal CM thanks people for putting a bandh to bandhs

Bengal CM thanks people for putting a bandh to bandhs

Bengal Chief Minister Mamata Banerjee today thanked the people of the State for putting a bandh to bandhs. She briefed mediapersons at Dubai airport on her way to Rome.

“I congratulate the people of Bengal for putting a bandh to bandhs. Thank you to all,” said the Chief Minister. She also announced that those who came to work today will get an extra holiday during Durga Puja.

At Nabanna, Education Minister Partha Chatterjee thanked the people of Bengal for defying the bandh. He said people have shown their support towards Mamata Banerjee’s agenda of development. He said Mamata Banerjee has been working hard to restore the work culture in Bengal.

“The transport service was normal today. On a normal day 1800 buses ply on the roads. Today 2300 buses were available. There were 90 trams on the roads instead of 80. There were 37 water vehicles,” he added.

 

বনধকে বন্ধ করার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

আজ বামফ্রন্ট ট্রেড ইউনিয়নের ডাকা বনধকে ব্যর্থ করার জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই থেকে রোমের বিমানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “বনধকে বন্ধ করার জন্য বাংলার মানুষকে আমার শুভেচ্ছা। সকলকে অনেক ধন্যবাদ”। যারা আজ কাজে যোগদান করেছেন তারা দুর্গা পূজার সময় একদিন অতিরিক্ত ছুটি পাবেন বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

নবান্নে সাংবাদিক বৈঠক করে স্বতঃস্ফূর্ত ভাবে এই বনধকে সমর্থন না করার জন্য মানুষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচীকে মানুষ সমর্থন করছে। বাংলায় কাজের সংস্কৃতি ফিরিয়ে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পরিশ্রম করেছেন। 

তিনি আরও জানান, “সাধারণ দিনে রাস্তায় ১৮০০ বাস চলে, আজ ২৩০০ টি বাস চলেছে। সাধারণত দিনে ৮০টি ট্রাম চলে, আজ সেই সংখ্যা ৯০। ৩৭টি জলযান চলেছে আজ”।