Latest News

October 4, 2016

Be on your toes this festive season: CM instructs Ministers

Be on your toes this festive season: CM instructs Ministers

Chief Minister Mamata Banerjee asked all ministers to be present in their respective Assembly constituencies and districts to avoid any untoward incident during Durga Puja and Muharram.

Banerjee gave the direction to the ministers during a Cabinet meeting in Nabanna on Monday. Every minister has been directed to be present in their own Assembly constituencies. At the same time they have to be aware of the situation in their respective district.

Chief Minister had given a message to the people of the state urging to maintain peace and harmony during festive season. She had said: “There are some people who try to create trouble. Thus I would like to urge people from all communities, clubs and youngsters to ensure peace and harmony during Durga Puja and Muharram. There are the brothers and sisters of Bengal to stop miscreants if they find anyone trying to play spoilsport.”

 

 

পুজোর সময় মন্ত্রী-বিধায়কদের নিজেদের এলাকায় থাকতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

পুজোর সময় মন্ত্রি-বিধায়ক সহ সকল জনপ্রতিনিধিদের নিজের জেলায় নিজেদের এলাকার মানুষের পাশে থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের সময় কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সব রকম ভাবে প্রশাসন মানুষের পাশে রয়েছে।

সোমবার নবান্নে মন্ত্রীসভার বৈঠকে মন্ত্রীদের এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উৎসবের সময় সব ধর্মের মানুষের সম্মেলন হয় গোটা রাজ্যে, এ অবস্থায় কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। প্রত্যেক জন প্রতিনিধিদের সচেতন থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

উৎসবের মরসুমে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানিয়ে জনগণের কাছে একটি বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কিছু কিছু মানুশজন আছেন যারা সমস্যা তৈরি করার চেষ্টা করে। আমি সব ক্লাব, পুজো কমিটি সহ সকল সম্প্রদায়ের মানুষের কাছে দুর্গাপূজা ও মহরমের সময় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন করব”।