September 21, 2016
Bengal CM launches Shreshtarghya – a cooperative for journalists in north Bengal

Bengal Chief Minister Mamata Banerjee today launched a unique cooperative for the journalists of north Bengal, at Siliguri. She has christened the cooperative as Shreshtarghya.
The Chief Minister handed over the land documents for the Siliguri Journalists’ Club. She has allotted 5 kathas of land for the SJC at Kawakhali in the outskirts of Siliguri.
West Bengal Government has already announced a health insurance scheme for journalists. The scheme has been named Mabhoi by the Chief Minister herself. The formal name of the scheme is West Bengal Health Scheme for Journalists, 2016. The scheme is applicable for all West Bengal Government-accredited journalists till the age of 65, including those who have retired.
The Chief Minister will then visit Kalimpong where a number of Government programmes are lined up for the next day.
মুখ্যমন্ত্রীর হাতে আজ সূচনা হল ‘শ্রেষ্টার্ঘ্য’-র
উত্তরবঙ্গের সাংবাদিকদের জন্য সুখবর। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঐকান্তিক অনুপ্রেরণায় একটি অনন্য সমবায়ের সূচনা হল আজ শিলিগুড়িতে, মমতা বন্দোপাধ্যায় যার নাম রেখেছেন “শ্রেষ্টার্ঘ্য”।
শিলিগুড়ি থেকে অনতিদূরে একটি পাঁচ কাঠা জমির দলিল তিনি আজ উত্তরবঙ্গের সাংবাদিকদের হাতে তুলে দেন; এখানে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব তৈরী করা হবে।
ইতিপূর্বেই সরকার সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমার কথা ঘোষণা করেন, যে উদ্যোগটির নামকরণ করা হয়েছে মাভৈ। এই প্রকল্পটির সরকারি নাম অবশ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ফর জার্নালিস্টস, ২০১৬। ৬৫ বছর বয়স পর্যন্ত কাজে নিযুক্ত ও অবসরপ্রাপ্ত সকল সরকারি প্রতিষ্ঠানে নিযুক্ত সাংবাদিকরা এই প্রকল্পের আওতায় পড়বেন।
এরপর মুখ্যমন্ত্রী কালিম্পঙ যাবেন যেখানে কাল তিনি একগুচ্ছ সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন।