Latest News

April 13, 2017

Bengal ahead in fighting child malnutrition

Bengal ahead in fighting child malnutrition

Bengal is ahead of the other States of the country in taking efforts to fight child malnutrition. The State is also ahead in getting children admitted in nutrition rehabilitation centres (NRCs).

These facts were stated in a reply to Parliament by the concerned Central Minister on April 11, 2017. The data on which these facts were established covers the period from April 2015 to March 2016.

It must be mentioned that in the last 5 years, the infant mortality rate in the State has come down from 32 per 1000 live births to 26. Institutional delivery has also increased from 65 to 90%. The Government has set up Mother and Child Hubs in every district, the number of SNCUs, SNSUs have been augmented. Pioneering initiatives like Breast Milk Bank and Cord Blood Bank have been taken.

 

 

শিশুদের অপুষ্টিরোধে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ

শিশুদের অপুষ্টিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অন্যদের থেকে এগিয়েই রয়েছে পশ্চিমবঙ্গ। আর এক্ষেত্রে সংশ্লিষ্ট পুনর্বাসন কেন্দ্রে (নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার বা এনআরসি) শিশুদের সময়মতো ভরতির ক্ষেত্রে দেশের অধিকাংশ রাজ্যের থেকেই এগিয়ে রয়েছে বাংলা।

রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছেন। রিপোর্টে ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্যের উল্লেখ করেছেন। রিপোর্ট থেকে স্পষ্ট, এনআরসি’র সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও তাতে ভর্তি থাকা শিশুর হার অন্যদের থেকে অনেকটাই বেশি বাংলায়।